ছাঁটাই বন্ধ ও বকেয়া বেতনের দাবিতে ড্রাগন সোয়েটারের শ্রমিকদের বিক্ষোভ

বিনা নোটিসে ছাঁটাইয়ের অভিযোগ, বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেডের শ্রমিকরা। গতকাল দুপুর ১২টা থেকে রাজধানীর বিজয়নগরের শ্রমভবনের সামনে ঝাড়ু হাতে বিক্ষোভ করেন শ্রমিকরা। ড্রাগন গ্রুপ শ্রমিক-কর্মচারী সংগ্রাম কমিটির নেতারা এই আন্দোলনের কর্মসূচি ঘোষণা করে। শ্রমিকরা বলেন, করোনার সময়ে ড্রাগন সোয়েটার শ্রমিক-কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ড, সার্ভিস বেনিফিট, অর্জিত ছুটির টাকাসহ আইনগত সব পাওনা বঞ্চিত করে চাকরিচ্যুত করা হয়েছে। গত ২৫ মার্চের পর থেকে আমাদের কারখানায় ঢুকতে দেয়া হচ্ছে না। করোনার দোহাই দিয়ে এই পর্যন্ত সাড়ে ৩শ’ শ্রমিকদের চাকরিচ্যুত করেছে। যারা ছিলেন তাদের বেতন কিংবা ইদ বোনাস কোন দেয়নি। তাই আমরা অন্দোলনে নেমেছি।

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২০ , ১৮ মহররম ১৪৪২, ২২ ভাদ্র ১৪২৭

ছাঁটাই বন্ধ ও বকেয়া বেতনের দাবিতে ড্রাগন সোয়েটারের শ্রমিকদের বিক্ষোভ

image

বিনা নোটিসে ছাঁটাইয়ের অভিযোগ, বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেডের শ্রমিকরা। গতকাল দুপুর ১২টা থেকে রাজধানীর বিজয়নগরের শ্রমভবনের সামনে ঝাড়ু হাতে বিক্ষোভ করেন শ্রমিকরা। ড্রাগন গ্রুপ শ্রমিক-কর্মচারী সংগ্রাম কমিটির নেতারা এই আন্দোলনের কর্মসূচি ঘোষণা করে। শ্রমিকরা বলেন, করোনার সময়ে ড্রাগন সোয়েটার শ্রমিক-কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ড, সার্ভিস বেনিফিট, অর্জিত ছুটির টাকাসহ আইনগত সব পাওনা বঞ্চিত করে চাকরিচ্যুত করা হয়েছে। গত ২৫ মার্চের পর থেকে আমাদের কারখানায় ঢুকতে দেয়া হচ্ছে না। করোনার দোহাই দিয়ে এই পর্যন্ত সাড়ে ৩শ’ শ্রমিকদের চাকরিচ্যুত করেছে। যারা ছিলেন তাদের বেতন কিংবা ইদ বোনাস কোন দেয়নি। তাই আমরা অন্দোলনে নেমেছি।