ফাদার রিচার্ড উইলিয়াম টিমের জীবনাবসান

বাংলাদেশের অকৃত্রিম বন্ধু নটর ডেম কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা ও সাবেক অধ্যক্ষ ফাদার রিচার্ড উইলিয়াম টিম মারা গেছেন। যুক্তরাষ্ট্রে ইন্ডিয়ানায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৯৭ বছর। কারিতাস বাংলাদেশের নির্বাহী পরিচালক রঞ্জন ফ্রান্সিস রোজারিও ফাদার টিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানান জটিলতায় ভুগছিলেন তিনি। তিনি ঢাকার নটর ডেম কলেজের প্রতিষ্ঠায় ভূমিকা পালন করেন। ১৯৭০-৭১ সালে এই কলেজের ষষ্ঠ অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। ফাদার টিম বাংলাদেশের শিক্ষার উন্নয়নে বিশেষ ভূমিকা রাখেন। মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের সহায়তা করেছিলেন তিনি। বাংলাদেশে সমাজ উন্নয়নেও তার অনেক অবদান ছিল। শিক্ষা ও সমাজ উন্নয়নে ভূমিকা রাখায় তিনি রামোন ম্যাগসেসে অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছিলেন। ফাদার টিম ১৯৫২ সালে ঢাকায় আসেন। তারপর প্রায় ৭ দশক ঢাকায় ছিলেন।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শেষে বাংলাদেশে যেসব নারী নির্যাতনের শিকার হয়েছিলেন এবং তাদের সন্তানদের পুনর্বাসন করার পরিকল্পনা মাদার তেরেসাকে জানান। ওই সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসাকে এ ব্যাপারে কাজ করার অনুমতি দেন এবং তখন থেকে মাদার তেরেসার সিস্টাররা ভারত থেকে বাংলাদেশে এসে জনসেবার কাজ শুরু করেছিলেন।

১৯৭১ সালের আগস্ট মাসে তিনি ঢাকায় ফিরে তৃণমূলের সংগঠন কারিতাসের পরিকল্পনা অফিসার হিসেবে যোগ দেন এবং যুদ্ধকালীন ক্ষতিগ্রস্ত গ্রামের প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব নেন। ফাদার টিমের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন নটর ডেম কলেজের শিক্ষকরা। একইসঙ্গে তার আত্মার শান্তি কামনা করেছেন। ফাদার টিম ১৯২৩ সালের ২ মার্চ যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানায় জন্মগ্রহণ করেন।

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২০ , ২৩ মহররম ১৪৪২, ২৫ ভাদ্র ১৪২৭

বাংলাদেশের অকৃত্রিম বন্ধু

ফাদার রিচার্ড উইলিয়াম টিমের জীবনাবসান

নিজস্ব বার্তা পরিবেশক |

বাংলাদেশের অকৃত্রিম বন্ধু নটর ডেম কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা ও সাবেক অধ্যক্ষ ফাদার রিচার্ড উইলিয়াম টিম মারা গেছেন। যুক্তরাষ্ট্রে ইন্ডিয়ানায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৯৭ বছর। কারিতাস বাংলাদেশের নির্বাহী পরিচালক রঞ্জন ফ্রান্সিস রোজারিও ফাদার টিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানান জটিলতায় ভুগছিলেন তিনি। তিনি ঢাকার নটর ডেম কলেজের প্রতিষ্ঠায় ভূমিকা পালন করেন। ১৯৭০-৭১ সালে এই কলেজের ষষ্ঠ অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। ফাদার টিম বাংলাদেশের শিক্ষার উন্নয়নে বিশেষ ভূমিকা রাখেন। মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের সহায়তা করেছিলেন তিনি। বাংলাদেশে সমাজ উন্নয়নেও তার অনেক অবদান ছিল। শিক্ষা ও সমাজ উন্নয়নে ভূমিকা রাখায় তিনি রামোন ম্যাগসেসে অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছিলেন। ফাদার টিম ১৯৫২ সালে ঢাকায় আসেন। তারপর প্রায় ৭ দশক ঢাকায় ছিলেন।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শেষে বাংলাদেশে যেসব নারী নির্যাতনের শিকার হয়েছিলেন এবং তাদের সন্তানদের পুনর্বাসন করার পরিকল্পনা মাদার তেরেসাকে জানান। ওই সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসাকে এ ব্যাপারে কাজ করার অনুমতি দেন এবং তখন থেকে মাদার তেরেসার সিস্টাররা ভারত থেকে বাংলাদেশে এসে জনসেবার কাজ শুরু করেছিলেন।

১৯৭১ সালের আগস্ট মাসে তিনি ঢাকায় ফিরে তৃণমূলের সংগঠন কারিতাসের পরিকল্পনা অফিসার হিসেবে যোগ দেন এবং যুদ্ধকালীন ক্ষতিগ্রস্ত গ্রামের প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব নেন। ফাদার টিমের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন নটর ডেম কলেজের শিক্ষকরা। একইসঙ্গে তার আত্মার শান্তি কামনা করেছেন। ফাদার টিম ১৯২৩ সালের ২ মার্চ যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানায় জন্মগ্রহণ করেন।