৬ সেপ্টেম্বর থেকে রওনকের ‘বিবাহ হবে’

রওনক হাসান। নাট্যাঙ্গনের পরিচিত মুখ। শুরুটা হয়েছিল ২০০৪ এ, নাট্যকার হিসেবে। তারপর এক বছরের মাথায় অভিনেতার খাতায় নাম লেখান। ২০০৬ এ আসেন নাটক পরিচালনায়। রচনা, পরিচালনা এবং অভিনয়- তিনটি বিষয় প্রায় কাছাকাছি সময়ে শুরু করলেও অভিনয়েই তিনি ব্যস্ত হয়ে পড়েন। অভিনয়ের ব্যস্ততার ফাঁকে সময় পেলে মাঝে মধ্যে তিনি নাটক লিখেন ও পরিচালনা করেন। তার নাটক পরিচালনার গ-িটা এতদিন ছিল খ- নাটক আর টেলিফিল্ম কেন্দ্রিক। দীর্ঘদিনের অভিনয় ক্যারিয়ার এবং খ-নাটক পরিচালনার অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার রওনক ‘বিবাহ হবে’ নামে একটি ধারাবাহিক নাটক নির্মাণ করছেন। নাটকটি ৬ সেপ্টেম্বর থেকে বাংলাভিশনে প্রচার শুরু হচ্ছে বলে জানিয়েছেন রওনক। বাংলাভিশনে প্রতি রবি ও সোমবার রাত ৮.১৫ মিনিট থেকে নাটকটির প্রচার হবে। এই নাটকে অভিনয় করেছেন শতাধিক অভিনয়শিল্পী। নাটকটি রওনক হাসানেরই লেখা। তবে অভিনেতা রওনক হাসান নিজের পরিচালিত এ নাটকে অভিনয় করছেন না। নাটকটির প্রচারণার জন্য নাটকের অভিনয় শিল্পীদের মধ্য থেকে ২০ জনকে নিয়ে নির্মাণ করেছেন নাটকের সূচনা সঙ্গীত। নাচে গানে ভরপুর সেই সূচনা সংগীতের মাধ্যমে এখন নাটকটির প্রচারণা চলছে। জানা গেছে রওনক হাসান রাতভর বারবিকিউ পার্টি করে ‘হলুদ বাটো মেন্দি বাটো’ গানের সঙ্গে আধা-হিপহপ নাচিয়েছেন শিল্পীদের। আর শিল্পীদের নাচানোর জন্য প্রায় দুই মাস প্রস্তুতি নিয়েছিলেন রওনক। সবাইকে একত্র করে পরিকল্পনামতো এক রাতে দাঁড় করিয়েছেন ক্যামেরার সামনে। সেই দলে ছিলেন অভিনেতা মোশাররফ করিম, ইন্তেখাব দিনার, অর্পণা ঘোষ, আহসান হাবীব নাসিম, অ্যালেন শুভ্র, মনিরা মিঠু, নাদিয়া খানমসহ আরও অনেকে। সারা রাত ধরে চলে সেই গানের দৃশ্য ধারণ। রওনক হাসান ও বিধুর কথায় নির্মিত গানটির সংগীতায়োজনও করেছেন হুমায়ূন। গানটিতে কন্ঠ দিয়েছেন মোশাররফ করিম, রোবেনা রেজা জুঁই, আহসান হাবিব নাসিম, আহম্মেদ হুমায়ূন, নওমী কামরুন বিধু ও আমার কন্ঠে টাইটেল সং উপভোগ করতে নীচের লিংক এ ক্লিক করুন গত ২৪ আগস্ট নিজের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করেন রওনক।

ধারাবাহিক নাটকটি নিয়ে রওনক হাসান বলেন, ‘গল্পটিও বেশ চমৎকার আশা করছি সবার ভালো লাগবে। নাটকটির পিছনে অনেক খরচ করেছি আমি। আর এই প্রথম কোন কমেডি নাটক বানালাম। মোশাররফ ভাই মনিরা মিঠু আপা, নাসিমভাইসহ সবাই নাটকটিতে দুর্দান্ত অভনয় করেছেন। আর আমার প্রথম ধারাবাহিক নাটক বলে প্রাণপনে চেষ্টা করছি দর্শকদের ভাল কিছু উপহার দিতে। এক কথায় আমি আমার সমস্ত আবেগ অনুভুতি মিশিয়ে খুব যতœসহকারে কাজটি করছি। আপাতত ১০০পর্ব পর্যন্ত নাটকটি তৈরি করছি। নাটটি আমার লেখা ও পরিচালনার হলেও এখন পর্যন্ত আমি এখানে অভিনয় করিনি। তবে সামনে নাটকটিতে অভিনয়েও যুক্ত হবার সম্ভবনা আছে।

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২০ , ১৪ মহররম ১৪৪২, ১৮ ভাদ্র ১৪২৭

৬ সেপ্টেম্বর থেকে রওনকের ‘বিবাহ হবে’

বিনোদন প্রতিবেদক |

image

রওনক হাসান। নাট্যাঙ্গনের পরিচিত মুখ। শুরুটা হয়েছিল ২০০৪ এ, নাট্যকার হিসেবে। তারপর এক বছরের মাথায় অভিনেতার খাতায় নাম লেখান। ২০০৬ এ আসেন নাটক পরিচালনায়। রচনা, পরিচালনা এবং অভিনয়- তিনটি বিষয় প্রায় কাছাকাছি সময়ে শুরু করলেও অভিনয়েই তিনি ব্যস্ত হয়ে পড়েন। অভিনয়ের ব্যস্ততার ফাঁকে সময় পেলে মাঝে মধ্যে তিনি নাটক লিখেন ও পরিচালনা করেন। তার নাটক পরিচালনার গ-িটা এতদিন ছিল খ- নাটক আর টেলিফিল্ম কেন্দ্রিক। দীর্ঘদিনের অভিনয় ক্যারিয়ার এবং খ-নাটক পরিচালনার অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার রওনক ‘বিবাহ হবে’ নামে একটি ধারাবাহিক নাটক নির্মাণ করছেন। নাটকটি ৬ সেপ্টেম্বর থেকে বাংলাভিশনে প্রচার শুরু হচ্ছে বলে জানিয়েছেন রওনক। বাংলাভিশনে প্রতি রবি ও সোমবার রাত ৮.১৫ মিনিট থেকে নাটকটির প্রচার হবে। এই নাটকে অভিনয় করেছেন শতাধিক অভিনয়শিল্পী। নাটকটি রওনক হাসানেরই লেখা। তবে অভিনেতা রওনক হাসান নিজের পরিচালিত এ নাটকে অভিনয় করছেন না। নাটকটির প্রচারণার জন্য নাটকের অভিনয় শিল্পীদের মধ্য থেকে ২০ জনকে নিয়ে নির্মাণ করেছেন নাটকের সূচনা সঙ্গীত। নাচে গানে ভরপুর সেই সূচনা সংগীতের মাধ্যমে এখন নাটকটির প্রচারণা চলছে। জানা গেছে রওনক হাসান রাতভর বারবিকিউ পার্টি করে ‘হলুদ বাটো মেন্দি বাটো’ গানের সঙ্গে আধা-হিপহপ নাচিয়েছেন শিল্পীদের। আর শিল্পীদের নাচানোর জন্য প্রায় দুই মাস প্রস্তুতি নিয়েছিলেন রওনক। সবাইকে একত্র করে পরিকল্পনামতো এক রাতে দাঁড় করিয়েছেন ক্যামেরার সামনে। সেই দলে ছিলেন অভিনেতা মোশাররফ করিম, ইন্তেখাব দিনার, অর্পণা ঘোষ, আহসান হাবীব নাসিম, অ্যালেন শুভ্র, মনিরা মিঠু, নাদিয়া খানমসহ আরও অনেকে। সারা রাত ধরে চলে সেই গানের দৃশ্য ধারণ। রওনক হাসান ও বিধুর কথায় নির্মিত গানটির সংগীতায়োজনও করেছেন হুমায়ূন। গানটিতে কন্ঠ দিয়েছেন মোশাররফ করিম, রোবেনা রেজা জুঁই, আহসান হাবিব নাসিম, আহম্মেদ হুমায়ূন, নওমী কামরুন বিধু ও আমার কন্ঠে টাইটেল সং উপভোগ করতে নীচের লিংক এ ক্লিক করুন গত ২৪ আগস্ট নিজের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করেন রওনক।

ধারাবাহিক নাটকটি নিয়ে রওনক হাসান বলেন, ‘গল্পটিও বেশ চমৎকার আশা করছি সবার ভালো লাগবে। নাটকটির পিছনে অনেক খরচ করেছি আমি। আর এই প্রথম কোন কমেডি নাটক বানালাম। মোশাররফ ভাই মনিরা মিঠু আপা, নাসিমভাইসহ সবাই নাটকটিতে দুর্দান্ত অভনয় করেছেন। আর আমার প্রথম ধারাবাহিক নাটক বলে প্রাণপনে চেষ্টা করছি দর্শকদের ভাল কিছু উপহার দিতে। এক কথায় আমি আমার সমস্ত আবেগ অনুভুতি মিশিয়ে খুব যতœসহকারে কাজটি করছি। আপাতত ১০০পর্ব পর্যন্ত নাটকটি তৈরি করছি। নাটটি আমার লেখা ও পরিচালনার হলেও এখন পর্যন্ত আমি এখানে অভিনয় করিনি। তবে সামনে নাটকটিতে অভিনয়েও যুক্ত হবার সম্ভবনা আছে।