নারায়ণগঞ্জে মসজিদে ভয়াবহ এসি বিস্ফোরণে দগ্ধ ৪০

নারায়ণগঞ্জ সদর উপজেলার তল্লা এলাকার একটি মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে? গতকাল রাত সাড়ে ৮টার দিকে পশ্চিম তল্লা বায়তুল সালাত জামে মসজিদে এশার নামাজ চলাকালীন অবস্থায় মসজিদের এসিগুলো বিস্ফোরিত হয়ে এ ঘটনা ঘটে?

প্রাথমিকভাবে অন্তত ৪০ জনের শরীর পুড়ে গেছে বলে খবর পাওয়া গেছে? গুরুতর কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে? অন্যদের নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে?

প্রত্যক্ষদর্শীরা জানান, এশার নামাজ চলাকালীন বিকট শব্দে মসজিদের ৬টি এসি বিস্ফোরিত হয়? বিস্ফোরণের নামাজরত মুসুল্লিরা দগ্ধ হন? অনেকের শরীরের অধিকাংশ ঝলসে গেছে? তাদের বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে? হাজীগঞ্জ ফায়ার স্টেশনের ডিউটি অফিসার আবুল কালাম জানান, রাত পৌনে নটার দিকে বিস্ফোরণের খবর পেয়ে হাজীগঞ্জের একটি ইউনিট ঘটনাস্থলে যায়? নারায়ণগঞ্জের একটি ইউনিট গিয়েছে?

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের বরাতে ঘটনাস্থল থেকে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, এসি থেকে বিস্ফোরণটি হয়েছে? অন্তত ৪০ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে? নামাজ চলাকালীন অবস্থায় বিস্ফোরণটি হয়েছে?

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২০ , ১৫ মহররম ১৪৪২, ১৯ ভাদ্র ১৪২৭

নারায়ণগঞ্জে মসজিদে ভয়াবহ এসি বিস্ফোরণে দগ্ধ ৪০

প্রতিনিধি, নারায়ণগঞ্জ

image

নারায়ণগঞ্জ সদর উপজেলার তল্লা এলাকার একটি মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে? গতকাল রাত সাড়ে ৮টার দিকে পশ্চিম তল্লা বায়তুল সালাত জামে মসজিদে এশার নামাজ চলাকালীন অবস্থায় মসজিদের এসিগুলো বিস্ফোরিত হয়ে এ ঘটনা ঘটে?

প্রাথমিকভাবে অন্তত ৪০ জনের শরীর পুড়ে গেছে বলে খবর পাওয়া গেছে? গুরুতর কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে? অন্যদের নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে?

প্রত্যক্ষদর্শীরা জানান, এশার নামাজ চলাকালীন বিকট শব্দে মসজিদের ৬টি এসি বিস্ফোরিত হয়? বিস্ফোরণের নামাজরত মুসুল্লিরা দগ্ধ হন? অনেকের শরীরের অধিকাংশ ঝলসে গেছে? তাদের বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে? হাজীগঞ্জ ফায়ার স্টেশনের ডিউটি অফিসার আবুল কালাম জানান, রাত পৌনে নটার দিকে বিস্ফোরণের খবর পেয়ে হাজীগঞ্জের একটি ইউনিট ঘটনাস্থলে যায়? নারায়ণগঞ্জের একটি ইউনিট গিয়েছে?

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের বরাতে ঘটনাস্থল থেকে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, এসি থেকে বিস্ফোরণটি হয়েছে? অন্তত ৪০ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে? নামাজ চলাকালীন অবস্থায় বিস্ফোরণটি হয়েছে?