মিসরে সিসির পদত্যাগ দাবিতে বিক্ষোভ: পুলিশের গাড়িতে আগুন

মিসরের সাবেক সেনাপ্রধান ও বর্তমান প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল সিসির পদত্যাগ দাবিতে বিক্ষোভ হয়েছে। কঠোর নিরাপত্তা ব্যবস্থার ভিতর দিয়ে এই বিক্ষোভে পুড়িয়ে দেয়া হয়েছে পুলিশের গাড়ি। পুলিশের দিকে ছোড়া হয়েছে ইটপাটকেল। আল জাজিরা।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, রোববার গির্জায় অবস্থিত মিসরের গভর্নরেটের রাস্তায় বিক্ষোভ করেন বিপুলসংখ্যক মানুষ। আগে থেকেই সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছিল। বিক্ষোভের ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তাতে দেখা যায়, বিক্ষোভকারীরা আল সিসির পদত্যাগ দাবি করে স্লোগান দিচ্ছেন। তাদের হাতে ব্যানার ও প্ল্যাকার্ড।

উল্লেখ্য, আগের বছর একই রকম বিক্ষোভ হয়েছিল মিসরে। তার প্রথম বছর পূর্তিতে রোববার সরকার বিরোধী বিক্ষোভ আহ্বান করেন সেনাবাহিনীর সাবেক কন্ট্রাক্টর মোহামেদ আলী। তার এ আহ্বানের ফলে মিশরে নেয়া হয় উচ্চ সতর্কতা। গত বছর এমন বিক্ষোভে মিসরের বিভিন্ন শহরে অংশ নেন হাজার হাজার মানুষ। তাতে প্রকাশিত হয় কি পরিমাণ ভিন্নমতের অবস্থান এখনও মিশরে। ওই বিক্ষোভ থেকেও আল সিসির পদত্যাগ দাবি করা হয়েছিল। জবাবে কর্তৃপক্ষ সবচেয়ে বড় দমনপীড়ন শুরু করে বলে দাবি করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। তাদের দাবি, এতে কমপক্ষে ২৩০০ মানুষকে আটক করা হয়।

জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় মিশরের ক্ষমতাসীন সরকারের উপর জনগণের অসন্তোষ ক্রমশ বাড়ছে। তার ওপর ২০১৬ সালে আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে ১২০০ কোটি ডলারের ঋণের বিনিময়ে খরচ কমানোর পরিকল্পনা বাস্তবায়ন করে আসছে সিসি সরকা। বর্তমানে প্রতি তিনজনের একজন মিসরীয় দারিদ্র্যসীমার নিচে বাস করছে। এমন অবস্থায় মোহাম্মদ আলী নামের সিসি বিরোধী একজন নির্বাসিত ব্যবসায়ী অনলাইনে প্রতিবাদের ডাক দেন। শুক্রবার সব গুরুত্বপূর্ণ চত্বরে মিসরীয়রা যাতে লাখে লাখে সিসির বিরুদ্ধে র‌্যালিতে যোগ দেন সেই আহবান জানিয়ে তিনি গত সপ্তাহে এক ভিডিও পোস্ট করেন। ফেসবুকে এই আবেদনে তিনি বলেন, ‘এটা জনগণের বিক্ষোভ...আমাদের সবাইকে এক হয়ে যেতে হবে... এবং সংগঠিতভাবে প্রধান চত্বরগুলোতে জড়ো হতে হবে। সিসি এবং সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও তোলেন তিনি। তার এই ভিডিও দ্রুতই ভাইরাল হয়ে যায়।

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২০ , ০২ মহররম ১৪৪২, ০৪ আশ্বিন ১৪২৭

মিসরে সিসির পদত্যাগ দাবিতে বিক্ষোভ: পুলিশের গাড়িতে আগুন

image

মিসরের প্রেসিডেন্ট আব্দুল ফাতাহ আল সিসি আল-জাজিরা

মিসরের সাবেক সেনাপ্রধান ও বর্তমান প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল সিসির পদত্যাগ দাবিতে বিক্ষোভ হয়েছে। কঠোর নিরাপত্তা ব্যবস্থার ভিতর দিয়ে এই বিক্ষোভে পুড়িয়ে দেয়া হয়েছে পুলিশের গাড়ি। পুলিশের দিকে ছোড়া হয়েছে ইটপাটকেল। আল জাজিরা।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, রোববার গির্জায় অবস্থিত মিসরের গভর্নরেটের রাস্তায় বিক্ষোভ করেন বিপুলসংখ্যক মানুষ। আগে থেকেই সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছিল। বিক্ষোভের ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তাতে দেখা যায়, বিক্ষোভকারীরা আল সিসির পদত্যাগ দাবি করে স্লোগান দিচ্ছেন। তাদের হাতে ব্যানার ও প্ল্যাকার্ড।

উল্লেখ্য, আগের বছর একই রকম বিক্ষোভ হয়েছিল মিসরে। তার প্রথম বছর পূর্তিতে রোববার সরকার বিরোধী বিক্ষোভ আহ্বান করেন সেনাবাহিনীর সাবেক কন্ট্রাক্টর মোহামেদ আলী। তার এ আহ্বানের ফলে মিশরে নেয়া হয় উচ্চ সতর্কতা। গত বছর এমন বিক্ষোভে মিসরের বিভিন্ন শহরে অংশ নেন হাজার হাজার মানুষ। তাতে প্রকাশিত হয় কি পরিমাণ ভিন্নমতের অবস্থান এখনও মিশরে। ওই বিক্ষোভ থেকেও আল সিসির পদত্যাগ দাবি করা হয়েছিল। জবাবে কর্তৃপক্ষ সবচেয়ে বড় দমনপীড়ন শুরু করে বলে দাবি করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। তাদের দাবি, এতে কমপক্ষে ২৩০০ মানুষকে আটক করা হয়।

জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় মিশরের ক্ষমতাসীন সরকারের উপর জনগণের অসন্তোষ ক্রমশ বাড়ছে। তার ওপর ২০১৬ সালে আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে ১২০০ কোটি ডলারের ঋণের বিনিময়ে খরচ কমানোর পরিকল্পনা বাস্তবায়ন করে আসছে সিসি সরকা। বর্তমানে প্রতি তিনজনের একজন মিসরীয় দারিদ্র্যসীমার নিচে বাস করছে। এমন অবস্থায় মোহাম্মদ আলী নামের সিসি বিরোধী একজন নির্বাসিত ব্যবসায়ী অনলাইনে প্রতিবাদের ডাক দেন। শুক্রবার সব গুরুত্বপূর্ণ চত্বরে মিসরীয়রা যাতে লাখে লাখে সিসির বিরুদ্ধে র‌্যালিতে যোগ দেন সেই আহবান জানিয়ে তিনি গত সপ্তাহে এক ভিডিও পোস্ট করেন। ফেসবুকে এই আবেদনে তিনি বলেন, ‘এটা জনগণের বিক্ষোভ...আমাদের সবাইকে এক হয়ে যেতে হবে... এবং সংগঠিতভাবে প্রধান চত্বরগুলোতে জড়ো হতে হবে। সিসি এবং সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও তোলেন তিনি। তার এই ভিডিও দ্রুতই ভাইরাল হয়ে যায়।