পাওয়ার গ্রিডে আগুন, ময়মনসিংহ বিভাগ বিদ্যুৎহীন

পিজিসিবির তদন্ত কমিটি

ময়মনসিংহের কেওয়াটখালী এলাকার ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রে গতকাল অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। দুপুর দেড়টার দিকে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘণ্টাখানেকের চেষ্টায় দুপুর আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পাওয়ার গ্রিডের ট্রান্সফরমার পুড়ে যাওয়ায় ময়মনসিংহ বিভাগের চার জেলা ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ফলে ভোগান্তিতে পড়ে লাখ লাখ মানুষ। পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) জানায়, অগ্নিকাণ্ডের কারণ খুঁজে বের করতে চার সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে।

পিজিসিবি সূত্র জানায়, গ্রিড বিকল হওয়ায় মূলত ময়মনসিংহে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। আর বাকি জেলাগুলোতে সাবধানতার অংশ হিসেবে বিদ্যুৎ বন্ধ করে দেয়া হয়। সন্ধ্যার পর শুধু ময়মনসিংহ শহর ও আশপাশের এলাকা ছাড়া বাকি জেলাগুলোয় বিদ্যুৎ সরবরাহ শুরু করা হয়। পিজিসিবি সূত্র জানায়, অগ্নিকাণ্ডের ঘটনায় পিজিসিবির নির্বাহী পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেনেন্স) মাসুম আলম বকসিকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। কমিটির সদস্যরা মঙ্গলবারই ময়মনসিংহ গেছেন। বুধবারের মধ্যে প্রতিবেদন দেবেন তারা।

জানা গেছে, ময়মনসিংহ শহরসহ আশপাশের এলাকায় পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) গ্রাহক সংখ্যা প্রায় ৫ লাখ আর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) গ্রাহক প্রায় ৫০ হাজার। এ প্রতিবেদন লেখাকালীন এক-তৃতীয়াংশ গ্রাহক বিদ্যুৎহীন ছিল।

আরও খবর
গ্রামীণ অর্থনীতি পুনরুদ্ধারই বড় চ্যালেঞ্জ
প্রাথমিক বিদ্যালয় খোলার প্রস্তুতি শুরুর নির্দেশনা
রোহিঙ্গাদের দেখামাত্র গুলির নির্দেশ ছিল
মৃত্যু আরও ৩৬ শনাক্ত ১৮২৯ জন
১২ সেপ্টেম্বর থেকে ট্রেনের টিকিট কাউন্টারে বিক্রি
একাদশ শ্রেণীতে সর্বোচ্চ ভর্তি ফি ৫,০০০ টাকা নির্ধারণ
‘চুরি করতে গিয়ে ইউএনও’র ওপর হামলা বিশ্বাসযোগ্য নয়’
তদন্ত প্রতিবেদন ৭৪ বারের মতো পেছালো
বরিশালে দুই পুলিশ কর্মকর্তা বরখাস্ত
মিলল আরও একটি লিকেজ
দেড়মাস পর রহস্য উদ্ঘাটন, খুনি বাবা-দাদা ও সৎমাসহ ৪ জন গ্রেফতার
ওসি প্রদীপের বিরুদ্ধে সাংবাদিক নির্যাতন মামলা
মৃতের সংখ্যা ২৮, চিকিৎসাধীন ৮ জনের অবস্থাও আশঙ্কাজনক

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২০ , ১৯ মহররম ১৪৪২, ২১ ভাদ্র ১৪২৭

পাওয়ার গ্রিডে আগুন, ময়মনসিংহ বিভাগ বিদ্যুৎহীন

পিজিসিবির তদন্ত কমিটি

ময়মনসিংহের কেওয়াটখালী এলাকার ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রে গতকাল অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। দুপুর দেড়টার দিকে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘণ্টাখানেকের চেষ্টায় দুপুর আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পাওয়ার গ্রিডের ট্রান্সফরমার পুড়ে যাওয়ায় ময়মনসিংহ বিভাগের চার জেলা ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ফলে ভোগান্তিতে পড়ে লাখ লাখ মানুষ। পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) জানায়, অগ্নিকাণ্ডের কারণ খুঁজে বের করতে চার সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে।

পিজিসিবি সূত্র জানায়, গ্রিড বিকল হওয়ায় মূলত ময়মনসিংহে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। আর বাকি জেলাগুলোতে সাবধানতার অংশ হিসেবে বিদ্যুৎ বন্ধ করে দেয়া হয়। সন্ধ্যার পর শুধু ময়মনসিংহ শহর ও আশপাশের এলাকা ছাড়া বাকি জেলাগুলোয় বিদ্যুৎ সরবরাহ শুরু করা হয়। পিজিসিবি সূত্র জানায়, অগ্নিকাণ্ডের ঘটনায় পিজিসিবির নির্বাহী পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেনেন্স) মাসুম আলম বকসিকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। কমিটির সদস্যরা মঙ্গলবারই ময়মনসিংহ গেছেন। বুধবারের মধ্যে প্রতিবেদন দেবেন তারা।

জানা গেছে, ময়মনসিংহ শহরসহ আশপাশের এলাকায় পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) গ্রাহক সংখ্যা প্রায় ৫ লাখ আর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) গ্রাহক প্রায় ৫০ হাজার। এ প্রতিবেদন লেখাকালীন এক-তৃতীয়াংশ গ্রাহক বিদ্যুৎহীন ছিল।