৬ দেশকে যৌথ সামরিক মহড়ায়

যৌথ সামরিক মহড়ায় বেশ কিছু দেশকে আমন্ত্রণ জানিয়েছে রাশিয়া। ককেশাস-২০২০ সামরিক মহড়ায় অংশ নিতে ছয়টি দেশকে রাশিয়ার পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে। মহড়াটি চলবে ২১-২৬ সেপ্টেম্বর পর্যন্ত। সিএনএন।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এ যৌথ সামরিক মহড়ায় ইরান, চীন, পাকিস্তান, বেলারুশ, আর্মেনিয়া ও মিয়ানমারকে অংশ নেয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। নিজের দেশে চলমান বিক্ষোভ-প্রতিবাদের মধ্যেই রাশিয়ায় পা রেখেছেন বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো। এই সফরে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন। একটি ফ্লাইট ট্র্যাকিং ডেটা থেকে আলেক্সান্ডার লুকাশেঙ্কোর রাশিয়া সফর সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে বলে আল জাজিরার এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আজারবাইজান, কাজাখস্তান ও তাজিকিস্তানসহ আরও ছয়টি দেশের প্রতিনিধিরা পর্যবেক্ষক হিসেবে উপস্থিত থাকবেন। রাশিয়ার নেতৃত্বে এই মহড়ায়। ৮০ হাজার সেনা অংশ নেবেন এ সামরিক মহড়াটিতে।

রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত সংক্রান্ত বিষয়গুলো মহড়ায় গুরুত্ব পাবে। গতকালের প্রতিবেদনে প্রকাশিত চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যৌথ মহড়ায় প্রতিরক্ষা কৌশল রপ্ত করার ওপর বিশেষ জোর দেয়া হবে।

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২০ , ২৫ মহররম ১৪৪২, ২৭ ভাদ্র ১৪২৭

রাশিয়ার আমন্ত্রণ

৬ দেশকে যৌথ সামরিক মহড়ায়

যৌথ সামরিক মহড়ায় বেশ কিছু দেশকে আমন্ত্রণ জানিয়েছে রাশিয়া। ককেশাস-২০২০ সামরিক মহড়ায় অংশ নিতে ছয়টি দেশকে রাশিয়ার পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে। মহড়াটি চলবে ২১-২৬ সেপ্টেম্বর পর্যন্ত। সিএনএন।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এ যৌথ সামরিক মহড়ায় ইরান, চীন, পাকিস্তান, বেলারুশ, আর্মেনিয়া ও মিয়ানমারকে অংশ নেয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। নিজের দেশে চলমান বিক্ষোভ-প্রতিবাদের মধ্যেই রাশিয়ায় পা রেখেছেন বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো। এই সফরে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন। একটি ফ্লাইট ট্র্যাকিং ডেটা থেকে আলেক্সান্ডার লুকাশেঙ্কোর রাশিয়া সফর সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে বলে আল জাজিরার এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আজারবাইজান, কাজাখস্তান ও তাজিকিস্তানসহ আরও ছয়টি দেশের প্রতিনিধিরা পর্যবেক্ষক হিসেবে উপস্থিত থাকবেন। রাশিয়ার নেতৃত্বে এই মহড়ায়। ৮০ হাজার সেনা অংশ নেবেন এ সামরিক মহড়াটিতে।

রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত সংক্রান্ত বিষয়গুলো মহড়ায় গুরুত্ব পাবে। গতকালের প্রতিবেদনে প্রকাশিত চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যৌথ মহড়ায় প্রতিরক্ষা কৌশল রপ্ত করার ওপর বিশেষ জোর দেয়া হবে।