প্রকাশিত হলো ‘ভেঙে পড়ো না এভাবে’

গল্পটা প্রীতমের খুব ঘনিষ্ঠ এক ছোট ভাইয়ের সৌরভ ও তার ছোট বোন শিফা’র। প্রীতম যখন এই গল্পটা শুনলো তখনই সেই গল্পের দৃশ্যায়ন ভেসে উঠলো প্রীতমের চোখে। সেখান থেকেই সুর বাঁধলেন প্রীতম, কথা সাজালেন রাকিব হাসান রাহুল ও প্রিতম হাসান দুজন মিলে। তৈরি হলো গান ‘ভেঙ্গে পড়ো না এভাবে’ সেই গানেরই মিউজিক ভিডিও বানালেন একে পরাগ এবং ভাস্কর জনি। গল্পটি সাজাতে সাহায্য করেছেন অদিত রহমান। আজ রাত ৯টায় গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে অবমুক্ত হতে যাচ্ছে প্রীতমের কণ্ঠে গান ও মিউজিক ভিডিও ‘ভেঙে পড়োনা এভাবে’

গানচিল মিউজিকের অফিশিয়াল ইউটিউব চ্যানেলের পাশাপাশি গানটি শোনা যাবে জিপি মিউজিক, বাংলালিংক ভাইব, রবি সøাস, স্বাধীন মিউজিকসহ আন্তর্জাতিক স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোতেও।

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২০ , ২১ মহররম ১৪৪২, ২৩ ভাদ্র ১৪২৭

প্রকাশিত হলো ‘ভেঙে পড়ো না এভাবে’

বিনোদন প্রতিবেদক |

image

গল্পটা প্রীতমের খুব ঘনিষ্ঠ এক ছোট ভাইয়ের সৌরভ ও তার ছোট বোন শিফা’র। প্রীতম যখন এই গল্পটা শুনলো তখনই সেই গল্পের দৃশ্যায়ন ভেসে উঠলো প্রীতমের চোখে। সেখান থেকেই সুর বাঁধলেন প্রীতম, কথা সাজালেন রাকিব হাসান রাহুল ও প্রিতম হাসান দুজন মিলে। তৈরি হলো গান ‘ভেঙ্গে পড়ো না এভাবে’ সেই গানেরই মিউজিক ভিডিও বানালেন একে পরাগ এবং ভাস্কর জনি। গল্পটি সাজাতে সাহায্য করেছেন অদিত রহমান। আজ রাত ৯টায় গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে অবমুক্ত হতে যাচ্ছে প্রীতমের কণ্ঠে গান ও মিউজিক ভিডিও ‘ভেঙে পড়োনা এভাবে’

গানচিল মিউজিকের অফিশিয়াল ইউটিউব চ্যানেলের পাশাপাশি গানটি শোনা যাবে জিপি মিউজিক, বাংলালিংক ভাইব, রবি সøাস, স্বাধীন মিউজিকসহ আন্তর্জাতিক স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোতেও।