নাবিলার দিনরাত্রী সিজন ২

করোনার প্রভাব সবার জীবনকেই ওলটপালট করে দিয়েছে। সবার ব্যক্তিগত ও পেশাগত জীবনে নিয়ে এসেছে ব্যপক পরিবর্তন। কেউ কেউ পরেছেন চরম সংকটে আবার কেউ কেউ খুঁজে চলেছেন সেই সংকট থেকে উত্তরণের উপায়। নতুন এই বাস্তবতায় হতাশ না হয়ে যারা ঘুরে দাঁড়িয়েছেন নিজের মেধা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে। এবারের তাদের গল্প নিয়ে নির্মিত হয়েছে গ্রামীণফোন নিবেদিত ‘নাবিলার দিনরাত্রী সিজন ২’। এই আয়োজনের সিজন ১ এ ছিল লকডাউনের সময়টা দেশের তারকাশিল্পীরা কীভাবে কাজে লাগিয়েছেন। আর সিজন ২ তে নাবিলা সারা দেশজুড়ে সন্ধান করেছেন সেইসব অদম্য ব্যক্তিদের। যারা করোনার প্রভাবকে

অতিক্রম করে নিজের এবং পরিবারসহ আশেপাশের মানুষের কাজে এসেছেন। নাবিলা তার ফেসবুকের মাধ্যমে আহব্বান জানান যারা এই দুঃসময়ে ভেঙে না পরে নিজের মেধা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে সফল হয়েছেন সেই সব মানুষদের। নাবিলা বলেন, ‘আমাদের চারপাশে অনেক প্রেরণার গল্প রয়েছে। এই আয়োজনটি না করলে বুঝতেই পারতাম না। অনেক মানুষ আমাকে তাদের নিজেদের গল্প বলেছেন। আমি সেগুলোর মধ্যে থেকে বাছাই করে দর্শকদের শোনাই তাদের গল্প। এই আয়োজনটি নিয়ে বেশ সাড়া পাচ্ছি।’ গ্রামীণফোন নিবেদিত নাবিলার দিনরাত্রী সিজন ২ এরই মধ্যে ৫টি পর্ব প্রচার হয়েছে। এই আয়োজনটি দেখা যাচ্ছে গ্রামীণফোনের অফিশিয়াল ফেসবুক পেইজ ও ইফটিউব চ্যানেলে।

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২০ , ০৬ মহররম ১৪৪২, ০৭ আশ্বিন ১৪২৭

নাবিলার দিনরাত্রী সিজন ২

বিনোদন প্রতিবেদক |

image

করোনার প্রভাব সবার জীবনকেই ওলটপালট করে দিয়েছে। সবার ব্যক্তিগত ও পেশাগত জীবনে নিয়ে এসেছে ব্যপক পরিবর্তন। কেউ কেউ পরেছেন চরম সংকটে আবার কেউ কেউ খুঁজে চলেছেন সেই সংকট থেকে উত্তরণের উপায়। নতুন এই বাস্তবতায় হতাশ না হয়ে যারা ঘুরে দাঁড়িয়েছেন নিজের মেধা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে। এবারের তাদের গল্প নিয়ে নির্মিত হয়েছে গ্রামীণফোন নিবেদিত ‘নাবিলার দিনরাত্রী সিজন ২’। এই আয়োজনের সিজন ১ এ ছিল লকডাউনের সময়টা দেশের তারকাশিল্পীরা কীভাবে কাজে লাগিয়েছেন। আর সিজন ২ তে নাবিলা সারা দেশজুড়ে সন্ধান করেছেন সেইসব অদম্য ব্যক্তিদের। যারা করোনার প্রভাবকে

অতিক্রম করে নিজের এবং পরিবারসহ আশেপাশের মানুষের কাজে এসেছেন। নাবিলা তার ফেসবুকের মাধ্যমে আহব্বান জানান যারা এই দুঃসময়ে ভেঙে না পরে নিজের মেধা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে সফল হয়েছেন সেই সব মানুষদের। নাবিলা বলেন, ‘আমাদের চারপাশে অনেক প্রেরণার গল্প রয়েছে। এই আয়োজনটি না করলে বুঝতেই পারতাম না। অনেক মানুষ আমাকে তাদের নিজেদের গল্প বলেছেন। আমি সেগুলোর মধ্যে থেকে বাছাই করে দর্শকদের শোনাই তাদের গল্প। এই আয়োজনটি নিয়ে বেশ সাড়া পাচ্ছি।’ গ্রামীণফোন নিবেদিত নাবিলার দিনরাত্রী সিজন ২ এরই মধ্যে ৫টি পর্ব প্রচার হয়েছে। এই আয়োজনটি দেখা যাচ্ছে গ্রামীণফোনের অফিশিয়াল ফেসবুক পেইজ ও ইফটিউব চ্যানেলে।