সড়ক দুর্ঘটনায় শিক্ষক পুলিশসহ নিহত ৩

সড়ক দুর্ঘটনায় দুই জেলায় শিক্ষক পুলিশসহ ৩ জন নিহত হয়েছে। এরমধ্যে সাতক্ষীরায় একজন শিক্ষক ও পুলিশ কর্মকর্তা এবং অপর ঘটনায় মাদারীপুর এক শিশু প্রাণ হারায় প্রতিনিধিদের পাঠানো খবরে এ তথ্য জানা গেছে।

সাতক্ষীরা : সাতক্ষীরায় পৃথক সড়ক দুর্ঘটনায় পুলিশের সহকারী উপ-পরিদর্শক ও শিক্ষক নিহত হয়েছেন। ডিউটি শেষে বুধহাটা থেকে আশাশুনি থানায় ফেরার পথে বৃহস্পতিবার সকালে চাপড়া এলাকায় সহকারী উপ-পরিদর্শক ও দুপুরে শহরের সঙ্গীতা মোড় এলাকায় ট্রাকের ধাক্কায় শিক্ষক নিহত হন।

আশাশুনি থানার ওসি গোলাম কবির জানান, সহকারী উপ-পরিদর্শক শাহ জামাল রাতে ডিউটি শেষে মোটরসাইকেলে থানায় ফিরছিলেন। চাঁপড়া এলাকায় পৌছে রাস্তায় দাঁড়িয়ে থাকা বাঁশের ট্রাকে পেছন থেকে ধাক্কা লেগে বাশ ঢুকে যায় সহকারী উপ-পরিদর্শক শাহ জামালের পেটে। দ্রুত তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় ট্রাকটিকে জব্দ করা হয়েছে এবং ট্রাক চালকসহ তিনজনকে আটক করা হয়েছে। নিহত শাহ জামালের বাড়ি যশোরের শার্শায়।

এদিকে সদর থানার ওসি আসাদুজ্জামান জানান, সাতক্ষীরা ইসলামী ব্যাংক থেকে টাকা উত্তোলন করে মোটরসাইকেলে বাড়িতে ফিরছিলেন সদর উপজেলার কাথন্ডা আলিয়া মাদ্রাসার শিক্ষক রইচউদ্দীন। সঙ্গীতা মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। সদর হাসপাতালে নেয়ায় পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

শিবচর (মাদারীপুর) : ঢাকা-খুলনা এক্সপ্রেস হাইওয়ের মাদারীপুরের শিবচরের বন্দরখোলা চৌরাস্তা এলাকায় ভুল লেন ব্যবহার করে চলাচলকারী একটি প্রাইভেটকার চাপায় এক পথচারী স্কুল ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। পুলিশ ঘাতক গাড়িটি আটক করলেও চালক পালিয়েছে। আদরের মেয়েটিকে হারিয়ে নিহতের পরিবারে চলছে শোকের মাতম। এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে উপজেলার সন্নাসীরচর ইউনিয়নের পাটকান্দি গ্রামের চাঁনমিয়ার মেয়ে ৪২নং পূর্ব সন্নাসীরচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী খাদিজা (৭) নিজেদের পালিত ছাগলের জন্য ঘাস আনতে ঢাকা-খুলনা এক্সপ্রেস হাইওয়ে পার হয়ে মাঠে যাচ্চিল। এ সময় ভাঙ্গা থেকে আসা একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-চ-৫১-৭৩০১) এক্সপ্রেসওয়ের ভুল লেন ব্যবহার করে কাঁঠালবাড়ী ঘাটের দিক আসছিল। ওই স্কুলছাত্রী শিশুটি শিবচরের বন্দরখোলা চৌরাস্তা এলাকায় আসলে ভুলে লেন ব্যবহারকারী প্রাইভেটকারটি তাকে চাপা দেয়। স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে পাঁচ্চর রয়েল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘাতক গাড়িটি আটক করেছে। তবে চালক পালিয়ে গেছে।

শিবচর হাইওয়ে থানার এসআই এম আশরাফুল আলম বলেন, মহাসড়ক পারাপার হওয়ার সময় প্রাইভেটকার চাপায় এক শিশু নিহত হয়েছে। ঘাতক গাড়িটি ঘটনাস্থলের পাশেই রেখে চালক পালিয়েছে। আমরা গাড়িটি আটক করে রেখেছি।

আরও খবর
চার দশকে বিশ্বের দুই-তৃতীয়াংশ বণ্যপ্রাণীর প্রাণনাশ
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় বিল পাস
ভাসানচর নয় স্বদেশে ফিরতে চায় রোহিঙ্গারা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ওয়াহিদুজ্জামান চাকরিচ্যুত
অস্ট্রেলিয়ায় পাচারের ট্রানজিট বেছে নেয়া হয় বাংলাদেশ
বহির্বিভাগে সেবাপ্রাপ্তির অ্যাপয়েন্টমেন্ট অনলাইনে
সাহেদের অস্ত্র মামলার সাক্ষ্যগ্রহণ শুরু
অচলাবস্থার ৮ দিন পর ফেরি চলাচল শুরু হচ্ছে আজ
শিশু-উদ্ধার : দুই অপহরণকারী গ্রেফতার
জঙ্গি সন্দেহে ৪ জন গ্রেফতার
সাবেক এমপি শামছুল হকসহ চারজনের বিরুদ্ধে দুদকের মামলা
সাবরিনা-আরিফসহ ৮ জনের বিরুদ্ধে মামলায় আরও দু’জনের সাক্ষ্য
বজ্রপাতে স্কুলছাত্রসহ নিহত ৩

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২০ , ২১ মহররম ১৪৪২, ২৩ ভাদ্র ১৪২৭

সাতক্ষীরা-মাদারীপুর

সড়ক দুর্ঘটনায় শিক্ষক পুলিশসহ নিহত ৩

সংবাদ ডেস্ক |

সড়ক দুর্ঘটনায় দুই জেলায় শিক্ষক পুলিশসহ ৩ জন নিহত হয়েছে। এরমধ্যে সাতক্ষীরায় একজন শিক্ষক ও পুলিশ কর্মকর্তা এবং অপর ঘটনায় মাদারীপুর এক শিশু প্রাণ হারায় প্রতিনিধিদের পাঠানো খবরে এ তথ্য জানা গেছে।

সাতক্ষীরা : সাতক্ষীরায় পৃথক সড়ক দুর্ঘটনায় পুলিশের সহকারী উপ-পরিদর্শক ও শিক্ষক নিহত হয়েছেন। ডিউটি শেষে বুধহাটা থেকে আশাশুনি থানায় ফেরার পথে বৃহস্পতিবার সকালে চাপড়া এলাকায় সহকারী উপ-পরিদর্শক ও দুপুরে শহরের সঙ্গীতা মোড় এলাকায় ট্রাকের ধাক্কায় শিক্ষক নিহত হন।

আশাশুনি থানার ওসি গোলাম কবির জানান, সহকারী উপ-পরিদর্শক শাহ জামাল রাতে ডিউটি শেষে মোটরসাইকেলে থানায় ফিরছিলেন। চাঁপড়া এলাকায় পৌছে রাস্তায় দাঁড়িয়ে থাকা বাঁশের ট্রাকে পেছন থেকে ধাক্কা লেগে বাশ ঢুকে যায় সহকারী উপ-পরিদর্শক শাহ জামালের পেটে। দ্রুত তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় ট্রাকটিকে জব্দ করা হয়েছে এবং ট্রাক চালকসহ তিনজনকে আটক করা হয়েছে। নিহত শাহ জামালের বাড়ি যশোরের শার্শায়।

এদিকে সদর থানার ওসি আসাদুজ্জামান জানান, সাতক্ষীরা ইসলামী ব্যাংক থেকে টাকা উত্তোলন করে মোটরসাইকেলে বাড়িতে ফিরছিলেন সদর উপজেলার কাথন্ডা আলিয়া মাদ্রাসার শিক্ষক রইচউদ্দীন। সঙ্গীতা মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। সদর হাসপাতালে নেয়ায় পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

শিবচর (মাদারীপুর) : ঢাকা-খুলনা এক্সপ্রেস হাইওয়ের মাদারীপুরের শিবচরের বন্দরখোলা চৌরাস্তা এলাকায় ভুল লেন ব্যবহার করে চলাচলকারী একটি প্রাইভেটকার চাপায় এক পথচারী স্কুল ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। পুলিশ ঘাতক গাড়িটি আটক করলেও চালক পালিয়েছে। আদরের মেয়েটিকে হারিয়ে নিহতের পরিবারে চলছে শোকের মাতম। এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে উপজেলার সন্নাসীরচর ইউনিয়নের পাটকান্দি গ্রামের চাঁনমিয়ার মেয়ে ৪২নং পূর্ব সন্নাসীরচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী খাদিজা (৭) নিজেদের পালিত ছাগলের জন্য ঘাস আনতে ঢাকা-খুলনা এক্সপ্রেস হাইওয়ে পার হয়ে মাঠে যাচ্চিল। এ সময় ভাঙ্গা থেকে আসা একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-চ-৫১-৭৩০১) এক্সপ্রেসওয়ের ভুল লেন ব্যবহার করে কাঁঠালবাড়ী ঘাটের দিক আসছিল। ওই স্কুলছাত্রী শিশুটি শিবচরের বন্দরখোলা চৌরাস্তা এলাকায় আসলে ভুলে লেন ব্যবহারকারী প্রাইভেটকারটি তাকে চাপা দেয়। স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে পাঁচ্চর রয়েল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘাতক গাড়িটি আটক করেছে। তবে চালক পালিয়ে গেছে।

শিবচর হাইওয়ে থানার এসআই এম আশরাফুল আলম বলেন, মহাসড়ক পারাপার হওয়ার সময় প্রাইভেটকার চাপায় এক শিশু নিহত হয়েছে। ঘাতক গাড়িটি ঘটনাস্থলের পাশেই রেখে চালক পালিয়েছে। আমরা গাড়িটি আটক করে রেখেছি।