৬ জনের বেশি ইংল্যান্ডে জনসমাগম নিষেধ

ইংল্যান্ডে ৬ জনের বেশি মানুষের সমাগমে নিষেধাজ্ঞা আনা হচ্ছে। আগামী ১৪ সেপ্টেম্বর নতুন এ নিষেধাজ্ঞা কার্যকর হবে। কিছু ক্ষেত্রে ব্যতিক্রম থাকছে।সামাজিকভাবে ঘরের বাইরে বা ভেতরে কোথাও বড় পরিসরে সমবেত হওয়া যাবে না। ৬ জনের বেশি মানুষ কোথাও একত্রিত হতে পারবে না।এ নিষেধাজ্ঞার বাইরে রয়েছে স্কুল, কর্মক্ষেত্র, কোভিড-সুরক্ষিত বিয়ের অনুষ্ঠান, শেষকৃত্য এবং সংগঠিত স্পোর্টস টিম। নতুন এ নিষেধাজ্ঞায় পুলিশকে সহায়তা না করলে ১০০ ডলার জরিমানা গুনতে হবে। সিএনএন।

আগামী ১৪ সেপ্টেম্বর থেকে লোকজনকে নতুন নিষেধাজ্ঞার বিষয়ে সতর্ক থাকতে হবে। তবে কোন কোন ক্ষেত্র নিষেধাজ্ঞার বাইরে থাকবে তা পরবর্তীতে প্রশাসনের পক্ষ থেকে জানিয়ে দেয়া হবে। বুধবার ডাউনিং স্ট্রিট থেকে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বরিস জনসনের এ বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন। এক বিবৃতিতে প্রধানমন্ত্রী জনসন বলেছিলেন, ভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে সবাইকে কাজ করতে হবে। সে কারণেই সামাজিক যোগাযোগে কিছু বিধিনিষেধ আরোপ করা হচ্ছে। তিনি সবাইকে এসব বিধিনিষেধ মেনে চলতে এবং পুলিশকে তাদের দায়িত্ব সঠিকভাবে পালনে সহায়তা করার আহ্বান জানিয়েছেন।তিনি বলেছেন, লোকজন এখন মূল নিয়মগুলো সম্পর্কে জানে, তারা বারবার হাত পরিষ্কার করছে, মুখ ঢেকে রাখছে, একজন থেকে অন্যজন দূরত্ব মেনে চলছে এবং করোনার কোনো লক্ষণ দেখা দিলে পরীক্ষা করাচ্ছে। ১০ জন নয়, এমন স্লোগানের আওতায় সাতজন বা তার বেশি লোকজন কোথাও একত্র হতে পারবে না। এ নিয়ম ভঙ্গ করলে পুলিশ যে কাউকে জরিমানা করতে পারবে। যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৫২ হাজার ৫৬০। দেশটিতে মৃতের সংখ্যা ৪১ হাজার ৫৮৬ জন।

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০ , ২০ মহররম ১৪৪২, ২২ ভাদ্র ১৪২৭

৬ জনের বেশি ইংল্যান্ডে জনসমাগম নিষেধ

সংবাদ ডেস্ক |

ইংল্যান্ডে ৬ জনের বেশি মানুষের সমাগমে নিষেধাজ্ঞা আনা হচ্ছে। আগামী ১৪ সেপ্টেম্বর নতুন এ নিষেধাজ্ঞা কার্যকর হবে। কিছু ক্ষেত্রে ব্যতিক্রম থাকছে।সামাজিকভাবে ঘরের বাইরে বা ভেতরে কোথাও বড় পরিসরে সমবেত হওয়া যাবে না। ৬ জনের বেশি মানুষ কোথাও একত্রিত হতে পারবে না।এ নিষেধাজ্ঞার বাইরে রয়েছে স্কুল, কর্মক্ষেত্র, কোভিড-সুরক্ষিত বিয়ের অনুষ্ঠান, শেষকৃত্য এবং সংগঠিত স্পোর্টস টিম। নতুন এ নিষেধাজ্ঞায় পুলিশকে সহায়তা না করলে ১০০ ডলার জরিমানা গুনতে হবে। সিএনএন।

আগামী ১৪ সেপ্টেম্বর থেকে লোকজনকে নতুন নিষেধাজ্ঞার বিষয়ে সতর্ক থাকতে হবে। তবে কোন কোন ক্ষেত্র নিষেধাজ্ঞার বাইরে থাকবে তা পরবর্তীতে প্রশাসনের পক্ষ থেকে জানিয়ে দেয়া হবে। বুধবার ডাউনিং স্ট্রিট থেকে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বরিস জনসনের এ বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন। এক বিবৃতিতে প্রধানমন্ত্রী জনসন বলেছিলেন, ভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে সবাইকে কাজ করতে হবে। সে কারণেই সামাজিক যোগাযোগে কিছু বিধিনিষেধ আরোপ করা হচ্ছে। তিনি সবাইকে এসব বিধিনিষেধ মেনে চলতে এবং পুলিশকে তাদের দায়িত্ব সঠিকভাবে পালনে সহায়তা করার আহ্বান জানিয়েছেন।তিনি বলেছেন, লোকজন এখন মূল নিয়মগুলো সম্পর্কে জানে, তারা বারবার হাত পরিষ্কার করছে, মুখ ঢেকে রাখছে, একজন থেকে অন্যজন দূরত্ব মেনে চলছে এবং করোনার কোনো লক্ষণ দেখা দিলে পরীক্ষা করাচ্ছে। ১০ জন নয়, এমন স্লোগানের আওতায় সাতজন বা তার বেশি লোকজন কোথাও একত্র হতে পারবে না। এ নিয়ম ভঙ্গ করলে পুলিশ যে কাউকে জরিমানা করতে পারবে। যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৫২ হাজার ৫৬০। দেশটিতে মৃতের সংখ্যা ৪১ হাজার ৫৮৬ জন।