প্যালেস্টাইনে ৬ মাসের মধ্যে নির্বাচন হামাস-ফাতাহ ঐকমত্য

প্যালেস্টাইনে সশস্ত্র সংগঠন হামাস এবং তাদের প্রতিদ্বন্দ্বী পশ্চিম তীরের ফাতাহ প্রায় ১৫ বছর পর প্যালেস্টাইনে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে একমত হয়েছে। উভয় পক্ষের কর্মকর্তারা গতকাল এ তথ্য জানিয়ে গণমাধ্যমকে বলেছেন।

ফাতাহ নেতা মাহমুদ আব্বাস এবং হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়ার মধ্যে সমঝোতা চুক্তির আওতায় আগামী ছয় মাসের মধ্যে প্যালেস্টাইনে সংসদীয় ও রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। আল-জাজিরা।

গত ২৪ সেপ্টেম্বর আন্তর্জাতিক গণমাধ্যমের এক প্রতিবেদনে প্রকাশিতÑ সর্বশেষ প্যালেস্টাইনের সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০০৬ সালে। সেই নির্বাচনে জয় পেয়েছিল হামাস। নির্বাচনে বিপুল বিজয়ের মাধ্যমে হামাস সরকার গঠন করার কিছুদিন পর প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সে সরকার ভেঙে দেন। তখন থেকে গাজা উপত্যকা শাসন করে আসছে হামাস। পক্ষান্তরে স্বায়ত্তশাসিত পশ্চিম তীরের নিয়ন্ত্রণ রয়েছে ফাতাহর হাতে।

এএফপি এক প্রতিবেদনে জানায়, সম্প্রতি ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের সম্পর্ক স্বাভাবিক চুক্তির পর প্রতিদ্বন্দ্বী হামাস ও ফাতাহর মধ্যে দূরত্ব অনেকটা কমে এসেছে।

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২০ , ০৬ মহররম ১৪৪২, ০৭ আশ্বিন ১৪২৭

প্যালেস্টাইনে ৬ মাসের মধ্যে নির্বাচন হামাস-ফাতাহ ঐকমত্য

image

হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া ও ফাত্তাহ নেতা মাহমুদ আব্বাসের মধ্যে সমঝোতা চুক্তির মুহূর্ত -আল-জাজিরা

প্যালেস্টাইনে সশস্ত্র সংগঠন হামাস এবং তাদের প্রতিদ্বন্দ্বী পশ্চিম তীরের ফাতাহ প্রায় ১৫ বছর পর প্যালেস্টাইনে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে একমত হয়েছে। উভয় পক্ষের কর্মকর্তারা গতকাল এ তথ্য জানিয়ে গণমাধ্যমকে বলেছেন।

ফাতাহ নেতা মাহমুদ আব্বাস এবং হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়ার মধ্যে সমঝোতা চুক্তির আওতায় আগামী ছয় মাসের মধ্যে প্যালেস্টাইনে সংসদীয় ও রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। আল-জাজিরা।

গত ২৪ সেপ্টেম্বর আন্তর্জাতিক গণমাধ্যমের এক প্রতিবেদনে প্রকাশিতÑ সর্বশেষ প্যালেস্টাইনের সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০০৬ সালে। সেই নির্বাচনে জয় পেয়েছিল হামাস। নির্বাচনে বিপুল বিজয়ের মাধ্যমে হামাস সরকার গঠন করার কিছুদিন পর প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সে সরকার ভেঙে দেন। তখন থেকে গাজা উপত্যকা শাসন করে আসছে হামাস। পক্ষান্তরে স্বায়ত্তশাসিত পশ্চিম তীরের নিয়ন্ত্রণ রয়েছে ফাতাহর হাতে।

এএফপি এক প্রতিবেদনে জানায়, সম্প্রতি ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের সম্পর্ক স্বাভাবিক চুক্তির পর প্রতিদ্বন্দ্বী হামাস ও ফাতাহর মধ্যে দূরত্ব অনেকটা কমে এসেছে।