লক্ষ্মীপুর আদালতের ড্রাইভারের বিরুদ্ধে দুদকের মামলা

অবৈধ সম্পদ ও আয়বহির্ভূত উপার্জন ও দুদকের চাহিদা মোতাবেক আয়-ব্যয়ের হিসাব দাখিল না করায় লক্ষ্মীপুর জেলা জজ আদালতের গাড়ির ড্রাইভার ও তার ভাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছে নোয়াখালী দুদকের সহকারী পরিচালক সুবেল আহমেদ।

মামলায় উল্লেখ করা হয় যে, লক্ষ্মীপুর জজ আদালতের গাড়ির ড্রাইভার নুর হোসেন জজ আদালতে চাকরির সুবাদে বিভিন্ন সময় বিভিন্ন অনৈতিক সুবিধা নিয়ে প্রায় ৫০ লাখ টাকার মালিক হয়েছে মর্মে অভিযোগ পাওয়ার পর দুদক তদন্ত শুরু করে। প্রাথমিক সত্যতা পেয়ে তাকে ও তার ভাই আমির হোসেনকে তাদের আয় ব্যয়ের হিসাব দিতে বলা হলে ও তারা তা দিতে ব্যার্থ হয়। তারা দুদকের নোটিশকে পাত্তাও দেয়নি। মামলার খবর পেয়ে দুই ভাই পলাতক রয়েছে বলে জানা গেছে।

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২০ , ১৯ মহররম ১৪৪২, ২১ ভাদ্র ১৪২৭

লক্ষ্মীপুর আদালতের ড্রাইভারের বিরুদ্ধে দুদকের মামলা

প্রতিনিধি, নোয়াখালী

অবৈধ সম্পদ ও আয়বহির্ভূত উপার্জন ও দুদকের চাহিদা মোতাবেক আয়-ব্যয়ের হিসাব দাখিল না করায় লক্ষ্মীপুর জেলা জজ আদালতের গাড়ির ড্রাইভার ও তার ভাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছে নোয়াখালী দুদকের সহকারী পরিচালক সুবেল আহমেদ।

মামলায় উল্লেখ করা হয় যে, লক্ষ্মীপুর জজ আদালতের গাড়ির ড্রাইভার নুর হোসেন জজ আদালতে চাকরির সুবাদে বিভিন্ন সময় বিভিন্ন অনৈতিক সুবিধা নিয়ে প্রায় ৫০ লাখ টাকার মালিক হয়েছে মর্মে অভিযোগ পাওয়ার পর দুদক তদন্ত শুরু করে। প্রাথমিক সত্যতা পেয়ে তাকে ও তার ভাই আমির হোসেনকে তাদের আয় ব্যয়ের হিসাব দিতে বলা হলে ও তারা তা দিতে ব্যার্থ হয়। তারা দুদকের নোটিশকে পাত্তাও দেয়নি। মামলার খবর পেয়ে দুই ভাই পলাতক রয়েছে বলে জানা গেছে।