সিনহা হত্যা তদন্তকে প্রভাবিত করুক এটা চাই না : স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজারে মেজর (অব.) সিনহা মো. রাশেদ খানের হত্যার বিষয়টি আদালতের নির্দেশে তদন্তাধীন রয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেছেন, এ বিষয়টি নিয়ে তদন্ত চলছে। কাজেই এখানে আমরা কোন রকমের মন্তব্য করব না, এটা আগেই বলেছি। সম্প্রতি আমাদের কাছে এই বিষয়ে একটি তদন্ত প্রতিবেদন এসেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে একটি কমিটি এ রিপোর্ট পর্যালোচনা করবে। পরে আমরা কী করবো সেটা সিদ্ধান্ত নেব। এটা পরিষ্কার যেহেতু তদন্তাধীন ও বিচারাধীন মামলা। বিচারক যদি মনে করেন তাদের বিচারকার্যে এটা প্রয়োজন যদি তারা চান তাহলে আমরা এটা তাদের দেব। না চাইলে আমরা তাদের কাছে দিচ্ছি না। গতকাল সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আদালতের নির্দেশনায় যে তদন্ত চলছে তা শেষ হওয়ার আগেই এটা নিয়ে একটি পত্রিকায় কীভাবে প্রকাশ হলো, সেটা আমার জানা নেই। যে প্রকাশ করেছে ও তথ্য সরবরাহ করেছে তারা কাজটি সঠিক করেনি। এ বিষয়টি আমরা ক্ষতিয়ে দেখছি। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে আমরা তা দেখব। আমরা এটাও বলেছি কোর্ট যদি এই রিপোর্ট চান তাহলে আমরা কোর্টকে দেব। যাতে নিরপেক্ষ একটি প্রতিবেদন বিচারকদের কাছে যায়। সেজন্য যত ধরনের প্রচেষ্টা আমরা সেটা নেব। বর্তমানে কোর্টের নির্দেশে র‌্যাব তদন্ত করছে। তাদের প্রতিবেদনের আগে কোন রিপোর্ট বের হয়ে সেই তদন্তকে প্রভাবিত করুক এটা আমরা চাই না। এটা বিচারকরাও চান না।

সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে মামলায় সরকারের অনুমতির বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, এ বিষয়ে সুস্পষ্ট আইন রয়েছে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে মামলা করতে হলে সরকারের অনুমতি নিতে হয়। সে অনুমতি না নিলে বিচার বিভাগ বিষয়টি দেখবেন। আমাদের এখানে যদি কেউ এ বিষয় তুলে ধরেন তাহলে আমরা বিচার বিভাগের পরামর্শ নিয়েই যা কিছু করতে হয় করবো। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে আমরা তা দেখবো।

বাংলাদেশে অবস্থানরত প্রায় ৭০০ বিদেশি নাগরিকের ভিসার মেয়াদ শেষ হয়েছে। সরকার তাদের নিজ দেশে পাঠাতে ব্যবস্থা নিচ্ছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কয়েকটি দেশের নাগরিকদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। তারপরও তারা বংলাদেশে অবস্থান করছেন। এ রকম বিদেশি দেশে রয়েছেন প্রায় ৭০০ জন। এর মধ্যে কয়েকটি দেশ উল্লেখযোগ্য, ইভেন মায়ানমারও রয়েছে। আমার বিভিন্ন রাষ্ট্রদূতের সঙ্গে যোগাযোগ করছি তাদের ফিরিয়ে নেয়ার জন্য। অ্যাম্বাসিগুলো যদি কোন উৎসাহ না দেখায় তাহলে আমরা আমাদের দেশে ক্রাইম কন্ট্রোলের জন্য বিদেশি যারা ক্রাইম করছে তাদের জন্য পরবর্তী ব্যবস্থা নেবো।’ ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়া অনেক দেশের নাগরিক রয়েছেন তাদের এম্বাসি বাংলাদেশে নেই। তাদের জন্য কী ব্যবস্থা নেয়া হবে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ওইসব দেশে যোগাযোগ করছে। যোগাযোগ করে তারা ব্যবস্থা নিচ্ছে। এম্বাসি না থাকলে কী হয়েছে, দেশটিতো রয়েছে।

আরও খবর
এসআই জাহিদসহ ৩ পুলিশের যাবজ্জীবন
গ্যাস লিকেজ থেকে মসজিদে বিস্ফোরণ
ইউএনও ওয়াহিদার ওপর হামলায় জড়িতদের অবশ্যই শাস্তি হবে প্রধানমন্ত্রী
দেশে করোনায় একদিনে আরও ৪১ জনের মৃত্যু
অনুমতি ছাড়া কোন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে মামলা করা যাবে না
একাদশ শ্রেণীতে ভর্তির সময় ২ দিন বেড়েছে
বিস্ফোরণে হতাহতদের প্রতি পরিবারকে ৫ লাখ করে টাকা দেয়ার নির্দেশ
ব্যাংকগুলোকে সতর্ক থাকার নির্দেশ, লেনদেন বন্ধ নয়
অক্সফোর্ডের করোনা ভ্যাকসিনের ট্রায়াল বিরতি
শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে বিভ্রান্তি
জাহিদের নির্যাতনে মৃত্যু হয় ঝুট ব্যবসায়ী সুজনের
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ৮ জন
নেত্রকোনায় ট্রলারডুবি : ১০ লাশ উদ্ধার, শিশুই বেশি
নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্প মনোনীত

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০ , ২০ মহররম ১৪৪২, ২২ ভাদ্র ১৪২৭

সিনহা হত্যা তদন্তকে প্রভাবিত করুক এটা চাই না : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব বার্তা পরিবেশক |

কক্সবাজারে মেজর (অব.) সিনহা মো. রাশেদ খানের হত্যার বিষয়টি আদালতের নির্দেশে তদন্তাধীন রয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেছেন, এ বিষয়টি নিয়ে তদন্ত চলছে। কাজেই এখানে আমরা কোন রকমের মন্তব্য করব না, এটা আগেই বলেছি। সম্প্রতি আমাদের কাছে এই বিষয়ে একটি তদন্ত প্রতিবেদন এসেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে একটি কমিটি এ রিপোর্ট পর্যালোচনা করবে। পরে আমরা কী করবো সেটা সিদ্ধান্ত নেব। এটা পরিষ্কার যেহেতু তদন্তাধীন ও বিচারাধীন মামলা। বিচারক যদি মনে করেন তাদের বিচারকার্যে এটা প্রয়োজন যদি তারা চান তাহলে আমরা এটা তাদের দেব। না চাইলে আমরা তাদের কাছে দিচ্ছি না। গতকাল সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আদালতের নির্দেশনায় যে তদন্ত চলছে তা শেষ হওয়ার আগেই এটা নিয়ে একটি পত্রিকায় কীভাবে প্রকাশ হলো, সেটা আমার জানা নেই। যে প্রকাশ করেছে ও তথ্য সরবরাহ করেছে তারা কাজটি সঠিক করেনি। এ বিষয়টি আমরা ক্ষতিয়ে দেখছি। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে আমরা তা দেখব। আমরা এটাও বলেছি কোর্ট যদি এই রিপোর্ট চান তাহলে আমরা কোর্টকে দেব। যাতে নিরপেক্ষ একটি প্রতিবেদন বিচারকদের কাছে যায়। সেজন্য যত ধরনের প্রচেষ্টা আমরা সেটা নেব। বর্তমানে কোর্টের নির্দেশে র‌্যাব তদন্ত করছে। তাদের প্রতিবেদনের আগে কোন রিপোর্ট বের হয়ে সেই তদন্তকে প্রভাবিত করুক এটা আমরা চাই না। এটা বিচারকরাও চান না।

সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে মামলায় সরকারের অনুমতির বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, এ বিষয়ে সুস্পষ্ট আইন রয়েছে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে মামলা করতে হলে সরকারের অনুমতি নিতে হয়। সে অনুমতি না নিলে বিচার বিভাগ বিষয়টি দেখবেন। আমাদের এখানে যদি কেউ এ বিষয় তুলে ধরেন তাহলে আমরা বিচার বিভাগের পরামর্শ নিয়েই যা কিছু করতে হয় করবো। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে আমরা তা দেখবো।

বাংলাদেশে অবস্থানরত প্রায় ৭০০ বিদেশি নাগরিকের ভিসার মেয়াদ শেষ হয়েছে। সরকার তাদের নিজ দেশে পাঠাতে ব্যবস্থা নিচ্ছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কয়েকটি দেশের নাগরিকদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। তারপরও তারা বংলাদেশে অবস্থান করছেন। এ রকম বিদেশি দেশে রয়েছেন প্রায় ৭০০ জন। এর মধ্যে কয়েকটি দেশ উল্লেখযোগ্য, ইভেন মায়ানমারও রয়েছে। আমার বিভিন্ন রাষ্ট্রদূতের সঙ্গে যোগাযোগ করছি তাদের ফিরিয়ে নেয়ার জন্য। অ্যাম্বাসিগুলো যদি কোন উৎসাহ না দেখায় তাহলে আমরা আমাদের দেশে ক্রাইম কন্ট্রোলের জন্য বিদেশি যারা ক্রাইম করছে তাদের জন্য পরবর্তী ব্যবস্থা নেবো।’ ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়া অনেক দেশের নাগরিক রয়েছেন তাদের এম্বাসি বাংলাদেশে নেই। তাদের জন্য কী ব্যবস্থা নেয়া হবে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ওইসব দেশে যোগাযোগ করছে। যোগাযোগ করে তারা ব্যবস্থা নিচ্ছে। এম্বাসি না থাকলে কী হয়েছে, দেশটিতো রয়েছে।