ওয়েব ফিল্ম ‘সোলমেট’

লাক্স তারকা বিপাশা কবির ও সাঞ্জু জন বেশ অনেক দিন ধরেই কাজ করছেন চলচ্চিত্রে। সিনেমার বাইরেও প্রায়ই তাদের দেখা যায় নানা মিউজিক ভিডিওতে। করোনায় অন্যান্যদের মতো তারাও কাজহীন ছিলেন। সম্প্রতি ফের শুরু হয়েছে সব ধরনের শুটিং। শুটিং শুরু হতেই ফের জুটি বেঁধে অভিনয় করছেন তারা। রোমান্টিক থ্রিলারধর্মী এই ওয়েব ফিল্ম ‘সোলমেট’-এ বিপাশা-সাঞ্জু জন ছাড়াও আরো থাকছেন তাসকিন আহমেদ ও সোহাগ বিশ্বাস। গত রবিবার রাজধানীর প্রিয়াঙ্কা শুটিং হাউজে ওয়েব ফিল্মটির কাজ শুরু হয়েছে। যেখানে প্রথম দিন অংশ নেন বিপাশা, তাসকিন ও সাঞ্জু জন।

ওয়েব ফিল্মটির মূল ভাবনা পরিচালক বাপ্পি খানের নিজের। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন অনামিকা ম-ল। নির্মাতা জানান, এটা আমার প্রথম ওয়েব ফিল্ম, সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করছি। তাই শুরু থেকেই গল্প নিয়ে অনেকটা সময় দিয়েছি। যাদের কাস্ট করেছি তারা প্রত্যেকেই গল্প নিয়ে তাদের সন্তুষ্টি প্রকাশ করেছেন। সত্যি বলতে এ ধরনের গল্প নিয়ে আগে এখানে কাজ হয়নি।

বিপাশা কবির বলেছেন, গল্প ও স্ক্রিপ্ট অত্যন্ত স্ট্রং। শুধু আমার চরিত্রটিই নয় স্ক্রিপ্টে প্রত্যেকটি চরিত্রকে গুরুত্ব দিয়ে উপস্থাপন করা হয়েছে। প্রতি সিকোয়েন্সে সিকোয়েন্সে সাসপেন্স। কাজটি নিয়ে আশাবাদী আমরা।

তাসকিন আহমেদ বলেন, জন ও বিপাশার সঙ্গে এইটিই আমার প্রথম কাজ। তারা দুজনই বেশ আন্তরিক ও কাজের প্রতি দায়িত্ববান। দর্শক ওয়েব সিরিজটি পছন্দ করবে।

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০ , ২২ মহররম ১৪৪২, ২৪ ভাদ্র ১৪২৭

ওয়েব ফিল্ম ‘সোলমেট’

নিজস্ব বার্তা পরিবেশক |

image

লাক্স তারকা বিপাশা কবির ও সাঞ্জু জন বেশ অনেক দিন ধরেই কাজ করছেন চলচ্চিত্রে। সিনেমার বাইরেও প্রায়ই তাদের দেখা যায় নানা মিউজিক ভিডিওতে। করোনায় অন্যান্যদের মতো তারাও কাজহীন ছিলেন। সম্প্রতি ফের শুরু হয়েছে সব ধরনের শুটিং। শুটিং শুরু হতেই ফের জুটি বেঁধে অভিনয় করছেন তারা। রোমান্টিক থ্রিলারধর্মী এই ওয়েব ফিল্ম ‘সোলমেট’-এ বিপাশা-সাঞ্জু জন ছাড়াও আরো থাকছেন তাসকিন আহমেদ ও সোহাগ বিশ্বাস। গত রবিবার রাজধানীর প্রিয়াঙ্কা শুটিং হাউজে ওয়েব ফিল্মটির কাজ শুরু হয়েছে। যেখানে প্রথম দিন অংশ নেন বিপাশা, তাসকিন ও সাঞ্জু জন।

ওয়েব ফিল্মটির মূল ভাবনা পরিচালক বাপ্পি খানের নিজের। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন অনামিকা ম-ল। নির্মাতা জানান, এটা আমার প্রথম ওয়েব ফিল্ম, সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করছি। তাই শুরু থেকেই গল্প নিয়ে অনেকটা সময় দিয়েছি। যাদের কাস্ট করেছি তারা প্রত্যেকেই গল্প নিয়ে তাদের সন্তুষ্টি প্রকাশ করেছেন। সত্যি বলতে এ ধরনের গল্প নিয়ে আগে এখানে কাজ হয়নি।

বিপাশা কবির বলেছেন, গল্প ও স্ক্রিপ্ট অত্যন্ত স্ট্রং। শুধু আমার চরিত্রটিই নয় স্ক্রিপ্টে প্রত্যেকটি চরিত্রকে গুরুত্ব দিয়ে উপস্থাপন করা হয়েছে। প্রতি সিকোয়েন্সে সিকোয়েন্সে সাসপেন্স। কাজটি নিয়ে আশাবাদী আমরা।

তাসকিন আহমেদ বলেন, জন ও বিপাশার সঙ্গে এইটিই আমার প্রথম কাজ। তারা দুজনই বেশ আন্তরিক ও কাজের প্রতি দায়িত্ববান। দর্শক ওয়েব সিরিজটি পছন্দ করবে।