মানবিক পুলিশ কর্মকর্তা আশিকুর এবার এক ধর্ষিতা মায়ের পাশে

পঞ্চম শ্রেণীর ছাত্রী ধর্ষণের শিকার হয়ে জন্ম নেয় এক পুত্র সন্তান। ওই শিশু সন্তানকে শরিয়াহ অনুযায়ী আকিকা সম্পন্ন করলেন গোয়ালন্দ ঘাট থানার ওসি আশিকুর রহমান। ৮ মাস আগে গ্রেফতারের পর থেকে জেলে আছে ধর্ষক দুই সন্তানের জনক ইয়াসিন মন্ডল (৪০)।

গত বৃহস্পতিবার গোয়ালন্দ পৌরসভার আদর্শগ্রাম মহল্লার অসহায় শিশু মায়ের সন্তান আব্দুল্লাহ ওমরের আকিকার আয়োজন করেন ওসি। স্বাস্থ্যবিধি মেনে আনুষ্ঠানিকভাবে আকিকা অনুষ্ঠান ওই শিশু মায়ের বাবার বাড়িতে অনুষ্ঠিত হয়। এতে এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার শতাধিক নারী-পুরুষ অংশ নেন। জানা যায়, ধর্ষিতা শিশুটির বাবা হতদরিদ্র রিকশাচালক। কিছুটা মানসিক প্রতিবন্ধী হওয়ায় আয়-রোজগার তেমন একটা করতে পারেন না। শিশুটির মা বিভিন্ন বাসাবাড়িতে ঝিয়ের কাজ করেন। স্থানীয়রা জানান, পাশাপাশি বাড়ি হওয়ায় ইয়াসিন দীর্ঘদিন ওই শিশুটির মা’কে যৌন হয়রানি করত। এর মধ্যেই তার কু-দৃষ্টি পড়ে মেয়ের দিকে। অবুঝ শিশুটিকে ভয়ভীতি দেখিয়ে ইয়াসিন ধর্ষণ করে। এর প্রেক্ষিতে গত ২০ জুন একটি পুত্র সন্তানের জন্ম হয়। অভিযুক্ত ইয়াছিন মন্ডল গোয়ালন্দ পৌরসভার ৭নং ওয়ার্ডের আদর্শ গ্রামের মৃত নবু মন্ডলের ছেলে। পেশায় কাঠমিস্ত্রী ইয়াসিন বিবাহিত ও দুই সন্তানের জনক।

এদিকে যৌনকর্মীর মৃত্যুর পর জানাজা পড়িয়ে দাফনের ব্যবস্থা, ওসিকে ‘স্যার’ সম্বোধন বন্ধ, পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রত্যন্ত গ্রামে গাছতলায় ‘জনগণের দরবার’ বসিয়ে অফিস করার পর এবার ধর্ষণের শিকার হয়ে শিশু মায়ের জন্ম দেয়া সন্তানের আকিকা অনুষ্ঠান আয়োজন করলেন গোয়ালন্দ ঘাট থানার ওসি মো. আশিকুর রহমান। এসব কর্মকা-ে স্থানীয়রা গোয়ালন্দ ঘাট থানার ওসিকে একজন মানবিক পুলিশ কর্মকর্তা হিসেবে দেখছেন। তার এমন মহৎ ও মানবিক উদ্যোগকে অনেকেই সাধুবাদ জানিয়েছেন।

এ প্রসঙ্গে গোয়ালন্দ ঘাট থানার ওসি আশিকুর রহমান বলেন, ধর্ষণের শিকার ওই শিশু মায়ের জন্ম দেয়া সন্তানকে নিয়ে এলাকায় নানা গুঞ্জন চলছিল। এমন পরিস্থিতিতে আমি অসহায় ওই পরিবারটির পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। এলাকার গণ্যমান্যদের সঙ্গে আলাপ করে সবার সহযোগিতায় আনুষ্ঠানিকভাবে ওই ছেলে সন্তানের আকিকা সম্পন্ন করেছি। তিনি আরও বলেন, ‘মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’- বাংলাদেশ পুলিশের এই স্লোগান বাস্তবে রূপ দিতে হলে পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। এ জন্য পুলিশ-জনতার দূরত্ব কমিয়ে আনা খুব জরুরি, এই উপলব্ধি থেকেই নিয়মিত দায়িত্ব পালন ছাড়াও কিছু মানবিক কাজ করার চেষ্টা করছি।’

আরও খবর
পদ্মা সেতুর ২৫নং পিলারের কাছে শুরু হয়নি ড্রেজিং
ফেরি চলাচল ব্যাহত পারের অপেক্ষায় শত শত গাড়ি, চরম দুর্ভোগ
সোমবার থেকে বিমান চলাচল শুরু
সরকার রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ : ফখরুল
সরবরাহ পর্যাপ্ত তবু কমছে না সবজির দাম
অবৈধ বিলবোর্ড ও বিজ্ঞাপন প্রচারকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে মেয়র আতিক
বরিশাল-ঢাকা নৌপথে সংক্ষিপ্ত মিয়ারচর চ্যানেল অকেজো হয়ে আছে
ঢাকা থেকে অপহৃত এক ব্যক্তি হবিগঞ্জে উদ্ধার
ভূমিখেকোর বিরুদ্ধে দাঁড়িয়ে রক্তাক্ত হলো তরুণ
রোহিঙ্গা ক্যাম্পে যুবক খুন
বাংলাদেশি দুই দালালের বিরুদ্ধে মামলা
সাংবাদিকসহ গ্রেফতার ৩
৯০ কোটি টাকার মালামাল জব্দ

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২০ , ১৫ মহররম ১৪৪২, ১৯ ভাদ্র ১৪২৭

মানবিক পুলিশ কর্মকর্তা আশিকুর এবার এক ধর্ষিতা মায়ের পাশে

প্রতিনিধি, গোয়ালন্দ (রাজবাড়ী)

পঞ্চম শ্রেণীর ছাত্রী ধর্ষণের শিকার হয়ে জন্ম নেয় এক পুত্র সন্তান। ওই শিশু সন্তানকে শরিয়াহ অনুযায়ী আকিকা সম্পন্ন করলেন গোয়ালন্দ ঘাট থানার ওসি আশিকুর রহমান। ৮ মাস আগে গ্রেফতারের পর থেকে জেলে আছে ধর্ষক দুই সন্তানের জনক ইয়াসিন মন্ডল (৪০)।

গত বৃহস্পতিবার গোয়ালন্দ পৌরসভার আদর্শগ্রাম মহল্লার অসহায় শিশু মায়ের সন্তান আব্দুল্লাহ ওমরের আকিকার আয়োজন করেন ওসি। স্বাস্থ্যবিধি মেনে আনুষ্ঠানিকভাবে আকিকা অনুষ্ঠান ওই শিশু মায়ের বাবার বাড়িতে অনুষ্ঠিত হয়। এতে এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার শতাধিক নারী-পুরুষ অংশ নেন। জানা যায়, ধর্ষিতা শিশুটির বাবা হতদরিদ্র রিকশাচালক। কিছুটা মানসিক প্রতিবন্ধী হওয়ায় আয়-রোজগার তেমন একটা করতে পারেন না। শিশুটির মা বিভিন্ন বাসাবাড়িতে ঝিয়ের কাজ করেন। স্থানীয়রা জানান, পাশাপাশি বাড়ি হওয়ায় ইয়াসিন দীর্ঘদিন ওই শিশুটির মা’কে যৌন হয়রানি করত। এর মধ্যেই তার কু-দৃষ্টি পড়ে মেয়ের দিকে। অবুঝ শিশুটিকে ভয়ভীতি দেখিয়ে ইয়াসিন ধর্ষণ করে। এর প্রেক্ষিতে গত ২০ জুন একটি পুত্র সন্তানের জন্ম হয়। অভিযুক্ত ইয়াছিন মন্ডল গোয়ালন্দ পৌরসভার ৭নং ওয়ার্ডের আদর্শ গ্রামের মৃত নবু মন্ডলের ছেলে। পেশায় কাঠমিস্ত্রী ইয়াসিন বিবাহিত ও দুই সন্তানের জনক।

এদিকে যৌনকর্মীর মৃত্যুর পর জানাজা পড়িয়ে দাফনের ব্যবস্থা, ওসিকে ‘স্যার’ সম্বোধন বন্ধ, পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রত্যন্ত গ্রামে গাছতলায় ‘জনগণের দরবার’ বসিয়ে অফিস করার পর এবার ধর্ষণের শিকার হয়ে শিশু মায়ের জন্ম দেয়া সন্তানের আকিকা অনুষ্ঠান আয়োজন করলেন গোয়ালন্দ ঘাট থানার ওসি মো. আশিকুর রহমান। এসব কর্মকা-ে স্থানীয়রা গোয়ালন্দ ঘাট থানার ওসিকে একজন মানবিক পুলিশ কর্মকর্তা হিসেবে দেখছেন। তার এমন মহৎ ও মানবিক উদ্যোগকে অনেকেই সাধুবাদ জানিয়েছেন।

এ প্রসঙ্গে গোয়ালন্দ ঘাট থানার ওসি আশিকুর রহমান বলেন, ধর্ষণের শিকার ওই শিশু মায়ের জন্ম দেয়া সন্তানকে নিয়ে এলাকায় নানা গুঞ্জন চলছিল। এমন পরিস্থিতিতে আমি অসহায় ওই পরিবারটির পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। এলাকার গণ্যমান্যদের সঙ্গে আলাপ করে সবার সহযোগিতায় আনুষ্ঠানিকভাবে ওই ছেলে সন্তানের আকিকা সম্পন্ন করেছি। তিনি আরও বলেন, ‘মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’- বাংলাদেশ পুলিশের এই স্লোগান বাস্তবে রূপ দিতে হলে পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। এ জন্য পুলিশ-জনতার দূরত্ব কমিয়ে আনা খুব জরুরি, এই উপলব্ধি থেকেই নিয়মিত দায়িত্ব পালন ছাড়াও কিছু মানবিক কাজ করার চেষ্টা করছি।’