বাঁশখালীতে কাউন্সিলরসহ ৯ জনের বাদীকে মামলা মামলা তুলতে বাদিকে হত্যার হুমকি

চট্টগ্রামের বাঁশখালীতে মামলা তুলে নিতে এক আইনজীবীকে হত্যার হুমকি প্রদানের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই আইনজীবী চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার বরাবরে জীবনের নিরাপত্তা ও প্রতিকার চেয়ে স্থানীয় পাঁচজনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। জানা গেছে, বাঁশখালী পৌরসভার উত্তর জলদী ৪নং ওয়ার্ডের বাসিন্দা চট্টগ্রাম জজ কোর্টের আইনজীবী মঞ্জুর আলমের ওপর চাঁদার দাবিতে কয়েক দফা সন্ত্রাসী হামলা চালানো হয়। এ ঘটনায় আইনজীবী মঞ্জুর আলম গত ১৯ আগস্ট বাদী হয়ে স্থানীয় পৌর কাউন্সিলর আজগর হোসেনকে প্রধান আসামি করে মোট ৯ জনের বিরুদ্ধে বাঁশখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা (নং-৩৯৫/২০২০) দায়ের করেন। মামলা দায়েরের পর আসামিরা আইনজীবী মঞ্জুর আলমকে মামলাটি তুলে নিতে পুনরায় প্রাণনাশের হুমকি প্রদান করে এবং আরো বেপরোয়া হয়ে উঠে। এরই প্রেক্ষিতে গত ২১ সেপ্টেম্বর আইনজীবী মঞ্জুর আলম জীবনের নিরাপত্তা ও প্রতিকার চেয়ে স্থানীয় পৌর কাউন্সিলর আজগর হোসেনসহ ৫ জনের নাম উল্লেখ করে চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

মামলার বাদী আইনজীবী মঞ্জুর আলম বলেন, ‘আমি কর্ম উপলক্ষে চট্টগ্রাম জজ কোর্টে আইনজীবী হিসেবে আইন পেশা পরিচালনা করি। মাঝে মধ্যে গ্রামের বাড়িতে আসি নিজের বসতভিটা ও জায়গা জমি দেখাশুনা করার জন্য। আমি কর্ম উপলক্ষে চট্টগ্রাম শহরে থাকার সুযোগে স্থানীয় পৌর কাউন্সিলর আজগর হোসেন সহ মামলায় উল্লেখিত আসামিরা আমাদের জায়গা জমিতে অন্যায়ভাবে দাবি তুলে জোর পূর্বক দখল করার জন্য চেষ্টা চালায়। এতে আমি প্রতিবাদ করলে তারা আমার ওপর বিভিন্ন সময়ে কয়েক দফা সন্ত্রাসী হামলা চালায়। এ ব্যাপারে বাঁশখালী আদালতে হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছি।

এতে আসামিরা আরো বেপরোয়া হয়ে উঠায় সর্বশেষ গত ২১ সেপ্টেম্বর চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।’

এ ব্যাপারে চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল বলেন, ‘আইনজীবী মঞ্জুর আলমকে মামলা তুলে নিতে হুমকির বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আরও খবর
তাড়াশে ৬শ’ হেক্টর রোপা আমন পানির নিচে : দিশেহারা কৃষক
তুলসীগঙ্গার ৬ কিমি. খননে দুই ইউপির কৃষকের ভাগ্য বদল
পাইকগাছা উপ-নির্বাচন আ’লীগ-বিএনপির দুই প্রার্থীর মনোনয়নপত্র জমা
সুন্দরগঞ্জে মুজিব শতবর্ষে ৭৪ প্রা. স্কুলে শহীদ মিনার
প্রতারণা করে ১২ বিয়ে মাইক্রো চালকের
উচ্ছেদ আতঙ্কে আরও ৭০ দরিদ্র হিন্দু পরিবার
শত্রুতার জেরে দোকানে তালা : ২০ লক্ষাধিক টাকার ওষুধ নষ্ট হওয়ার উপক্রম
বালিয়াকান্দিতে এক কিশোরের আত্মহত্যা
শিকদারবাজার মডেল উচ্চ বিদ্যালয় মেঘনার ভাঙনে বিলীনের আশঙ্কা
মোরেলগঞ্জে কৃষকের খড়ের গাদায় অগ্নিসংযোগ
উগ্রবাদ সহিংসতা প্রতিরোধে ভূমিকা রাখছেন সাংবাদিকরা
তাড়াশে সড়কে ঝরল মাদ্রাসাছাত্র

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২০ , ০৬ মহররম ১৪৪২, ০৭ আশ্বিন ১৪২৭

বাঁশখালীতে কাউন্সিলরসহ ৯ জনের বাদীকে মামলা মামলা তুলতে বাদিকে হত্যার হুমকি

প্রতিনিধি, বাঁশখালী (চট্টগ্রাম)

চট্টগ্রামের বাঁশখালীতে মামলা তুলে নিতে এক আইনজীবীকে হত্যার হুমকি প্রদানের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই আইনজীবী চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার বরাবরে জীবনের নিরাপত্তা ও প্রতিকার চেয়ে স্থানীয় পাঁচজনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। জানা গেছে, বাঁশখালী পৌরসভার উত্তর জলদী ৪নং ওয়ার্ডের বাসিন্দা চট্টগ্রাম জজ কোর্টের আইনজীবী মঞ্জুর আলমের ওপর চাঁদার দাবিতে কয়েক দফা সন্ত্রাসী হামলা চালানো হয়। এ ঘটনায় আইনজীবী মঞ্জুর আলম গত ১৯ আগস্ট বাদী হয়ে স্থানীয় পৌর কাউন্সিলর আজগর হোসেনকে প্রধান আসামি করে মোট ৯ জনের বিরুদ্ধে বাঁশখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা (নং-৩৯৫/২০২০) দায়ের করেন। মামলা দায়েরের পর আসামিরা আইনজীবী মঞ্জুর আলমকে মামলাটি তুলে নিতে পুনরায় প্রাণনাশের হুমকি প্রদান করে এবং আরো বেপরোয়া হয়ে উঠে। এরই প্রেক্ষিতে গত ২১ সেপ্টেম্বর আইনজীবী মঞ্জুর আলম জীবনের নিরাপত্তা ও প্রতিকার চেয়ে স্থানীয় পৌর কাউন্সিলর আজগর হোসেনসহ ৫ জনের নাম উল্লেখ করে চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

মামলার বাদী আইনজীবী মঞ্জুর আলম বলেন, ‘আমি কর্ম উপলক্ষে চট্টগ্রাম জজ কোর্টে আইনজীবী হিসেবে আইন পেশা পরিচালনা করি। মাঝে মধ্যে গ্রামের বাড়িতে আসি নিজের বসতভিটা ও জায়গা জমি দেখাশুনা করার জন্য। আমি কর্ম উপলক্ষে চট্টগ্রাম শহরে থাকার সুযোগে স্থানীয় পৌর কাউন্সিলর আজগর হোসেন সহ মামলায় উল্লেখিত আসামিরা আমাদের জায়গা জমিতে অন্যায়ভাবে দাবি তুলে জোর পূর্বক দখল করার জন্য চেষ্টা চালায়। এতে আমি প্রতিবাদ করলে তারা আমার ওপর বিভিন্ন সময়ে কয়েক দফা সন্ত্রাসী হামলা চালায়। এ ব্যাপারে বাঁশখালী আদালতে হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছি।

এতে আসামিরা আরো বেপরোয়া হয়ে উঠায় সর্বশেষ গত ২১ সেপ্টেম্বর চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।’

এ ব্যাপারে চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল বলেন, ‘আইনজীবী মঞ্জুর আলমকে মামলা তুলে নিতে হুমকির বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’