জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ৮ জন

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে দগ্ধ আটজনের শারীরিক অবস্থা এখনও আশঙ্কাজনক বলে জানিয়েছেন ডা. সামন্ত লাল সেন। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে তারা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন। গতকাল ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল একথা জানান।

তিনি বলেন, এখন পর্যন্ত ৮ জন এখানে ভর্তি রয়েছে। সবাই আইসিইউতে রয়েছেন। এদের সবারই শ্বাসনালী পুড়ে গেছে। সর্বোচ্চ চেষ্টা দিয়ে তাদের চিকিৎসা চলছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দগ্ধদের চিকিৎসার খোঁজ-খবর নেয়ার জন্য কার্যালয়ের চিকিৎসক ডা. জুলফিকার লেলিল আসবেন। দগ্ধদের চিকিৎসায় কার কী প্রয়োজন সে অনুযায়ী আমরা লিস্ট করছি, তিনি এলে তার পরামর্শে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

এর আগে শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টায় নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিমতল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দগ্ধ ৩৭ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটে ভর্তি করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এরমধ্যে ২৮ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রশাসনের একাধিক তদন্ত কমিটি বিস্ফোরণের কারণ জানতে ঘটনাস্থলে তদন্ত করছে।

আরও খবর
এসআই জাহিদসহ ৩ পুলিশের যাবজ্জীবন
গ্যাস লিকেজ থেকে মসজিদে বিস্ফোরণ
ইউএনও ওয়াহিদার ওপর হামলায় জড়িতদের অবশ্যই শাস্তি হবে প্রধানমন্ত্রী
দেশে করোনায় একদিনে আরও ৪১ জনের মৃত্যু
অনুমতি ছাড়া কোন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে মামলা করা যাবে না
একাদশ শ্রেণীতে ভর্তির সময় ২ দিন বেড়েছে
বিস্ফোরণে হতাহতদের প্রতি পরিবারকে ৫ লাখ করে টাকা দেয়ার নির্দেশ
ব্যাংকগুলোকে সতর্ক থাকার নির্দেশ, লেনদেন বন্ধ নয়
অক্সফোর্ডের করোনা ভ্যাকসিনের ট্রায়াল বিরতি
সিনহা হত্যা তদন্তকে প্রভাবিত করুক এটা চাই না : স্বরাষ্ট্রমন্ত্রী
শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে বিভ্রান্তি
জাহিদের নির্যাতনে মৃত্যু হয় ঝুট ব্যবসায়ী সুজনের
নেত্রকোনায় ট্রলারডুবি : ১০ লাশ উদ্ধার, শিশুই বেশি
নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্প মনোনীত

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০ , ২০ মহররম ১৪৪২, ২২ ভাদ্র ১৪২৭

মসজিদে বিস্ফোরণ

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ৮ জন

নিজস্ব বার্তা পরিবেশক |

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে দগ্ধ আটজনের শারীরিক অবস্থা এখনও আশঙ্কাজনক বলে জানিয়েছেন ডা. সামন্ত লাল সেন। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে তারা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন। গতকাল ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল একথা জানান।

তিনি বলেন, এখন পর্যন্ত ৮ জন এখানে ভর্তি রয়েছে। সবাই আইসিইউতে রয়েছেন। এদের সবারই শ্বাসনালী পুড়ে গেছে। সর্বোচ্চ চেষ্টা দিয়ে তাদের চিকিৎসা চলছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দগ্ধদের চিকিৎসার খোঁজ-খবর নেয়ার জন্য কার্যালয়ের চিকিৎসক ডা. জুলফিকার লেলিল আসবেন। দগ্ধদের চিকিৎসায় কার কী প্রয়োজন সে অনুযায়ী আমরা লিস্ট করছি, তিনি এলে তার পরামর্শে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

এর আগে শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টায় নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিমতল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দগ্ধ ৩৭ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটে ভর্তি করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এরমধ্যে ২৮ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রশাসনের একাধিক তদন্ত কমিটি বিস্ফোরণের কারণ জানতে ঘটনাস্থলে তদন্ত করছে।