যুক্তরাষ্ট্রের নির্বাচন

হোয়াইট হাউজের সমর্থন ডাকযোগে ভোট প্রদানে

নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনকে বাইরের হস্তক্ষেপ থেকে সুরক্ষিত রাখার বিষয়ে হোয়াইট হাউজের কর্মকর্তারা তাদের প্রচেষ্টার পক্ষে কথা বলছেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও ব্রায়ান গতকাল সংবাদ মাধ্যমকে বলেছেন, আমাদের নির্বাচনের পবিত্রতা রক্ষার জন্য আমরা যথাসাধ্য সব কিছুই করব। ডাকে ভোট দেয়া নিয়ে ট্রাম্পের উদ্বেগকে হোয়াইট হাউজের সমর্থনের মর্মে তথ্য প্রকাশ পাওয়ায় রাশিয়ার দুরভিসন্ধিমূলক মহল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য জালিয়াতির বিষয়ে ট্রাম্পের উপর্যুপরি সতর্কবার্তারই প্রতিধ্বনি তুলছে বলে জানা গেছে। তিনি আরও বলেন যে, হোয়াইট হাউজ এবং প্রেসিডেন্ট নভেম্বরের নির্বাচনকে সুরক্ষিত রাখতে অভূতপূর্ব পদক্ষেপ নিয়েছেন। এবিসি, দ্য গার্ডিয়ান, আল-জাজিরা।

তিনি এ বিষয়ে আরও জানান আমরা প্রকাশ্যে জানাইনি কিন্তু চীন, রাশিয়া, ইরান এবং অন্যদের কাছে এ কথাটা খুব পরিষ্কার করেই বলেছি, কেউ যদি আমেরিকান নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করে, তবে তাকে মারাত্মক পরিণতির সম্মুখীন হতে হবে। এরপর স্বরাষ্ট্র সুরক্ষা বিভাগের ফাঁস হওয়া বুলেটিনে প্রকাশিত- রাশিয়া এ আশঙ্কা উসকে দিচ্ছে যে ডাকে ভোটের ফলাফল ভুল হবে। এবিসির তথ্য মোতাবেক, অন্তত ২০২০’র মার্চ থেকে রাশিয়ার দুরভিসন্ধিমূলক প্রভাব বিস্তারকারীরা ভোটদানের নতুন প্রক্রিয়া এবং ডাকে নির্বাচনে সততা সম্পর্কে অভিযোগ অতিরঞ্জিত করে প্রকাশ করছে।

আসন্ন নির্বাচনে হেরে গেলে ক্ষমতা ছাড়তে চাইবেন না ট্রাম্প মন্তব্য করেছেন মার্কিন কংগ্রেসের সিনেটর বানি স্যান্ডার্স।

ট্রাম্প তোপের মুখে

যুদ্ধে নিহত সেনাদের নিয়ে বেফাঁস মন্তব্য করায়, বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশের প্রেসিডেন্ট হয়েও বেফাঁস মন্তব্য করায় জুড়ি নেই তার। নির্বাচন ঘনিয়ে আসলেও উল্টাপাল্টা কথা বলায় বহুবার সমালোচনার মুখে পড়লেও বদ অভ্যাস বদলাননি ট্রাম্প। নির্বাচনের আগ মুহূর্তে বেফাঁস মন্তব্য গলায় কাটা হয়ে বিঁধছে বর্তমান প্রেসিডেন্টের। যুদ্ধে নিহত সেনাদের নিয়ে পুরনো মন্তব্য সামনে চলে আসায় তোপের মুখে পড়েছেন তিনি। গত বৃহস্পতিবার ট্রাম্পের বেফাঁস কার্যকলাপ প্রকাশ করে দ্য আটলান্টিক ম্যাগাজিন। প্রতিবেদনে জানায়, ২০১৮ নভেম্বরে প্যারিস সংলগ্ন মার্কিন সমাধিক্ষেত্র পরিদর্শনের সূচি বাতিল করেছিলেন ট্রাম্প। সেখানে শায়িত যুদ্ধে নিহত মার্কিন সেনাদের ‘লুজার’ ও ‘সাকারস’ বলে মন্তব্য করেছিলেন। ম্যাগাজিনের দাবি, সফরের নির্ধারিত দিন সকালে প্রেসিডেন্ট ট্রাম্প জ্যেষ্ঠ কর্মকর্তাদের বলেছিলেন, ‘আমার কেন সমাধিক্ষেত্রে যেতে হবে? পরে হোয়াইট হাউজ দাবি করেছিল, কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে ট্রাম্পের তখনকার সফর বাতিল হয়। আকাশ পরিষ্কার দেখা না যাওয়ায় প্যারিসে থেকে হেলিকপ্টার-যাত্রা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছিল। গতকাল ৫ সেপ্টেম্বর এক প্রতিবেদনে জানানো হয়েছে , আটলান্টিকসহ বার্তা সংস্থা এপির দাবি, তারাও ট্রাম্পের এমন অনেক বক্তব্য সম্পর্কে নিশ্চিত রয়েছে। বেফাঁস এসব মন্তব্য প্রকাশ্যে আসার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেনাদের বিভিন্ন সংগঠন ও তাদের পরিবারের সদস্যরা। ভোটভেটস নামে এক গ্রুপের প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, যুদ্ধে নিহত সেনা পরিবারের ১ সদস্য ট্রাম্পের উদ্দেশে বলছেন, ‘আপনি জানেন না এই ত্যাগের কি মূল্য!’

সাম্প্রতিককালে ট্রাম্পের এসব লাগামহীন মন্তব্যের কারণে তাকে প্রেসিডেন্ট পদে অযোগ্য বলে দাবি করেছেন আগামী নির্বাচনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। তিনি বলেছেন, ‘এ তথ্য সত্য হলে, প্রেসিডেন্টের উচিত সব গোল্ড স্টার মা ও বাবা এবং ব্লু স্টার পরিবারের কাছে বিনীতভাবে ক্ষমা প্রার্থনা করা। তিনি নিজেকে কী মনে করেন?’ এ ঘটনার প্রেক্ষিতে সমালোচকদের এসব দাবিকে গুজব বলে উড়িয়ে দিয়েছে ট্রাম্প।

অপরদিকে নির্বাচনী ক্যাম্পেইনে টেক্সাসের হ্রদে ট্রাম্পের সমর্থকদের আয়োজনে নৌ-মিছিলের নৌকাডুবিতে শনিবার আড়াই হাজারেরও বেশি লোক যোগ দেয়। তারা অনেকগুলো স্পিডবোট নিয়ে এগোনো শুরু করলে বহু ঢেউ সৃষ্টি হলে পানিতে অস্থিরতা দেখা দেয়। এতে অন্তত ৪টি বোট ডুবে যায় ও কয়েকটি পাথরে গিয়ে ধাক্কা খায়, জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। টেক্সাসের রাজধানী অস্টিনের নিকটবর্তী ট্রাভিস হ্রদের এ ঘটনায় কেউ জখম হননি বলে জানিয়েছেন তারা। ট্রাভিস কাউন্টি শেরিফ দফতরের সরকারি তথ্য কর্মকর্তা ক্রিস্টেন ডার্ক বলেছেন, বহু নৌকা এসে জড়ো হয়েছিল, সেগুলোর মধ্যে বেশ কয়েকটি ডুবে গেছে। তথ্যানুযায়ী উল্লিখিত, অন্তত ডজন খানেক ‘প্রো-গান’ এবং ‘প্রো-ট্রাম্প’ সমাবেশ আয়োজন করেছিল প্যাট্রিয়ট প্রেয়ার পেইজটি।

যুক্তরাষ্ট্রের ওরিগান অঙ্গরাজ্যের পোল্যান্ডে বামপন্থি গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষেও জড়িয়েছিল প্যাট্রিয়ট প্রেয়ার। প্রতিষ্ঠানটির মুখপত্র অ্যান্ডি স্টোন জানিয়েছেন, নিজেদের প্ল্যাটফর্ম থেকে সহিংস সামাজিক মিলিশিয়া সরানোর প্রচেষ্টার অংশ হিসেবে মুছে দেয়া হয়েছে পেজটিকে।

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২০ , ১৭ মহররম ১৪৪২, ২১ ভাদ্র ১৪২৭

যুক্তরাষ্ট্রের নির্বাচন

হোয়াইট হাউজের সমর্থন ডাকযোগে ভোট প্রদানে

image

নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনকে বাইরের হস্তক্ষেপ থেকে সুরক্ষিত রাখার বিষয়ে হোয়াইট হাউজের কর্মকর্তারা তাদের প্রচেষ্টার পক্ষে কথা বলছেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও ব্রায়ান গতকাল সংবাদ মাধ্যমকে বলেছেন, আমাদের নির্বাচনের পবিত্রতা রক্ষার জন্য আমরা যথাসাধ্য সব কিছুই করব। ডাকে ভোট দেয়া নিয়ে ট্রাম্পের উদ্বেগকে হোয়াইট হাউজের সমর্থনের মর্মে তথ্য প্রকাশ পাওয়ায় রাশিয়ার দুরভিসন্ধিমূলক মহল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য জালিয়াতির বিষয়ে ট্রাম্পের উপর্যুপরি সতর্কবার্তারই প্রতিধ্বনি তুলছে বলে জানা গেছে। তিনি আরও বলেন যে, হোয়াইট হাউজ এবং প্রেসিডেন্ট নভেম্বরের নির্বাচনকে সুরক্ষিত রাখতে অভূতপূর্ব পদক্ষেপ নিয়েছেন। এবিসি, দ্য গার্ডিয়ান, আল-জাজিরা।

তিনি এ বিষয়ে আরও জানান আমরা প্রকাশ্যে জানাইনি কিন্তু চীন, রাশিয়া, ইরান এবং অন্যদের কাছে এ কথাটা খুব পরিষ্কার করেই বলেছি, কেউ যদি আমেরিকান নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করে, তবে তাকে মারাত্মক পরিণতির সম্মুখীন হতে হবে। এরপর স্বরাষ্ট্র সুরক্ষা বিভাগের ফাঁস হওয়া বুলেটিনে প্রকাশিত- রাশিয়া এ আশঙ্কা উসকে দিচ্ছে যে ডাকে ভোটের ফলাফল ভুল হবে। এবিসির তথ্য মোতাবেক, অন্তত ২০২০’র মার্চ থেকে রাশিয়ার দুরভিসন্ধিমূলক প্রভাব বিস্তারকারীরা ভোটদানের নতুন প্রক্রিয়া এবং ডাকে নির্বাচনে সততা সম্পর্কে অভিযোগ অতিরঞ্জিত করে প্রকাশ করছে।

আসন্ন নির্বাচনে হেরে গেলে ক্ষমতা ছাড়তে চাইবেন না ট্রাম্প মন্তব্য করেছেন মার্কিন কংগ্রেসের সিনেটর বানি স্যান্ডার্স।

ট্রাম্প তোপের মুখে

যুদ্ধে নিহত সেনাদের নিয়ে বেফাঁস মন্তব্য করায়, বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশের প্রেসিডেন্ট হয়েও বেফাঁস মন্তব্য করায় জুড়ি নেই তার। নির্বাচন ঘনিয়ে আসলেও উল্টাপাল্টা কথা বলায় বহুবার সমালোচনার মুখে পড়লেও বদ অভ্যাস বদলাননি ট্রাম্প। নির্বাচনের আগ মুহূর্তে বেফাঁস মন্তব্য গলায় কাটা হয়ে বিঁধছে বর্তমান প্রেসিডেন্টের। যুদ্ধে নিহত সেনাদের নিয়ে পুরনো মন্তব্য সামনে চলে আসায় তোপের মুখে পড়েছেন তিনি। গত বৃহস্পতিবার ট্রাম্পের বেফাঁস কার্যকলাপ প্রকাশ করে দ্য আটলান্টিক ম্যাগাজিন। প্রতিবেদনে জানায়, ২০১৮ নভেম্বরে প্যারিস সংলগ্ন মার্কিন সমাধিক্ষেত্র পরিদর্শনের সূচি বাতিল করেছিলেন ট্রাম্প। সেখানে শায়িত যুদ্ধে নিহত মার্কিন সেনাদের ‘লুজার’ ও ‘সাকারস’ বলে মন্তব্য করেছিলেন। ম্যাগাজিনের দাবি, সফরের নির্ধারিত দিন সকালে প্রেসিডেন্ট ট্রাম্প জ্যেষ্ঠ কর্মকর্তাদের বলেছিলেন, ‘আমার কেন সমাধিক্ষেত্রে যেতে হবে? পরে হোয়াইট হাউজ দাবি করেছিল, কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে ট্রাম্পের তখনকার সফর বাতিল হয়। আকাশ পরিষ্কার দেখা না যাওয়ায় প্যারিসে থেকে হেলিকপ্টার-যাত্রা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছিল। গতকাল ৫ সেপ্টেম্বর এক প্রতিবেদনে জানানো হয়েছে , আটলান্টিকসহ বার্তা সংস্থা এপির দাবি, তারাও ট্রাম্পের এমন অনেক বক্তব্য সম্পর্কে নিশ্চিত রয়েছে। বেফাঁস এসব মন্তব্য প্রকাশ্যে আসার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেনাদের বিভিন্ন সংগঠন ও তাদের পরিবারের সদস্যরা। ভোটভেটস নামে এক গ্রুপের প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, যুদ্ধে নিহত সেনা পরিবারের ১ সদস্য ট্রাম্পের উদ্দেশে বলছেন, ‘আপনি জানেন না এই ত্যাগের কি মূল্য!’

সাম্প্রতিককালে ট্রাম্পের এসব লাগামহীন মন্তব্যের কারণে তাকে প্রেসিডেন্ট পদে অযোগ্য বলে দাবি করেছেন আগামী নির্বাচনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। তিনি বলেছেন, ‘এ তথ্য সত্য হলে, প্রেসিডেন্টের উচিত সব গোল্ড স্টার মা ও বাবা এবং ব্লু স্টার পরিবারের কাছে বিনীতভাবে ক্ষমা প্রার্থনা করা। তিনি নিজেকে কী মনে করেন?’ এ ঘটনার প্রেক্ষিতে সমালোচকদের এসব দাবিকে গুজব বলে উড়িয়ে দিয়েছে ট্রাম্প।

অপরদিকে নির্বাচনী ক্যাম্পেইনে টেক্সাসের হ্রদে ট্রাম্পের সমর্থকদের আয়োজনে নৌ-মিছিলের নৌকাডুবিতে শনিবার আড়াই হাজারেরও বেশি লোক যোগ দেয়। তারা অনেকগুলো স্পিডবোট নিয়ে এগোনো শুরু করলে বহু ঢেউ সৃষ্টি হলে পানিতে অস্থিরতা দেখা দেয়। এতে অন্তত ৪টি বোট ডুবে যায় ও কয়েকটি পাথরে গিয়ে ধাক্কা খায়, জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। টেক্সাসের রাজধানী অস্টিনের নিকটবর্তী ট্রাভিস হ্রদের এ ঘটনায় কেউ জখম হননি বলে জানিয়েছেন তারা। ট্রাভিস কাউন্টি শেরিফ দফতরের সরকারি তথ্য কর্মকর্তা ক্রিস্টেন ডার্ক বলেছেন, বহু নৌকা এসে জড়ো হয়েছিল, সেগুলোর মধ্যে বেশ কয়েকটি ডুবে গেছে। তথ্যানুযায়ী উল্লিখিত, অন্তত ডজন খানেক ‘প্রো-গান’ এবং ‘প্রো-ট্রাম্প’ সমাবেশ আয়োজন করেছিল প্যাট্রিয়ট প্রেয়ার পেইজটি।

যুক্তরাষ্ট্রের ওরিগান অঙ্গরাজ্যের পোল্যান্ডে বামপন্থি গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষেও জড়িয়েছিল প্যাট্রিয়ট প্রেয়ার। প্রতিষ্ঠানটির মুখপত্র অ্যান্ডি স্টোন জানিয়েছেন, নিজেদের প্ল্যাটফর্ম থেকে সহিংস সামাজিক মিলিশিয়া সরানোর প্রচেষ্টার অংশ হিসেবে মুছে দেয়া হয়েছে পেজটিকে।