ছাতক সিমেন্ট কোম্পানির সাবেক দুই এমডির বিরুদ্ধে দুদকের চার্জশিট

ভুয়া ব্যাংক গ্যারান্টির মাধ্যমে সিমেন্টের প্রায় পৌনে দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় ছাতক সিমেন্ট কোম্পানি লিমিটেডের সাবেক দুই ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ৫ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গত ৩১ আগস্ট দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় সিলেট এর সহকারী পরিচালক মো. ইসমাইল হোসেন সুনামগঞ্জ বিশেষ জজ আদালতে এ চার্জশিট দাখিল করেন। চার্জশিটে অভিযুক্তরা হলেন-ছাতক সিমেন্ট কোম্পানি লিমিটেডের ডিলার মো. রুবেল মিয়া, সাবেক ব্যবস্থাপনা পরিচালক নেপাল কৃষ্ণ হাওলাদার, সাবেক ব্যবস্থাপনা পরিচালক কাজী রুহুল আমীন, উপমহাব্যবস্থাপক মো. আবদুল বারী ও উপ-প্রধান হিসাব রক্ষক মো. সিরাজুল ইসলাম

এর আগে ২০১৮ সালে ছাতক থানায় তাদের বিরুদ্ধে আত্মসাতের এ মামলাটি (নং-১৭) দায়ের করা হয়।

মামলা সূত্রে জানা যায়, ছাতক সিমেন্ট কােম্পানির ডিলার মো. রুবেল মিয়া ভূয়া ব্যাংক গ্যারান্টির মাধ্যমে উল্লেখিত ব্যক্তিরা ২ হাজার ১৭৫ মেট্রিক টন সিমেন্ট আত্মসাত করেন। যার বাজার মূল্য ১ ৬০ লাখ ৯৫ হাজার টাকা। পরে দুদক এর অনুসন্ধানের পর দীর্ঘ তদন্ত শেষে উল্লেখিতদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়।

আরও খবর
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রতিশ্রুতির চাঁদা বাড়াতে হবে : প্রধানমন্ত্রী
বাংলাদেশ প্রকৌশল গবেষণা কাউন্সিল বিলসহ ৩ বিল পাস
জেসিসি ষষ্ঠ বৈঠক হবে ভার্চুয়ালি এ মাসের শেষে
১০০ উপজেলায় টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ স্থাপন নিয়ে প্রকল্প কর্তৃপক্ষ ও ইইডি বিরোধ
আন্দোলনে সরকার পরিবর্তনের পরিস্থিতি দেশে নেই কাদের
এলজিইডি’র পৌনে তিনশ’ কোটি টাকার ক্ষয়ক্ষতি
পাপিয়া দম্পতির অস্ত্র মামলায় সাক্ষ্য ও জেরা সমাপ্ত
নিখোঁজের ৭ দিন পর পথশিশু জিনিয়াকে না’গঞ্জে উদ্ধার
ক্রসফায়ার-গুমের বিচার বিভাগীয় তদন্ত চায় বাম ঐক্য
রনির নেতৃত্বে ৬ বছর আগের মেয়াদোত্তীর্ণ কমিটি দিয়ে চলছে রংপুর ছাত্রলীগ
মারমা কিশোরী ধর্ষণ ঘটনায়
নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি জনজীবনে নাভিশ্বাস
ভাইকে হত্যা করে ঘরেই মাটিচাপা দেয় বড় ভাই
৪০ হাজার গ্রাহকের ৫০ কোটি টাকা আত্মসাৎ

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২০ , ১৯ মহররম ১৪৪২, ২১ ভাদ্র ১৪২৭

ভুয়া ব্যাংক গ্যারান্টির মাধ্যমে টাকা আত্মসাৎ

ছাতক সিমেন্ট কোম্পানির সাবেক দুই এমডির বিরুদ্ধে দুদকের চার্জশিট

বিশেষ প্রতিনিধি

ভুয়া ব্যাংক গ্যারান্টির মাধ্যমে সিমেন্টের প্রায় পৌনে দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় ছাতক সিমেন্ট কোম্পানি লিমিটেডের সাবেক দুই ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ৫ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গত ৩১ আগস্ট দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় সিলেট এর সহকারী পরিচালক মো. ইসমাইল হোসেন সুনামগঞ্জ বিশেষ জজ আদালতে এ চার্জশিট দাখিল করেন। চার্জশিটে অভিযুক্তরা হলেন-ছাতক সিমেন্ট কোম্পানি লিমিটেডের ডিলার মো. রুবেল মিয়া, সাবেক ব্যবস্থাপনা পরিচালক নেপাল কৃষ্ণ হাওলাদার, সাবেক ব্যবস্থাপনা পরিচালক কাজী রুহুল আমীন, উপমহাব্যবস্থাপক মো. আবদুল বারী ও উপ-প্রধান হিসাব রক্ষক মো. সিরাজুল ইসলাম

এর আগে ২০১৮ সালে ছাতক থানায় তাদের বিরুদ্ধে আত্মসাতের এ মামলাটি (নং-১৭) দায়ের করা হয়।

মামলা সূত্রে জানা যায়, ছাতক সিমেন্ট কােম্পানির ডিলার মো. রুবেল মিয়া ভূয়া ব্যাংক গ্যারান্টির মাধ্যমে উল্লেখিত ব্যক্তিরা ২ হাজার ১৭৫ মেট্রিক টন সিমেন্ট আত্মসাত করেন। যার বাজার মূল্য ১ ৬০ লাখ ৯৫ হাজার টাকা। পরে দুদক এর অনুসন্ধানের পর দীর্ঘ তদন্ত শেষে উল্লেখিতদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়।