নন্দীগ্রামে হত্যা মামলার আসামির রহস্য মৃত্যু

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় বৃহস্পতিবার রাতে আকমল হোসেন(৩২) নামে এক হত্যা মামলার আসামির রহস্যজনক মৃত্যু হয়েছে। সে বগুড়া সদরের বানদিঘী এলাকার একটি হত্যা মামলায় অভিযুক্ত ছিল। সে শহরের ঠনঠনিয়া এলাকায় বসবাস করত। পুলিশ নন্দীগ্রাম উপজেলার হাটকড়ই বাজার থেকে রাতে তার মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হতে পারে। মোটরসাইকেলে আরোহী হিসেবে সে নন্দীগ্রামে গিয়েছিল। তবে কার সঙ্গে সে ছিল সে বিষয়ে কিছু জানা যায়নি। তবে তার চাচাত ভাই আপেল মাহমুদ জানিয়েছেন, তার ভাই বানদিঘী এলাকার একটি হত্যা মামলায় অভিযুক্ত। গত বৃহস্পতিবার সে ওই মামলায় হাজিরা দিয়েছিল। বিকেলে বাড়ি থেকে বের হওয়ার পর আকমল স্ত্রীকে সন্ধ্যায় মোবাইল ফোনে জানায়, সে নন্দীগ্রামে। তার অভিযোগ ২ জন তার ভাইকে মোটরসাইকেলে নিয়ে গিয়ে হত্যা করেছে। তবে নন্দীগ্রাম থানার ওসি শওকত কবির জানিয়েছেন, নিহত ব্যক্তির শরীরে আঘাতের চিহ্ন নেই। তবে পরিবারের সন্দেহ হওয়ায় মরদেহ ময়নাতদন্তের ব্যবস্থা নেয়া হয়েছে।

রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২০ , ৩০ মহররম ১৪৪২, ০২ আশ্বিন ১৪২৭

নন্দীগ্রামে হত্যা মামলার আসামির রহস্য মৃত্যু

বগুড়া, প্রতিনিধি

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় বৃহস্পতিবার রাতে আকমল হোসেন(৩২) নামে এক হত্যা মামলার আসামির রহস্যজনক মৃত্যু হয়েছে। সে বগুড়া সদরের বানদিঘী এলাকার একটি হত্যা মামলায় অভিযুক্ত ছিল। সে শহরের ঠনঠনিয়া এলাকায় বসবাস করত। পুলিশ নন্দীগ্রাম উপজেলার হাটকড়ই বাজার থেকে রাতে তার মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হতে পারে। মোটরসাইকেলে আরোহী হিসেবে সে নন্দীগ্রামে গিয়েছিল। তবে কার সঙ্গে সে ছিল সে বিষয়ে কিছু জানা যায়নি। তবে তার চাচাত ভাই আপেল মাহমুদ জানিয়েছেন, তার ভাই বানদিঘী এলাকার একটি হত্যা মামলায় অভিযুক্ত। গত বৃহস্পতিবার সে ওই মামলায় হাজিরা দিয়েছিল। বিকেলে বাড়ি থেকে বের হওয়ার পর আকমল স্ত্রীকে সন্ধ্যায় মোবাইল ফোনে জানায়, সে নন্দীগ্রামে। তার অভিযোগ ২ জন তার ভাইকে মোটরসাইকেলে নিয়ে গিয়ে হত্যা করেছে। তবে নন্দীগ্রাম থানার ওসি শওকত কবির জানিয়েছেন, নিহত ব্যক্তির শরীরে আঘাতের চিহ্ন নেই। তবে পরিবারের সন্দেহ হওয়ায় মরদেহ ময়নাতদন্তের ব্যবস্থা নেয়া হয়েছে।