ব্যাপক প্রচারে আ’লীগ, নিষ্ক্রিয় অন্যরা

কাজিপুর ও সিরাজগঞ্জ সদরের পাঁচটি ইউনিয়ন নিয়ে সিরাজগঞ্জ-১ আসন। আ.লীগের সভাপতিম-লীর সদস্য ১৪ দলের সমন্বয়ক সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যু হলে নিয়মানুায়ী আসনটি শূন্য ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এরইমধ্যে উপনির্বাচনের তোড়জোড় শুরু হয়েছে। সিরাজগঞ্জ-১ কাজিপুর আসনে উপনির্বাচনে সাবেক সংসদ সদস্য প্রায়াত সংসদ আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা মোহাম্মদ নাসিমের পুত্র সাবেক সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয় তার নির্বাচনী এলাকায় ব্যাপক প্রচারণা চালালেও অন্য কোন প্রার্থীর প্রচারণা নেই বললেই চলে। ফলে এই আসনে বরাবরের মতো এক তরফা নির্বাচন হবে বলেই এলাকার সচেতন মহলের ধারণা। ইতোমধ্যেই উপজেলা আওয়ামী লীগ প্রকৌশলী তানভীর শাকিল জয়কেই দলীয় প্রার্থী করার পক্ষ্যে সমর্থন দিয়েছেন।

অন্যদিকে কাজিপুরে বিএনপির অস্তিত্ব সঙ্কট এখনও কাটেনি। নির্বাচনকে সামনে রেখে দল গোছানোর কোন কার্যক্রম এখনও শুরু হয়নি। মেয়াদোত্তীর্ণ উপজেলা কমিটি ভেঙ্গে দিয়ে ২১ সদস্যের এডহক কমিটি গঠন করেছে তারা। দলটির নেই হালনাগাদ কোন ইউনিয়ন কমিটি। বিভিন্ন জাতীয় অনুষ্ঠানে, প্রাকৃতিক দুর্যোগে, দুই ঈদে কর্মীরা তাদের নেতাদের কাছে পায়নাবলে অভিযোগ রয়েছে। দলটির কাজিপুর উপজেলা কমিটির আহ্বায়ক অধ্যাপক রহমতুল্লাহ আইয়ুব জানান, ‘ইতোমধ্যে এই আসনে প্রার্থী হবার জন্য আগ্রহ প্রকাশ করেছেন কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজা, যুগ্ম-আহ্বায়ক টিএম তহযিবুল এনাম তুষার, জেলা বিএনপির সহ-সভাপতি নেতা নাজমুল হাসান রানা ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি বিএনপি নেতা এস এম শামীর আকতার তামিম। তবে দলীয় সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছি আমরা।

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০ , ০৪ মহররম ১৪৪২, ০৫ আশ্বিন ১৪২৭

সিরাজগঞ্জ-১ উপনির্বাচন

ব্যাপক প্রচারে আ’লীগ, নিষ্ক্রিয় অন্যরা

জেলা বার্তা পরিবেশক, সিরাজগঞ্জ

কাজিপুর ও সিরাজগঞ্জ সদরের পাঁচটি ইউনিয়ন নিয়ে সিরাজগঞ্জ-১ আসন। আ.লীগের সভাপতিম-লীর সদস্য ১৪ দলের সমন্বয়ক সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যু হলে নিয়মানুায়ী আসনটি শূন্য ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এরইমধ্যে উপনির্বাচনের তোড়জোড় শুরু হয়েছে। সিরাজগঞ্জ-১ কাজিপুর আসনে উপনির্বাচনে সাবেক সংসদ সদস্য প্রায়াত সংসদ আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা মোহাম্মদ নাসিমের পুত্র সাবেক সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয় তার নির্বাচনী এলাকায় ব্যাপক প্রচারণা চালালেও অন্য কোন প্রার্থীর প্রচারণা নেই বললেই চলে। ফলে এই আসনে বরাবরের মতো এক তরফা নির্বাচন হবে বলেই এলাকার সচেতন মহলের ধারণা। ইতোমধ্যেই উপজেলা আওয়ামী লীগ প্রকৌশলী তানভীর শাকিল জয়কেই দলীয় প্রার্থী করার পক্ষ্যে সমর্থন দিয়েছেন।

অন্যদিকে কাজিপুরে বিএনপির অস্তিত্ব সঙ্কট এখনও কাটেনি। নির্বাচনকে সামনে রেখে দল গোছানোর কোন কার্যক্রম এখনও শুরু হয়নি। মেয়াদোত্তীর্ণ উপজেলা কমিটি ভেঙ্গে দিয়ে ২১ সদস্যের এডহক কমিটি গঠন করেছে তারা। দলটির নেই হালনাগাদ কোন ইউনিয়ন কমিটি। বিভিন্ন জাতীয় অনুষ্ঠানে, প্রাকৃতিক দুর্যোগে, দুই ঈদে কর্মীরা তাদের নেতাদের কাছে পায়নাবলে অভিযোগ রয়েছে। দলটির কাজিপুর উপজেলা কমিটির আহ্বায়ক অধ্যাপক রহমতুল্লাহ আইয়ুব জানান, ‘ইতোমধ্যে এই আসনে প্রার্থী হবার জন্য আগ্রহ প্রকাশ করেছেন কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজা, যুগ্ম-আহ্বায়ক টিএম তহযিবুল এনাম তুষার, জেলা বিএনপির সহ-সভাপতি নেতা নাজমুল হাসান রানা ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি বিএনপি নেতা এস এম শামীর আকতার তামিম। তবে দলীয় সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছি আমরা।