সাফল্যের একযুগ পেরিয়ে ইমরান

সঙ্গীতাঙ্গনে তরুণদের মধ্যে এই সময়ে জনপ্রিয় একজন শিল্পী ইমরান। দেশ বিদেশে রয়েছে তার গানের অগণিত ভক্ত। ২০০৮ সালের ৩১ আগস্ট ‘চ্যানেল আই সেরাকন্ঠ’ দিয়ে পেশাগতভাবে ইমরানের সঙ্গীতাঙ্গনে যাত্রা শুরু হয়। ২০১০ সালে লেজার ভিশন থেকে তার প্রথম একক অ্যালবাম ‘স্বপ্নলোকে’ প্রকাশিত হয়। ২০১২ সালে ‘তুমি দূরে দূরে আর থেকোনা’ গান দিয়ে তার পরিচিতি বড়তে থাকে। এতে তার সহশিল্পী ছিলেন পূজা। গানটির মিউজিক ভিডিওতে ছিলেন আফরান নিশো ও উর্মিলা শ্রাবন্তী কর। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছিলেন শিমুল হাওলাদার (আমেরিকা প্রবাসী)। গানটি লিখেছিলেন অনুরূপ আইচ এবং সুর সঙ্গীত করেছিলেন ইমরান নিজেই। ২০১২ সালে ইমরানের দ্বিতীয় অ্যালবাম ‘তুমি’ প্রকাশিত হয়। এই অ্যালবামের গানগুলোও শ্রোতাপ্রিয়তা পায় বলে জানিয়েছেন তিনি। পরবর্তীতে ‘বলতে বলতে চলতে চলতে’ গানটি তাকে নিয়ে আসে আরো আলোচনায়। গানটির বর্তমান ভিউ চার কোটিরও বেশি। সিনেমার গানেও এখন কন্ঠ দিচ্ছেন ইমরান। সঙ্গীত জীবনে চলার পথে ইমরান তিন শতাধিক গানে কন্ঠ দিয়েছেন বলে জানালেন।

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২০ , ১৭ মহররম ১৪৪২, ২১ ভাদ্র ১৪২৭

সাফল্যের একযুগ পেরিয়ে ইমরান

সঙ্গীতাঙ্গনে তরুণদের মধ্যে এই সময়ে জনপ্রিয় একজন শিল্পী ইমরান। দেশ বিদেশে রয়েছে তার গানের অগণিত ভক্ত। ২০০৮ সালের ৩১ আগস্ট ‘চ্যানেল আই সেরাকন্ঠ’ দিয়ে পেশাগতভাবে ইমরানের সঙ্গীতাঙ্গনে যাত্রা শুরু হয়। ২০১০ সালে লেজার ভিশন থেকে তার প্রথম একক অ্যালবাম ‘স্বপ্নলোকে’ প্রকাশিত হয়। ২০১২ সালে ‘তুমি দূরে দূরে আর থেকোনা’ গান দিয়ে তার পরিচিতি বড়তে থাকে। এতে তার সহশিল্পী ছিলেন পূজা। গানটির মিউজিক ভিডিওতে ছিলেন আফরান নিশো ও উর্মিলা শ্রাবন্তী কর। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছিলেন শিমুল হাওলাদার (আমেরিকা প্রবাসী)। গানটি লিখেছিলেন অনুরূপ আইচ এবং সুর সঙ্গীত করেছিলেন ইমরান নিজেই। ২০১২ সালে ইমরানের দ্বিতীয় অ্যালবাম ‘তুমি’ প্রকাশিত হয়। এই অ্যালবামের গানগুলোও শ্রোতাপ্রিয়তা পায় বলে জানিয়েছেন তিনি। পরবর্তীতে ‘বলতে বলতে চলতে চলতে’ গানটি তাকে নিয়ে আসে আরো আলোচনায়। গানটির বর্তমান ভিউ চার কোটিরও বেশি। সিনেমার গানেও এখন কন্ঠ দিচ্ছেন ইমরান। সঙ্গীত জীবনে চলার পথে ইমরান তিন শতাধিক গানে কন্ঠ দিয়েছেন বলে জানালেন।