শেষ হলো ‘অরুপার গল্প’

সম্প্রতি চিত্র ধারণের কাজ শেষ হলো একক নাটক ‘অরুপার গল্পের’ এর। অঞ্জন আইচের রচনায় নাটকটি পরিচালনা করেছেন নির্মাতা দিপু হাজরা, এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, তাসনুভা তৃষা, সমাপ্তি মাসউক, সূচনা আজাদ, মীর শহীদ, পিপুলী ইসলাম, ফকির মাহমুদ জাকির, সরকার আরিফুল ইসলাম, কাশেম প্রধান, আবুল হোসেন প্রমুখ। গল্পে দেখা যায় অরুপার বিয়ের সব ঠিকঠাক, ছেলে কানাডা প্রবাসী। কিন্তু এ বিয়েতে অরুপা একদমই রাজি না। তার পরও বিয়ের দিন এগিয়ে আসতে থাকে। অরুপা তার হবু বরকে নিয়ে একদিন ঘুরতে বের হয়। ঢাকার একটু বাহিরে, খুব সুন্দর একটি জায়গায়, হঠাৎ তাদের গাড়ি নষ্ট হয়ে যায় আর তখন সেখানে এসে উপস্থিত হয় একদল মাস্তান। তাদের দেখে অরুপাকে ফেলে পালিয়ে যায় তার হবু স্বামী। অরুপাকে যিম্মি করে মাস্তানরা। কিন্ত কিছুক্ষণ পর নিজেকে সামলে নিয়ে মাস্তানদের হাত থেকে পালায় অরুপা। সামনে পড়ে যায় অর্ক। অরুপাকে নিয়ে যায় অর্কের বাড়িতে। কিন্ত নির্জন এই জায়গায় একমাত্র এই বাড়িটাই আছে। শুন শান নীরবতা। বাড়ীতে নেই কোন লোক। বেশ অবাক হয় অরুপা। এ ভাবেই চলতে থাকে ‘অরুপার গল্প’ নাটকের গল্প। বিটুআই ভিশনের প্রযোজনায় নির্মিত নাটকটি আসছে মাসের শুরুতে একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচারের কথা রয়েছে।

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২০ , ০২ মহররম ১৪৪২, ০৪ আশ্বিন ১৪২৭

শেষ হলো ‘অরুপার গল্প’

নিজস্ব বার্তা পরিবেশক |

image

সম্প্রতি চিত্র ধারণের কাজ শেষ হলো একক নাটক ‘অরুপার গল্পের’ এর। অঞ্জন আইচের রচনায় নাটকটি পরিচালনা করেছেন নির্মাতা দিপু হাজরা, এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, তাসনুভা তৃষা, সমাপ্তি মাসউক, সূচনা আজাদ, মীর শহীদ, পিপুলী ইসলাম, ফকির মাহমুদ জাকির, সরকার আরিফুল ইসলাম, কাশেম প্রধান, আবুল হোসেন প্রমুখ। গল্পে দেখা যায় অরুপার বিয়ের সব ঠিকঠাক, ছেলে কানাডা প্রবাসী। কিন্তু এ বিয়েতে অরুপা একদমই রাজি না। তার পরও বিয়ের দিন এগিয়ে আসতে থাকে। অরুপা তার হবু বরকে নিয়ে একদিন ঘুরতে বের হয়। ঢাকার একটু বাহিরে, খুব সুন্দর একটি জায়গায়, হঠাৎ তাদের গাড়ি নষ্ট হয়ে যায় আর তখন সেখানে এসে উপস্থিত হয় একদল মাস্তান। তাদের দেখে অরুপাকে ফেলে পালিয়ে যায় তার হবু স্বামী। অরুপাকে যিম্মি করে মাস্তানরা। কিন্ত কিছুক্ষণ পর নিজেকে সামলে নিয়ে মাস্তানদের হাত থেকে পালায় অরুপা। সামনে পড়ে যায় অর্ক। অরুপাকে নিয়ে যায় অর্কের বাড়িতে। কিন্ত নির্জন এই জায়গায় একমাত্র এই বাড়িটাই আছে। শুন শান নীরবতা। বাড়ীতে নেই কোন লোক। বেশ অবাক হয় অরুপা। এ ভাবেই চলতে থাকে ‘অরুপার গল্প’ নাটকের গল্প। বিটুআই ভিশনের প্রযোজনায় নির্মিত নাটকটি আসছে মাসের শুরুতে একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচারের কথা রয়েছে।