বাঁশখালীতে মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় সম্মাননা না দেয়ায় তদন্ত

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শেখেরখীলের লালজীবন এলাকায় প্রয়াত মুক্তিযোদ্ধা ডা. আলী আশরাফকে প্রশাসনের পক্ষ থেকে ‘গার্ড অব অর্নার’ না দেয়ার ঘটনায় সারাদেশে আলোচনা সমালোচনা চলছে। বিভিন্ন স্থানে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অব্যাহত রয়েছে। এরই মধ্যে গত সোমবার সরেজমিন তদন্তে আসে কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের প্রতিনিধি দল। তদন্তে আসা প্রতিনিধি দল সূত্রে জানা যায়, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের পক্ষ থেকে কেন্দ্রীয় সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক সেলিম রেজার নেতৃত্বে ৯ সদস্যবিশিষ্ট প্রতিনিধি দল শেখেরখীল লালজীবন এলাকায় গিয়ে শহীদ মৌলভী সৈয়দ ও মুক্তিযোদ্ধা ডা. আলী আশরাফের কবরে পুস্পস্তবক অর্পণ করেন। পরে ঘটনার দিন প্রত্যক্ষদর্শী শেখেরখীলের ইউনিয়নের চেয়ারম্যান মো. ইয়াছিন, চাম্বল ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, শেখেরখীল ইউপি সদস্য মো. ইউনুছসহ কয়েকজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলেন তদন্ত টিমের সদস্যরা। এরপর দুপুরে সহকারী কমিশনার (ভূমি) মো. আতিকুর রহমান ও বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম মজুমদারের সঙ্গে সাক্ষাৎ করে সংঘটিত ঘটনা সম্পর্কে আলোচনা করেন এবং বিভিন্ন তথ্য সংগ্রহ করেন।

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২০ , ১৯ মহররম ১৪৪২, ২১ ভাদ্র ১৪২৭

বাঁশখালীতে মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় সম্মাননা না দেয়ায় তদন্ত

প্রতিনিধি, বাঁশখালী (চট্টগ্রাম)

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শেখেরখীলের লালজীবন এলাকায় প্রয়াত মুক্তিযোদ্ধা ডা. আলী আশরাফকে প্রশাসনের পক্ষ থেকে ‘গার্ড অব অর্নার’ না দেয়ার ঘটনায় সারাদেশে আলোচনা সমালোচনা চলছে। বিভিন্ন স্থানে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অব্যাহত রয়েছে। এরই মধ্যে গত সোমবার সরেজমিন তদন্তে আসে কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের প্রতিনিধি দল। তদন্তে আসা প্রতিনিধি দল সূত্রে জানা যায়, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের পক্ষ থেকে কেন্দ্রীয় সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক সেলিম রেজার নেতৃত্বে ৯ সদস্যবিশিষ্ট প্রতিনিধি দল শেখেরখীল লালজীবন এলাকায় গিয়ে শহীদ মৌলভী সৈয়দ ও মুক্তিযোদ্ধা ডা. আলী আশরাফের কবরে পুস্পস্তবক অর্পণ করেন। পরে ঘটনার দিন প্রত্যক্ষদর্শী শেখেরখীলের ইউনিয়নের চেয়ারম্যান মো. ইয়াছিন, চাম্বল ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, শেখেরখীল ইউপি সদস্য মো. ইউনুছসহ কয়েকজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলেন তদন্ত টিমের সদস্যরা। এরপর দুপুরে সহকারী কমিশনার (ভূমি) মো. আতিকুর রহমান ও বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম মজুমদারের সঙ্গে সাক্ষাৎ করে সংঘটিত ঘটনা সম্পর্কে আলোচনা করেন এবং বিভিন্ন তথ্য সংগ্রহ করেন।