আইএসও ২৭০০১ : ২০১৩ সার্টিফিকেট অর্জন করেছে সিনেসিস আইটি

আইসিটি এবং ই-গভর্নেন্স, টেলি-হেল্?থ এবং কল সেন্টার সলিউশন সেবার বাংলাদেশি প্রতিষ্ঠান সিনেসিস আইটি সম্প্রতি আইএসও ২৭০০১:২০১৩ সার্টিফিকেট অর্জন করেছে। এই সার্টিফিকেটটি পরামর্শক প্রতিষ্ঠানের প্রতিনিধি সাইফুল ইসলাম মানিক সিনেসিস আইটি’র ব্যবস্থাপনা পরিচালক সোহরাব আহমেদ চৌধুরী’র কাছে হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন সিনেসিস আইটি’র পরিচালক মোঃ হারুন-উর-রশিদ, সিনেসিস হেল্?থ বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. নিজাম উদ্দিন আহম্মেদ, জিএম এবং বিভাগীয় প্রধান (ব্যবসা) তানভীর আলম এবং প্রজেক্ট ম্যানেজার মো. নূর-এ-আলম প্রমুখ। উল্লেখ্য, সিনেসিস আইটি এর আগে সিএমএমআই লেভেল ৩ সার্টিফিকেশন এর স্বীকৃতি লাভ করেছে যা সফটওয়্যার ডেভেলপমেন্টে আন্তর্জাতিক মানের সক্ষমতার স্বীকৃতিস্বরূপ দেওয়া হয়ে থাকে। সংবাদ বিজ্ঞপ্তি।

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২০ , ২৮ মহররম ১৪৪২, ৩০ ভাদ্র ১৪২৭

আইএসও ২৭০০১ : ২০১৩ সার্টিফিকেট অর্জন করেছে সিনেসিস আইটি

image

আইসিটি এবং ই-গভর্নেন্স, টেলি-হেল্?থ এবং কল সেন্টার সলিউশন সেবার বাংলাদেশি প্রতিষ্ঠান সিনেসিস আইটি সম্প্রতি আইএসও ২৭০০১:২০১৩ সার্টিফিকেট অর্জন করেছে। এই সার্টিফিকেটটি পরামর্শক প্রতিষ্ঠানের প্রতিনিধি সাইফুল ইসলাম মানিক সিনেসিস আইটি’র ব্যবস্থাপনা পরিচালক সোহরাব আহমেদ চৌধুরী’র কাছে হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন সিনেসিস আইটি’র পরিচালক মোঃ হারুন-উর-রশিদ, সিনেসিস হেল্?থ বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. নিজাম উদ্দিন আহম্মেদ, জিএম এবং বিভাগীয় প্রধান (ব্যবসা) তানভীর আলম এবং প্রজেক্ট ম্যানেজার মো. নূর-এ-আলম প্রমুখ। উল্লেখ্য, সিনেসিস আইটি এর আগে সিএমএমআই লেভেল ৩ সার্টিফিকেশন এর স্বীকৃতি লাভ করেছে যা সফটওয়্যার ডেভেলপমেন্টে আন্তর্জাতিক মানের সক্ষমতার স্বীকৃতিস্বরূপ দেওয়া হয়ে থাকে। সংবাদ বিজ্ঞপ্তি।