নেতানিয়াহু নোবেল শান্তির মনোনয়ন পেলেন

এবার নোবেল শান্তি পুরস্কারে মনোনয়ন পেলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। প্রেসিডেন্ট ট্রাম্পের পর তিনি নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন এবার। ১৬ সেপ্টেম্বর ইতালির অ্যান্টি-মাইগ্রেন্ট লিগ পার্টির সদস্য পাওলো গ্রিমোলদি টুইট বার্তায় এ তথ্য জানান। জেরুজালেম পোস্ট।

সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের সঙ্গে ইসরায়েলের সম্পর্কোন্নয়ন চুক্তি করায় ট্রাম্পকে এ মনোনয়ন দেয়া হয়। একই কারণে নেতানিয়াহুকেও মনোনয়ন দেয়া হয়েছে। টুইটে গ্রিমোলদি বলেন, এ বছর শান্তিতে নোবেল পুরস্কারের জন্য নেতানিয়াহুর নাম প্রস্তাব করেছি। প্রতি বছর বিভিন্ন দেশের আইনপ্রণেতা, সরকারের সদস্য ও শিক্ষাবিদরা নোবেল পুরস্কারের জন্য শত শত ব্যক্তির নাম প্রস্তাব করেন। এরপর সাধারণত অক্টোবরে পুরস্কারজয়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম ঘোষণা করে নরওয়েজিয়ান নোবেল কমিটি। ২০১৯-এ শান্তিতে নোবেল পেয়েছিলেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ।

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২০ , ২৯ মহররম ১৪৪২, ০১ আশ্বিন ১৪২৭

নেতানিয়াহু নোবেল শান্তির মনোনয়ন পেলেন

image

এবার নোবেল শান্তি পুরস্কারে মনোনয়ন পেলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। প্রেসিডেন্ট ট্রাম্পের পর তিনি নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন এবার। ১৬ সেপ্টেম্বর ইতালির অ্যান্টি-মাইগ্রেন্ট লিগ পার্টির সদস্য পাওলো গ্রিমোলদি টুইট বার্তায় এ তথ্য জানান। জেরুজালেম পোস্ট।

সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের সঙ্গে ইসরায়েলের সম্পর্কোন্নয়ন চুক্তি করায় ট্রাম্পকে এ মনোনয়ন দেয়া হয়। একই কারণে নেতানিয়াহুকেও মনোনয়ন দেয়া হয়েছে। টুইটে গ্রিমোলদি বলেন, এ বছর শান্তিতে নোবেল পুরস্কারের জন্য নেতানিয়াহুর নাম প্রস্তাব করেছি। প্রতি বছর বিভিন্ন দেশের আইনপ্রণেতা, সরকারের সদস্য ও শিক্ষাবিদরা নোবেল পুরস্কারের জন্য শত শত ব্যক্তির নাম প্রস্তাব করেন। এরপর সাধারণত অক্টোবরে পুরস্কারজয়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম ঘোষণা করে নরওয়েজিয়ান নোবেল কমিটি। ২০১৯-এ শান্তিতে নোবেল পেয়েছিলেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ।