ঘোড়াঘাট থানার ওসি প্রত্যাহার

রিমান্ড শেষে দুই আসামি কারাগারে

দিনাজপুরে ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবার ওপর হামলা মামলার দুই আসামি নবীরুল ইসলাম ও সান্টু চন্দ্র দাসকে সাত দিনের রিমান্ড শেষে গতকাল বিকেল ৩টায় স্বীকারোক্তিমূলক জবানবন্দির জন্য দিনাজপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইসমাইল হোসেন এর আদালতে নেয়া হয়।

আসামিদের বিরুদ্ধে নতুন করে আর কোন রিমান্ড না চাওয়ায় বিজ্ঞ আদালত আসামিদের জেলহাজতে প্রেরণ করার নির্দেশ দেন।

এদিকে ইউএনও ওয়াহিদা খানমের ওপর হামলার ঘটনায় ৯ দিন পর গতকাল ঘোড়াঘাট থানার ওসি আমিরুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর জেলার পুলিশ সুপার আনোয়ার হোসেন বিপিএম পিপিএম। বর্তমানে ওসি আমিরুল ইসলামকে রংপুর ডিআইজি রেঞ্জে নেয়া হয়েছে এবং আজিম উদ্দিন নামে নতুন ওসি ঘোড়াঘাট থানায় যোগদান করেছেন। অন্যদিকে, আজ এই মামলার মূল আসামি আসাদুলের সাত দিনের রিমান্ড শেষে তাকেও স্বীকারোক্তিমূলক জবানবন্দির জন্য একই আদালতে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন কোর্ট ইন্সপেক্টর ইসরাফিল হোসেন।

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০ , ২২ মহররম ১৪৪২, ২৪ ভাদ্র ১৪২৭

ইউএনওর ওপর হামলা

ঘোড়াঘাট থানার ওসি প্রত্যাহার

রিমান্ড শেষে দুই আসামি কারাগারে

নিজস্ব বার্তা পরিবেশক, দিনাজপুর

দিনাজপুরে ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবার ওপর হামলা মামলার দুই আসামি নবীরুল ইসলাম ও সান্টু চন্দ্র দাসকে সাত দিনের রিমান্ড শেষে গতকাল বিকেল ৩টায় স্বীকারোক্তিমূলক জবানবন্দির জন্য দিনাজপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইসমাইল হোসেন এর আদালতে নেয়া হয়।

আসামিদের বিরুদ্ধে নতুন করে আর কোন রিমান্ড না চাওয়ায় বিজ্ঞ আদালত আসামিদের জেলহাজতে প্রেরণ করার নির্দেশ দেন।

এদিকে ইউএনও ওয়াহিদা খানমের ওপর হামলার ঘটনায় ৯ দিন পর গতকাল ঘোড়াঘাট থানার ওসি আমিরুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর জেলার পুলিশ সুপার আনোয়ার হোসেন বিপিএম পিপিএম। বর্তমানে ওসি আমিরুল ইসলামকে রংপুর ডিআইজি রেঞ্জে নেয়া হয়েছে এবং আজিম উদ্দিন নামে নতুন ওসি ঘোড়াঘাট থানায় যোগদান করেছেন। অন্যদিকে, আজ এই মামলার মূল আসামি আসাদুলের সাত দিনের রিমান্ড শেষে তাকেও স্বীকারোক্তিমূলক জবানবন্দির জন্য একই আদালতে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন কোর্ট ইন্সপেক্টর ইসরাফিল হোসেন।