অ্যাডিস নয় বাড়ছে বিডিলেক্স মশা : বিশেষজ্ঞ

করোনা মহামারীর মধ্যেও দেশে আবার ডেঙ্গুজ্বরে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। চলতি বছরের গতকাল পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৩২ জন। এখনও হাসপাতালে আছেন ১১ জন। গত ২৪ ঘণ্টায় আরও ৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে ঢাকায় ২ জন ও ঢাকার বাইরে ১ জন ভর্তি হয়েছেন। ভর্তির সংখ্যা প্রতিদিন বাড়ছে। তবে কীটতত্ত্ব বিশেষজ্ঞদের মতে, এই বছর অ্যাডিস মশার উপদ্রব অনেক কম। তবে কিউলেক্স মশার উপদ্রব বেশি। ড্রেনে পানি জমে থাকাসহ নানা কারণে কিউলেক্স মশার উপদ্রব বাড়ছে।

মহাখালী স্বাস্থ্য অধিদফতরের হেলথ্ ইমাজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. এবি মো. শামসুজ্জামান জানান, ডেঙ্গুজ্বরে চলতি বছরের পহেলা জানুয়ারি থেকে গতকাল ৭ সেপ্টেম্বর পর্যন্ত মোট আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৩২ জন। এরমধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছে ৪২০ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি আছে ১১ জন।

কীটতত্ত্ব বিশেষজ্ঞদের মতে, এইবার অ্যাডিস মশা কম। অনুসন্ধান জরিপে অ্যাডিস মশার উপস্থিতি কম পাওয়া গেছে। তাই আক্রান্তের সংখ্যা আগের চেয়ে অনেক কম। দিনে ২ থেকে ৩ জন আক্রান্ত হচ্ছে। আর কিউলেক্স মশা অনেক বেশি। বদ্ধ পানিতে এ মশা বেশি জন্মে।

বাসাবাড়িতে খোঁজ নিয়ে জানা গেছে, বাসা বাড়িতে মশার উপদ্রব আগের চেয়ে কম। গত কয়েক দিন ধরে আবার কিছু মশা দেখা যাচ্ছে। এ সব মশা কিউলেক্স মশা বলে জানা গেছে।

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২০ , ১৮ মহররম ১৪৪২, ২২ ভাদ্র ১৪২৭

ডেঙ্গুজ্বরে আক্রান্ত ৪৩২ জন

অ্যাডিস নয় বাড়ছে বিডিলেক্স মশা : বিশেষজ্ঞ

নিজস্ব বার্তা পরিবেশক |

করোনা মহামারীর মধ্যেও দেশে আবার ডেঙ্গুজ্বরে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। চলতি বছরের গতকাল পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৩২ জন। এখনও হাসপাতালে আছেন ১১ জন। গত ২৪ ঘণ্টায় আরও ৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে ঢাকায় ২ জন ও ঢাকার বাইরে ১ জন ভর্তি হয়েছেন। ভর্তির সংখ্যা প্রতিদিন বাড়ছে। তবে কীটতত্ত্ব বিশেষজ্ঞদের মতে, এই বছর অ্যাডিস মশার উপদ্রব অনেক কম। তবে কিউলেক্স মশার উপদ্রব বেশি। ড্রেনে পানি জমে থাকাসহ নানা কারণে কিউলেক্স মশার উপদ্রব বাড়ছে।

মহাখালী স্বাস্থ্য অধিদফতরের হেলথ্ ইমাজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. এবি মো. শামসুজ্জামান জানান, ডেঙ্গুজ্বরে চলতি বছরের পহেলা জানুয়ারি থেকে গতকাল ৭ সেপ্টেম্বর পর্যন্ত মোট আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৩২ জন। এরমধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছে ৪২০ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি আছে ১১ জন।

কীটতত্ত্ব বিশেষজ্ঞদের মতে, এইবার অ্যাডিস মশা কম। অনুসন্ধান জরিপে অ্যাডিস মশার উপস্থিতি কম পাওয়া গেছে। তাই আক্রান্তের সংখ্যা আগের চেয়ে অনেক কম। দিনে ২ থেকে ৩ জন আক্রান্ত হচ্ছে। আর কিউলেক্স মশা অনেক বেশি। বদ্ধ পানিতে এ মশা বেশি জন্মে।

বাসাবাড়িতে খোঁজ নিয়ে জানা গেছে, বাসা বাড়িতে মশার উপদ্রব আগের চেয়ে কম। গত কয়েক দিন ধরে আবার কিছু মশা দেখা যাচ্ছে। এ সব মশা কিউলেক্স মশা বলে জানা গেছে।