‘ভিলেজ হট্টগোল’ এর তৃতীয় লটের শুটিং চলছে

আরটিভিতে প্রতি রবি, সোম ও মঙ্গলবার রাত সাড়ে ৯টায় প্রচার হচ্ছে গ্রামীণ পটভূমির ধারাবাহিক নাটক ভিলেজ হট্টগোল। ১ সেপ্টেম্বর থেকে ঢাকার পাশে ৩০০ ফিটে নাটকটির তৃতীয় লটের শুটিং শুরু করেছেন নাটকটির পরিচালক ইমরান হাওলাদার। নাটকটি রচনা করছেন স্বাধীন শাহের। নাটকের গল্পে গ্রামের তিন ডাক্তার হোমিওপ্যাথি, এলোপ্যাথি এবং কবিরাজ। মূলত তিন ডাক্তার নিয়েই নাটকের শুরু। পরবর্তীতে পাগলা গারোদ থেকে পালিয়ে আসা একজন লোক নিজেকে পাগলের ডাক্তার বলে পরিচয় দিয়ে গ্রামে ঢুকে পাগল খুঁজতে থাকে। এই ডাক্তারদের নিয়েই গ্রামে হট্টগোল চলতে থাকে। তাদের সঙ্গে যোগ হয় ঘর জামাই গম চোর মেম্বার এবং প্রাক্তন গম চোর মেম্বার। আরো আসে উগান্ডা থেকে আগত হারবাল চিকিৎসক। যদিও তিনি উগা-ায় হাউসকিপিং ছিলেন। তাদের নিয়ে ঘটতে থাকে নিত্যনতুন মজার ঘটনা। এই নাটকের অভিনেতা তারেক স্বপন বলেন, এ নাটকে কাজ করতে পেরে বেশ ভালো লাগছে, তার কারন গল্পের মান ভালো। আশা করছি কাজটা দর্শকের ও ভালো লাগবে।

অভিনেত্রী নাদিয়া বলেন, সবার সঙ্গে এই নাটকে কাজ করতে পেরে ভালো লাগছে, ডিরেক্টার ইমরান হাওলাদারের নাটকে এর আগেও আমি কাজ করেছি। ভিলেজ হট্টগোল নাটকে আরও অভিনয় করেছেন, আ খ ম হাসান, সাজু খাদেম, সিদ্দিকুর রহমান, তারিক স্বপন, নাদিয়া, পুনম হাসান জুই, হান্নান শেলী, আমানুল হক হেলাল, মুকুল সিরাজ, হান্নান শেলী, কেয়া মনি, রেশমী, আহমেদ সাজু, পারভেজ সুমন, ম আ সালাম, ফারগানা মিল্টন, জয়রাজ, বরদা মিঠু প্রমুখ।

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২০ , ১৭ মহররম ১৪৪২, ২১ ভাদ্র ১৪২৭

‘ভিলেজ হট্টগোল’ এর তৃতীয় লটের শুটিং চলছে

image

আরটিভিতে প্রতি রবি, সোম ও মঙ্গলবার রাত সাড়ে ৯টায় প্রচার হচ্ছে গ্রামীণ পটভূমির ধারাবাহিক নাটক ভিলেজ হট্টগোল। ১ সেপ্টেম্বর থেকে ঢাকার পাশে ৩০০ ফিটে নাটকটির তৃতীয় লটের শুটিং শুরু করেছেন নাটকটির পরিচালক ইমরান হাওলাদার। নাটকটি রচনা করছেন স্বাধীন শাহের। নাটকের গল্পে গ্রামের তিন ডাক্তার হোমিওপ্যাথি, এলোপ্যাথি এবং কবিরাজ। মূলত তিন ডাক্তার নিয়েই নাটকের শুরু। পরবর্তীতে পাগলা গারোদ থেকে পালিয়ে আসা একজন লোক নিজেকে পাগলের ডাক্তার বলে পরিচয় দিয়ে গ্রামে ঢুকে পাগল খুঁজতে থাকে। এই ডাক্তারদের নিয়েই গ্রামে হট্টগোল চলতে থাকে। তাদের সঙ্গে যোগ হয় ঘর জামাই গম চোর মেম্বার এবং প্রাক্তন গম চোর মেম্বার। আরো আসে উগান্ডা থেকে আগত হারবাল চিকিৎসক। যদিও তিনি উগা-ায় হাউসকিপিং ছিলেন। তাদের নিয়ে ঘটতে থাকে নিত্যনতুন মজার ঘটনা। এই নাটকের অভিনেতা তারেক স্বপন বলেন, এ নাটকে কাজ করতে পেরে বেশ ভালো লাগছে, তার কারন গল্পের মান ভালো। আশা করছি কাজটা দর্শকের ও ভালো লাগবে।

অভিনেত্রী নাদিয়া বলেন, সবার সঙ্গে এই নাটকে কাজ করতে পেরে ভালো লাগছে, ডিরেক্টার ইমরান হাওলাদারের নাটকে এর আগেও আমি কাজ করেছি। ভিলেজ হট্টগোল নাটকে আরও অভিনয় করেছেন, আ খ ম হাসান, সাজু খাদেম, সিদ্দিকুর রহমান, তারিক স্বপন, নাদিয়া, পুনম হাসান জুই, হান্নান শেলী, আমানুল হক হেলাল, মুকুল সিরাজ, হান্নান শেলী, কেয়া মনি, রেশমী, আহমেদ সাজু, পারভেজ সুমন, ম আ সালাম, ফারগানা মিল্টন, জয়রাজ, বরদা মিঠু প্রমুখ।