দশমিনায় যেনতেন সড়ক নির্মাণ কাজ বন্ধ করল এলাকাবাসী

পটুয়াখালীর দশমিনা উপজেলার বহরমপুর ইউনিয়নে নিম্নমানের ইট ও এবং বালুর পরিবর্তে মাটি দিয়ে সড়ক নির্মাণ করার অভিযোগে এলাকাবাসী নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে। জানা যায়, উপজেলার বহরমপুর ইউনিয়নের নেহালগঞ্জ বাজার থেকে আদমপুর হয়ে দশমিনা-বাউফল প্রধান সড়কের খায়গোপুল পর্যন্ত সড়কের নির্মাণ কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান ইভা কনস্ট্রাকশন। নির্মাণ কাজে নিম্নমানের ইট ও বালুর পরিবর্তে কাদামাটি দিয়ে কাজ করার অভিযোগ ওঠে। বিষয়টি এলাকাবাসী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রবিউল ইসলামকে অবহিত করলে তিনি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। গত শনিবার পুনরায় কাজ শুরু করলে স্থানীয়রা বাধা দেয়। এই ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. তানিয়া ফেরদৌস জানান, অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। তবে ঠিকাদারি প্রতিষ্ঠান ইভা কনস্ট্রাকশনের মালিক শামিম হোসেন জানায়, কাজে কোন অনিয়ম করা হচ্ছে না।

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২০ , ২৫ মহররম ১৪৪২, ২৭ ভাদ্র ১৪২৭

দশমিনায় যেনতেন সড়ক নির্মাণ কাজ বন্ধ করল এলাকাবাসী

প্রতিনিধি, দশমিনা (পটুয়াখালী)

image

পটুয়াখালীর দশমিনা উপজেলার বহরমপুর ইউনিয়নে নিম্নমানের ইট ও এবং বালুর পরিবর্তে মাটি দিয়ে সড়ক নির্মাণ করার অভিযোগে এলাকাবাসী নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে। জানা যায়, উপজেলার বহরমপুর ইউনিয়নের নেহালগঞ্জ বাজার থেকে আদমপুর হয়ে দশমিনা-বাউফল প্রধান সড়কের খায়গোপুল পর্যন্ত সড়কের নির্মাণ কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান ইভা কনস্ট্রাকশন। নির্মাণ কাজে নিম্নমানের ইট ও বালুর পরিবর্তে কাদামাটি দিয়ে কাজ করার অভিযোগ ওঠে। বিষয়টি এলাকাবাসী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রবিউল ইসলামকে অবহিত করলে তিনি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। গত শনিবার পুনরায় কাজ শুরু করলে স্থানীয়রা বাধা দেয়। এই ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. তানিয়া ফেরদৌস জানান, অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। তবে ঠিকাদারি প্রতিষ্ঠান ইভা কনস্ট্রাকশনের মালিক শামিম হোসেন জানায়, কাজে কোন অনিয়ম করা হচ্ছে না।