মাস্ক না পরায় জরিমানা

কিশোরগঞ্জে করোনার বিস্তার রোধকল্পে জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে। মাস্ক ব্যবহার না করা এবং ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরসাইকেল চালানোসহ বিভিন্ন অপরাধে মঙ্গলবার জেলায় ৪৬ জনের কাছ থেকে ১৮ হাজার ২৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। আর জেলা সদরে নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাফসা নাদিয়ার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত মোট ৭ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করেছেন। এছাড়া, জেলা সদরের বিভিন্ন সিএনজি ও অটোরিক্সা স্ট্যান্ড তদারকির লক্ষ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ গোলাম মোস্তফার নেতৃত্বে পৃথক অভিযান চালানো হয়েছে। এসব অভিযানে পুলিশ ও র‌্যাব সদস্যরা সহযোগিতা করেছেন।

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২০ , ১৩ মহররম ১৪৪২, ১৭ ভাদ্র ১৪২৭

মাস্ক না পরায় জরিমানা

জেলা বার্তা পরিবেশক, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে করোনার বিস্তার রোধকল্পে জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে। মাস্ক ব্যবহার না করা এবং ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরসাইকেল চালানোসহ বিভিন্ন অপরাধে মঙ্গলবার জেলায় ৪৬ জনের কাছ থেকে ১৮ হাজার ২৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। আর জেলা সদরে নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাফসা নাদিয়ার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত মোট ৭ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করেছেন। এছাড়া, জেলা সদরের বিভিন্ন সিএনজি ও অটোরিক্সা স্ট্যান্ড তদারকির লক্ষ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ গোলাম মোস্তফার নেতৃত্বে পৃথক অভিযান চালানো হয়েছে। এসব অভিযানে পুলিশ ও র‌্যাব সদস্যরা সহযোগিতা করেছেন।