৪ জেলায় নতুন শনাক্ত ৩৬

চুয়াডাঙ্গায় ১৬

প্রতিনিধি, চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় আরও ১৬ জন করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে করোনায় আক্রান্ত হলেন ১ হাজার ২৭৩ জন। গত মঙ্গলবার রাতে ফলাফল আসে ৫৩টি নমুনার মধ্যে ১৬টি পজিটিভ। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে রয়েছেন জেলার সদর উপজেলায় ৫ জন, দামুড়হুদা উপজেলায় ৩ জন, আলমডাঙ্গা উপজেলায় ৫ জন এবং জীবননগর উপজেলার ৩ জন ।

চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, গত সোমবার চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটের হলুদ জোনে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আলমডাঙ্গা উপজেলার আলিহাটনগরের রাফিয়া খাতুন। করোনা উপসর্গ থাকায় তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। মঙ্গলবার পাওয়া রিপোর্টে তার করোনা পজিটিভ আসে। এ নিয়ে চুয়াডাঙ্গা জেলায় করোনায় মোট ৩২ জনের মৃত্যু হলো।

মহেশপুরে ২

প্রতিনিধি, মহেশপুর

ঝিনাইদহের মহেশপুরে করোনাভাইরাসে মৃত আব্দুল্লাহ’র পরিবারে নতুন করে ২ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে এ উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫৫ জনে। তাদের বাড়ি উপজেলার পোস্ট অফিসপাড়ায়। গতকাল বুধবার সকালে তাদের করোনা পজেটিভ রিপোর্ট আসে। মহেশপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আঞ্জুমানার বেগম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আক্রান্ত ব্যক্তিরা হলেন-মৃত আব্দুল্লাহ’র ভাই ও ভাইপো। তারা হোম কোয়ারেন্টাইনে চিকিৎসাধীন আছেন।

সখীপুরে শিশুসহ ১০

প্রতিনিধি, সখীপুর (টাঙ্গাইল)

টাঙ্গাইলের সখীপুরে স্কুল শিক্ষার্থীসহ আবারও ১০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুস সুবহান এ তথ্য নিশ্চিত করে বলেন, আক্রান্তদের মাঝে করোনাভাইরাসের উপসর্গ দেখা দিলে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের এশটি দল গত ১লা সেপ্টেম্বর নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠায়। গতকাল বুধবার সকালে তাদের করোনা পজিটিভ হওয়ার খবর আসে। তিনি আরও বলেন, এ নিয়ে সখীপুরে ১৫১ জন করোনায় আক্রান্ত হলেন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৭১ জন, মৃত্যু হয়েছে ২ জনের অন্যান্য আক্রান্তরা হোম কোয়ারেন্টাইনে চিকিৎসাধীন আছেন ।

কিশোরগঞ্জে ৮

জেলা বার্তা পরিবেশক, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে নতুন ৮ জনের করোনা শনাক্ত হয়েছে। ৮ জনই সদর উপজেলার। তবে জেলায় নতুন সুস্থও হয়েছেন ২৩ জন। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, মঙ্গলবার রাতে সৈয়দ নজরুল মেডিক্যাল কলেজ ল্যাব থেকে পাওয়া ৯৪টি নমুনার পরীক্ষার ফলাফলে দেখা গেছে, নতুন ৮ জনের করোন ধরা পড়েছে। এরা সবাই সদর উপজেলার। নেগেটিভ হয়েছে ৮৬টি নমুনা। নতুন সুস্থ হওয়া ২৩ জনের মধ্যে সদর উপজেলায় ১২ জন, পাকুন্দিয়া ও বাজিতপুরে ৩ জন করে, তাড়াইল ও মিঠামইনে ২ জন করে, আর কটিয়াদীতে একজন। মঙ্গলবার জেলায় করোনায় চিকিৎসাধীন ছিলেন ২১১ জন।

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২০ , ১৩ মহররম ১৪৪২, ১৭ ভাদ্র ১৪২৭

৪ জেলায় নতুন শনাক্ত ৩৬

চুয়াডাঙ্গায় ১৬

প্রতিনিধি, চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় আরও ১৬ জন করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে করোনায় আক্রান্ত হলেন ১ হাজার ২৭৩ জন। গত মঙ্গলবার রাতে ফলাফল আসে ৫৩টি নমুনার মধ্যে ১৬টি পজিটিভ। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে রয়েছেন জেলার সদর উপজেলায় ৫ জন, দামুড়হুদা উপজেলায় ৩ জন, আলমডাঙ্গা উপজেলায় ৫ জন এবং জীবননগর উপজেলার ৩ জন ।

চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, গত সোমবার চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটের হলুদ জোনে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আলমডাঙ্গা উপজেলার আলিহাটনগরের রাফিয়া খাতুন। করোনা উপসর্গ থাকায় তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। মঙ্গলবার পাওয়া রিপোর্টে তার করোনা পজিটিভ আসে। এ নিয়ে চুয়াডাঙ্গা জেলায় করোনায় মোট ৩২ জনের মৃত্যু হলো।

মহেশপুরে ২

প্রতিনিধি, মহেশপুর

ঝিনাইদহের মহেশপুরে করোনাভাইরাসে মৃত আব্দুল্লাহ’র পরিবারে নতুন করে ২ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে এ উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫৫ জনে। তাদের বাড়ি উপজেলার পোস্ট অফিসপাড়ায়। গতকাল বুধবার সকালে তাদের করোনা পজেটিভ রিপোর্ট আসে। মহেশপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আঞ্জুমানার বেগম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আক্রান্ত ব্যক্তিরা হলেন-মৃত আব্দুল্লাহ’র ভাই ও ভাইপো। তারা হোম কোয়ারেন্টাইনে চিকিৎসাধীন আছেন।

সখীপুরে শিশুসহ ১০

প্রতিনিধি, সখীপুর (টাঙ্গাইল)

টাঙ্গাইলের সখীপুরে স্কুল শিক্ষার্থীসহ আবারও ১০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুস সুবহান এ তথ্য নিশ্চিত করে বলেন, আক্রান্তদের মাঝে করোনাভাইরাসের উপসর্গ দেখা দিলে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের এশটি দল গত ১লা সেপ্টেম্বর নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠায়। গতকাল বুধবার সকালে তাদের করোনা পজিটিভ হওয়ার খবর আসে। তিনি আরও বলেন, এ নিয়ে সখীপুরে ১৫১ জন করোনায় আক্রান্ত হলেন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৭১ জন, মৃত্যু হয়েছে ২ জনের অন্যান্য আক্রান্তরা হোম কোয়ারেন্টাইনে চিকিৎসাধীন আছেন ।

কিশোরগঞ্জে ৮

জেলা বার্তা পরিবেশক, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে নতুন ৮ জনের করোনা শনাক্ত হয়েছে। ৮ জনই সদর উপজেলার। তবে জেলায় নতুন সুস্থও হয়েছেন ২৩ জন। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, মঙ্গলবার রাতে সৈয়দ নজরুল মেডিক্যাল কলেজ ল্যাব থেকে পাওয়া ৯৪টি নমুনার পরীক্ষার ফলাফলে দেখা গেছে, নতুন ৮ জনের করোন ধরা পড়েছে। এরা সবাই সদর উপজেলার। নেগেটিভ হয়েছে ৮৬টি নমুনা। নতুন সুস্থ হওয়া ২৩ জনের মধ্যে সদর উপজেলায় ১২ জন, পাকুন্দিয়া ও বাজিতপুরে ৩ জন করে, তাড়াইল ও মিঠামইনে ২ জন করে, আর কটিয়াদীতে একজন। মঙ্গলবার জেলায় করোনায় চিকিৎসাধীন ছিলেন ২১১ জন।