৩ জেলায় নতুন শনাক্ত ৩৬

ময়মনসিংহে ১৭

জেলা বার্তা পরিবেশক, ময়মনসিংহ

ময়মনসিংহে করোনা আক্রান্তের সংখ্যা কোনভাবেই কমছে না। নতুন আক্রান্তদের মধ্যে বেশির ভাগেই হচ্ছে সিটি কর্পোরেশন ও সদর উপজেলার বাসিন্দা। জেলার কোথাও এখন আর স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। মাস্ক ব্যবহারের সংখ্যাও দিন দিনই কমে আসছে। জেলা প্রশাসন ও সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে কোন কার্যক্রম এখন আর এ জেলায় চোখে পড়ে না।

গত ৪ সেপটেম্বর ময়মনসিংহ পিসিআর ল্যাবে ১৪৩টি নমুনা পরীক্ষা শেষে নতুন করে পজেটিভ শনাক্ত হয়েছে ১৭ জন। তারমধ্যে ১৫ জনই সিটি কর্পোরেশন ও সদর উপজেলার বাসিন্দা। বাকি দু’জনের মধ্যে একজন ত্রিশাল ও একজন ফুলপুর উপজেলার বাসিন্দা।

জেলা প্রশাসনের হিসেব অনুযায়ী জেলায় এ পর্যন্ত ত্রিশ হাজার ৭৯৪ জনের করোনার নমুনা সংগ্রহ করে হয়েছে। তার মধ্যে পরীক্ষা করা হয়েছে ত্রিশ হাজার ৭৭৮ জনের। জেলায় গত ৪ সেপটেম্বর পর্যন্ত মোট করোনা পজেটিভ শনাক্ত হয়েছে ৩৪৩৪ জন। সুস্থ হয়েছেন তিন হাজার ৮৪ জন। এ পর্যন্ত মারা গেছেন ৩২ জন। আইসোলেশনে আছেন ৩১৮ জন। তাদের মধ্যে ২২৮ জন হোম আইসোলেশনে এবং হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৯০ জন।

বাগেরহাটে ১০

প্রতিনিধি, বাগেরহাট

বাগেরহাট জেলায় গত ২৪ ঘণ্টায় আরও ১০ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। বাগেরহাট সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন শনিবার সকালে জানান, খুলনা পিসিআর ল্যাব থেকে নতুন আরও ১০ জন করোনা পজেটিভ। এ নিয়ে জেলায় মোট ৯২৯ জন করোনা পজেটিভ হয়েছেন। আর এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৮৪৫ জন।

কিশোরগঞ্জে ৯

জেলা বার্তা পরিবেশক, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে নতুন ৯ জনের করোনা ধরা পড়েছে। সুস্থ হয়েছেন নতুন ১৮ জন। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, শুক্রবার রাতে কিশোরগঞ্জের সৈয়দ নজরুল মেডিক্যাল কলেজ ল্যাব থেকে পাওয়া ৯৪টি নমুনার পরীক্ষার ফলাফলে দেখা গেছে, সদর উপজেলায় ৬ জন, হোসেনপুর, পাকুন্দিয়া ও বাজিতপুরে একজন করে আক্রান্ত হয়েছেন। নেগেটিভ হয়েছে ৮৫টি নমুনা। নতুন সুস্থ হওয়া ১৮ জনের মধ্যে সদর উপজেলায় ৭ জন, হোসেনপুরে ৫ জন, তাড়াইলে ৪ জন এবং পাকুন্দিয়ায় ২ জন। কিশোরগঞ্জের ১৩ উপজেলায় শুক্রবার পর্যন্ত মোট আক্রান্ত হয়েছিলেন ২,৫৭৪ জন, মারা গেছেন ৪৫ জন, আর সুস্থ হয়েছেন ২,৩৫২ জন। ফলে শুক্রবার জেলায় চিকিৎসাধীন ছিলেন ১৭৭ জন।

রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২০ , ১৬ মহররম ১৪৪২, ২০ ভাদ্র ১৪২৭

৩ জেলায় নতুন শনাক্ত ৩৬

ময়মনসিংহে ১৭

জেলা বার্তা পরিবেশক, ময়মনসিংহ

ময়মনসিংহে করোনা আক্রান্তের সংখ্যা কোনভাবেই কমছে না। নতুন আক্রান্তদের মধ্যে বেশির ভাগেই হচ্ছে সিটি কর্পোরেশন ও সদর উপজেলার বাসিন্দা। জেলার কোথাও এখন আর স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। মাস্ক ব্যবহারের সংখ্যাও দিন দিনই কমে আসছে। জেলা প্রশাসন ও সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে কোন কার্যক্রম এখন আর এ জেলায় চোখে পড়ে না।

গত ৪ সেপটেম্বর ময়মনসিংহ পিসিআর ল্যাবে ১৪৩টি নমুনা পরীক্ষা শেষে নতুন করে পজেটিভ শনাক্ত হয়েছে ১৭ জন। তারমধ্যে ১৫ জনই সিটি কর্পোরেশন ও সদর উপজেলার বাসিন্দা। বাকি দু’জনের মধ্যে একজন ত্রিশাল ও একজন ফুলপুর উপজেলার বাসিন্দা।

জেলা প্রশাসনের হিসেব অনুযায়ী জেলায় এ পর্যন্ত ত্রিশ হাজার ৭৯৪ জনের করোনার নমুনা সংগ্রহ করে হয়েছে। তার মধ্যে পরীক্ষা করা হয়েছে ত্রিশ হাজার ৭৭৮ জনের। জেলায় গত ৪ সেপটেম্বর পর্যন্ত মোট করোনা পজেটিভ শনাক্ত হয়েছে ৩৪৩৪ জন। সুস্থ হয়েছেন তিন হাজার ৮৪ জন। এ পর্যন্ত মারা গেছেন ৩২ জন। আইসোলেশনে আছেন ৩১৮ জন। তাদের মধ্যে ২২৮ জন হোম আইসোলেশনে এবং হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৯০ জন।

বাগেরহাটে ১০

প্রতিনিধি, বাগেরহাট

বাগেরহাট জেলায় গত ২৪ ঘণ্টায় আরও ১০ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। বাগেরহাট সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন শনিবার সকালে জানান, খুলনা পিসিআর ল্যাব থেকে নতুন আরও ১০ জন করোনা পজেটিভ। এ নিয়ে জেলায় মোট ৯২৯ জন করোনা পজেটিভ হয়েছেন। আর এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৮৪৫ জন।

কিশোরগঞ্জে ৯

জেলা বার্তা পরিবেশক, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে নতুন ৯ জনের করোনা ধরা পড়েছে। সুস্থ হয়েছেন নতুন ১৮ জন। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, শুক্রবার রাতে কিশোরগঞ্জের সৈয়দ নজরুল মেডিক্যাল কলেজ ল্যাব থেকে পাওয়া ৯৪টি নমুনার পরীক্ষার ফলাফলে দেখা গেছে, সদর উপজেলায় ৬ জন, হোসেনপুর, পাকুন্দিয়া ও বাজিতপুরে একজন করে আক্রান্ত হয়েছেন। নেগেটিভ হয়েছে ৮৫টি নমুনা। নতুন সুস্থ হওয়া ১৮ জনের মধ্যে সদর উপজেলায় ৭ জন, হোসেনপুরে ৫ জন, তাড়াইলে ৪ জন এবং পাকুন্দিয়ায় ২ জন। কিশোরগঞ্জের ১৩ উপজেলায় শুক্রবার পর্যন্ত মোট আক্রান্ত হয়েছিলেন ২,৫৭৪ জন, মারা গেছেন ৪৫ জন, আর সুস্থ হয়েছেন ২,৩৫২ জন। ফলে শুক্রবার জেলায় চিকিৎসাধীন ছিলেন ১৭৭ জন।