ম্যাক্রোঁকে এরদোগানের সতর্কবাণী তুরস্কের সঙ্গে গোলমাল না করতে

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে হুশিয়ারি দিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, তুরস্কের জনগণের সঙ্গে গোলমাল করতে আসবেন না। শনিবার ইস্তাম্বুল শহর থেকে টেলিভিশনে দেয়া ভাষণে বলেছেন এরদোগান। আগস্টে গ্যাস অনুসন্ধানে ভূমধ্যসাগরে একটি অনুসন্ধানী জাহাজ এবং এর সঙ্গে ছোটখাটো একটি যুদ্ধজাহাজের বহর পাঠায় তুরস্ক। সাগরের ওই এলাকাটিকে নিজেদের বলে দাবি করে গ্রিস। তুরস্ক বলছে, সেখানে গবেষণার সমান অধিকার রয়েছে তাদেরও। এ নিয়ে প্রায় যুদ্ধ অবস্থা বিরাজ করছে দুই দেশের মধ্যে। বিরোধের মধ্যে অঞ্চলটিতে একাধিকবার সামরিক মহড়া চালিয়েছে তুরস্ক। গ্রিসও তাদের সামরিক শক্তি বাড়াতে বিশাল কর্মসূচি হাতে নিয়েছে। আল-জাজিরা।

গত শনিবার ইস্তাম্বুলের গণমাধ্যমে প্রকাশিত এক ভাষণে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁর উদ্দেশ্যে এরদোগান বলেছেন, ‘গণ্ডগোল হলে আমার সঙ্গে আপনার আরও অনেক সমস্যা হবে। তুর্কি জনগণের এবং তুরস্কের সঙ্গে গণ্ডগোল করবেন না।’ তুরস্কের সমালোচনার কোন অধিকার ফ্রান্সের নেই বলে মন্তব্য করেন তুর্কি প্রেসিডেন্ট।

পূর্ব ভূমধ্যসাগরে তেল-গ্যাসের অনুসন্ধান কার্যক্রম নিয়ে গ্রিসের সঙ্গে যখন তুরস্কের প্রচণ্ড সামরিক উত্তেজনা চলছে তখন এ হুশিয়ারি দিলেন এরদোগান। দ্বন্দ্বের ঘটনায় গ্রিসের পক্ষ নিয়েছে ফ্রান্স। এছাড়া ইউরোপীয় দেশগুলোকে তুরস্কের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন তিনি। এ নিয়ে ন্যাটোভুক্ত দুই সদস্য দেশ তুরস্ক ও ফ্রান্সের মধ্যে উত্তেজনা বিরাজ করছে এ সময়ে। অন্যদিকে গ্রিস তুরস্কের জাহাজকে নজরদারি করার জন্য তার সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছে। গত শুক্রবার ফরাসি প্রেসিডেন্ট বলেছেন, ইউরোপকে এরদোগানের সরকারের কর্মকাণ্ড নিয়ে আরও ‘পরিষ্কার ও দৃঢ়’ হতে হবে। ভূমধ্যসাগরীয় তুরস্কের সঙ্গে সাম্প্রতিক দ্বন্দ্বের জেরে গ্রিসের পক্ষে ফ্রান্স বলেছে লিবিয়ার ওপর অস্ত্র নিষেধাজ্ঞা নিয়েও বিরোধ চলছে ফ্রান্স-তুরস্কের মধ্যে। তুর্কি প্রেসিডেন্টকে ‘রেড লাইন’ অতিক্রম না করতে সতর্ক করে দিয়ে ম্যাক্রোঁ ইতোমধ্যেই পূর্ব ভূমধ্যসাগরের বিরোধপূর্ণ অঞ্চলে রণতরী ও যুদ্ধবিমান পাঠিয়েছে ফ্রান্স।

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২০ , ২৪ মহররম ১৪৪২, ২৬ ভাদ্র ১৪২৭

ম্যাক্রোঁকে এরদোগানের সতর্কবাণী তুরস্কের সঙ্গে গোলমাল না করতে

image

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ -রয়টার্স

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে হুশিয়ারি দিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, তুরস্কের জনগণের সঙ্গে গোলমাল করতে আসবেন না। শনিবার ইস্তাম্বুল শহর থেকে টেলিভিশনে দেয়া ভাষণে বলেছেন এরদোগান। আগস্টে গ্যাস অনুসন্ধানে ভূমধ্যসাগরে একটি অনুসন্ধানী জাহাজ এবং এর সঙ্গে ছোটখাটো একটি যুদ্ধজাহাজের বহর পাঠায় তুরস্ক। সাগরের ওই এলাকাটিকে নিজেদের বলে দাবি করে গ্রিস। তুরস্ক বলছে, সেখানে গবেষণার সমান অধিকার রয়েছে তাদেরও। এ নিয়ে প্রায় যুদ্ধ অবস্থা বিরাজ করছে দুই দেশের মধ্যে। বিরোধের মধ্যে অঞ্চলটিতে একাধিকবার সামরিক মহড়া চালিয়েছে তুরস্ক। গ্রিসও তাদের সামরিক শক্তি বাড়াতে বিশাল কর্মসূচি হাতে নিয়েছে। আল-জাজিরা।

গত শনিবার ইস্তাম্বুলের গণমাধ্যমে প্রকাশিত এক ভাষণে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁর উদ্দেশ্যে এরদোগান বলেছেন, ‘গণ্ডগোল হলে আমার সঙ্গে আপনার আরও অনেক সমস্যা হবে। তুর্কি জনগণের এবং তুরস্কের সঙ্গে গণ্ডগোল করবেন না।’ তুরস্কের সমালোচনার কোন অধিকার ফ্রান্সের নেই বলে মন্তব্য করেন তুর্কি প্রেসিডেন্ট।

পূর্ব ভূমধ্যসাগরে তেল-গ্যাসের অনুসন্ধান কার্যক্রম নিয়ে গ্রিসের সঙ্গে যখন তুরস্কের প্রচণ্ড সামরিক উত্তেজনা চলছে তখন এ হুশিয়ারি দিলেন এরদোগান। দ্বন্দ্বের ঘটনায় গ্রিসের পক্ষ নিয়েছে ফ্রান্স। এছাড়া ইউরোপীয় দেশগুলোকে তুরস্কের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন তিনি। এ নিয়ে ন্যাটোভুক্ত দুই সদস্য দেশ তুরস্ক ও ফ্রান্সের মধ্যে উত্তেজনা বিরাজ করছে এ সময়ে। অন্যদিকে গ্রিস তুরস্কের জাহাজকে নজরদারি করার জন্য তার সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছে। গত শুক্রবার ফরাসি প্রেসিডেন্ট বলেছেন, ইউরোপকে এরদোগানের সরকারের কর্মকাণ্ড নিয়ে আরও ‘পরিষ্কার ও দৃঢ়’ হতে হবে। ভূমধ্যসাগরীয় তুরস্কের সঙ্গে সাম্প্রতিক দ্বন্দ্বের জেরে গ্রিসের পক্ষে ফ্রান্স বলেছে লিবিয়ার ওপর অস্ত্র নিষেধাজ্ঞা নিয়েও বিরোধ চলছে ফ্রান্স-তুরস্কের মধ্যে। তুর্কি প্রেসিডেন্টকে ‘রেড লাইন’ অতিক্রম না করতে সতর্ক করে দিয়ে ম্যাক্রোঁ ইতোমধ্যেই পূর্ব ভূমধ্যসাগরের বিরোধপূর্ণ অঞ্চলে রণতরী ও যুদ্ধবিমান পাঠিয়েছে ফ্রান্স।