আজ থেকে বাংলাভিশনে নতুন ধারাবাহিক

আজ থেকে বাংলাভিশনে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘বিবাহ হবে’। রওনক হাসান এর রচনা ও পরিচালনায় নাটকটি বাংলাভিশনে প্রচারিত হবে প্রতি সপ্তাহে রোববার ও সোমবার রাত ৮টা ১৫ মিনিটে। নাটকটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, অপর্ণা ঘোষ, আহ্সান হাবিব নাসিম, ইন্তেখাব দিনার, রোবেনা রেজা জুঁই, এলেন শুভ্র, সালহা খানম নাদিয়া, জাহরা মিতু, বড়দা মিঠু, কল্যাণ কোরাইয়া, অ্যানি খান, মনিরা মিঠু, সায়কা আহমেদ, আইরিন আফরোজ, সুজাত শিমুল, শফিক খান দিলু, জান্নাত, রওনক হাসান প্রমুখ। ময়মনসিং জেলার কোনো এক গ্রাম। নাম রসিয়া। নাম শুনেই বোঝা যায় যে, এই গ্রামের মানুষ রসে টইটুম্বুর। এই গ্রামের সুখী এক দম্পতি রতন ও পরী। দুজন একেবারেই রুপে গুনে সম্পূর্ণ বিপরীত। রতন দেখতে কালো ও পালোয়ানের মতো এবং বোকা-সোকা মানুষ আবার পরী পরমা সুন্দরী ও বুদ্ধিমতী। এ দুজনের সুখের সংসার ও সুখ দেখে রসিয়া গ্রামের আবাল বৃদ্ধ বনিতা সবার বিস্ময়ের সীমা নেই! ওদের দেখলেই যারা বিয়ে করেনি, যারা বিবাহিত এবং যারা বিবাহিত ছিলেন তাদের সবারই বিয়ে করতে ইচ্ছে করে। দীর্ঘদিন পর এই গ্রামেরই ছেলে তকদির দুবাই থেকে ফিরে আসে। এসেই রতন ও পরীর সুখের সংসার দেখে সে ও বিয়ে করবার জন্য উঠে পড়ে লাগে এবং ঘটতে থাকে একের পর এক চমকপ্রদ, উদ্ভট ও হাস্যকর ঘটনা। বিয়ে সংক্রান্ত নানা হাস্যকর ও উত্তেজনাকর ঘটনা নিয়ে এগিয়ে যায় নাটক ‘বিবাহ হবে’।

রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২০ , ১৬ মহররম ১৪৪২, ২০ ভাদ্র ১৪২৭

আজ থেকে বাংলাভিশনে নতুন ধারাবাহিক

বিনোদন প্রতিবেদক |

image

আজ থেকে বাংলাভিশনে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘বিবাহ হবে’। রওনক হাসান এর রচনা ও পরিচালনায় নাটকটি বাংলাভিশনে প্রচারিত হবে প্রতি সপ্তাহে রোববার ও সোমবার রাত ৮টা ১৫ মিনিটে। নাটকটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, অপর্ণা ঘোষ, আহ্সান হাবিব নাসিম, ইন্তেখাব দিনার, রোবেনা রেজা জুঁই, এলেন শুভ্র, সালহা খানম নাদিয়া, জাহরা মিতু, বড়দা মিঠু, কল্যাণ কোরাইয়া, অ্যানি খান, মনিরা মিঠু, সায়কা আহমেদ, আইরিন আফরোজ, সুজাত শিমুল, শফিক খান দিলু, জান্নাত, রওনক হাসান প্রমুখ। ময়মনসিং জেলার কোনো এক গ্রাম। নাম রসিয়া। নাম শুনেই বোঝা যায় যে, এই গ্রামের মানুষ রসে টইটুম্বুর। এই গ্রামের সুখী এক দম্পতি রতন ও পরী। দুজন একেবারেই রুপে গুনে সম্পূর্ণ বিপরীত। রতন দেখতে কালো ও পালোয়ানের মতো এবং বোকা-সোকা মানুষ আবার পরী পরমা সুন্দরী ও বুদ্ধিমতী। এ দুজনের সুখের সংসার ও সুখ দেখে রসিয়া গ্রামের আবাল বৃদ্ধ বনিতা সবার বিস্ময়ের সীমা নেই! ওদের দেখলেই যারা বিয়ে করেনি, যারা বিবাহিত এবং যারা বিবাহিত ছিলেন তাদের সবারই বিয়ে করতে ইচ্ছে করে। দীর্ঘদিন পর এই গ্রামেরই ছেলে তকদির দুবাই থেকে ফিরে আসে। এসেই রতন ও পরীর সুখের সংসার দেখে সে ও বিয়ে করবার জন্য উঠে পড়ে লাগে এবং ঘটতে থাকে একের পর এক চমকপ্রদ, উদ্ভট ও হাস্যকর ঘটনা। বিয়ে সংক্রান্ত নানা হাস্যকর ও উত্তেজনাকর ঘটনা নিয়ে এগিয়ে যায় নাটক ‘বিবাহ হবে’।