বাজারে ইন্টেল ১০ম জেনারেশন এবং এএমডি তৃতীয় জেনারেশন সমর্থিত গিগাবাইট বি৫৫০ মাদারবোর্ড

স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড বাংলাদেশের বাজারে নিয়ে এলো মাদারবোর্ড ও গ্রাফিক্স কার্ড নির্মাতা প্রতিষ্ঠান গিগাবাইট নির্মিত ইন্টেল ১০ম জেনারেশন এবং এএমডি তৃতীয় জেনারেশন সমর্থিত বি৫৫০ পরিবারের মাদারবোর্ড।

গিগাবাইট ইন্টেল ১০ম জেনারেশন সমর্থিত মাদারবোর্ডগুলো পাওয়া যাচ্ছে গিগাবাইট এবং অওরাস জি৪৯০, বি৪৬০ এবং এইচ৪৭০ চিপসেট ভ্যারিয়েন্টে। মাদারবোর্ডগুলোতে গ্রাহকরা উপভোগ করতে পারবেন ডিডিআর৪ র?্যামের সক্ষমতা। সঙ্গে থাকছে আরজিবি ফিউশন ২.০ ও স্মার্ট কুলিং টেকনোলজি সুবিধা।

অন্যদিকে এএমডি এর তৃতীয় জেনারেশন প্রসেসর সক্ষম বি৫৫০ মাদারবোর্ডটি পাওয়া যাচ্ছে বি৫৫০ ভিশন, প্রো, এলিট, ডিএস৩এইচ, এস২এইচ মডেলে। মাদারবোর্ডগুলোতে থাকছে পিসিআই এক্সপ্রেস ৪.০ সক্ষমতা। এর আরজিবি ফিউশন ২.০ টেকনোলজি ব্যবহারকারীকে যেকোন আরজিবি পন্যে ১৬.৭ মিলিয়ন কালার কম্বিনেশনের সক্ষমতা দিবে। সংবাদ বিজ্ঞপ্তি।

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২০ , ২৩ মহররম ১৪৪২, ২৫ ভাদ্র ১৪২৭

বাজারে ইন্টেল ১০ম জেনারেশন এবং এএমডি তৃতীয় জেনারেশন সমর্থিত গিগাবাইট বি৫৫০ মাদারবোর্ড

image

স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড বাংলাদেশের বাজারে নিয়ে এলো মাদারবোর্ড ও গ্রাফিক্স কার্ড নির্মাতা প্রতিষ্ঠান গিগাবাইট নির্মিত ইন্টেল ১০ম জেনারেশন এবং এএমডি তৃতীয় জেনারেশন সমর্থিত বি৫৫০ পরিবারের মাদারবোর্ড।

গিগাবাইট ইন্টেল ১০ম জেনারেশন সমর্থিত মাদারবোর্ডগুলো পাওয়া যাচ্ছে গিগাবাইট এবং অওরাস জি৪৯০, বি৪৬০ এবং এইচ৪৭০ চিপসেট ভ্যারিয়েন্টে। মাদারবোর্ডগুলোতে গ্রাহকরা উপভোগ করতে পারবেন ডিডিআর৪ র?্যামের সক্ষমতা। সঙ্গে থাকছে আরজিবি ফিউশন ২.০ ও স্মার্ট কুলিং টেকনোলজি সুবিধা।

অন্যদিকে এএমডি এর তৃতীয় জেনারেশন প্রসেসর সক্ষম বি৫৫০ মাদারবোর্ডটি পাওয়া যাচ্ছে বি৫৫০ ভিশন, প্রো, এলিট, ডিএস৩এইচ, এস২এইচ মডেলে। মাদারবোর্ডগুলোতে থাকছে পিসিআই এক্সপ্রেস ৪.০ সক্ষমতা। এর আরজিবি ফিউশন ২.০ টেকনোলজি ব্যবহারকারীকে যেকোন আরজিবি পন্যে ১৬.৭ মিলিয়ন কালার কম্বিনেশনের সক্ষমতা দিবে। সংবাদ বিজ্ঞপ্তি।