পূর্ব ইউক্রেনে সামরিক বিমান দুর্ঘটনায় নিহত ২৫

ইউক্রেনের বিমানবাহিনীর একটি পরিবহন বিমান শুক্রবার গভীর রাতে পূর্ব শহর চুগুয়েভের কাছে বিধ্বস্ত হয়। এ ঘটনায় ২৫ জনের প্রাণহানি হয় বলে দেশটির জেনারেল প্রসিকিউটরের অফিস সংবাদ মাধ্যমকে জানায়। জেনারেল প্রসিকিউটরের অফিস জানিয়েছে, বেঁচে যাওয়া দু’জনকে গুরুতর অবস্থার জন্য চিকিৎসা সুবিধায় রাখা হয়েছে। সিএনএন।

অ্যান্টোনভ অ্যান-২৬ বিমানটি অবতরণ করার সময় এ দুর্ঘটনা ঘটে। ইউক্রেনীয় স্টেট ইমারজেন্সি সার্ভিস অনুসারে, যাত্রীবাহী ২ জন লোক ছিল কাছের একটি বিমানবাহিনী বিশ্ববিদ্যালয়ের ক্রু এবং ক্যাডেট।

জেনেভা ভিত্তিক বিমান দুর্ঘটনা সংরক্ষণ ব্যুরো অনুযায়ী, ২০১৭’র পর থেকে কমপক্ষে ১০টি আন্তোনিভ অ্যান-২৬ বিমান দুর্ঘটনার সঙ্গে জড়িত রয়েছে, ২০১৮-এর ক্র্যাশে উত্তর-পশ্চিম সিরিয়ার হিমিমিন বিমান ঘাঁটিতে অবতরণের সময় ঘটে যাওয়া এই সংঘর্ষে ৩৯ জন নিহত হয়েছেন। অ্যান-২৬ ইউক্রেনের কিয়েভে ১৯৬৯ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত উৎপাদিত একটি টুইন ইঞ্জিন টার্বোপ্রপ বিমান ছিল যখন দেশটি পূর্ব সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল।

রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২০ , ০৮ মহররম ১৪৪২, ০৯ আশ্বিন ১৪২৭

পূর্ব ইউক্রেনে সামরিক বিমান দুর্ঘটনায় নিহত ২৫

ইউক্রেনের বিমানবাহিনীর একটি পরিবহন বিমান শুক্রবার গভীর রাতে পূর্ব শহর চুগুয়েভের কাছে বিধ্বস্ত হয়। এ ঘটনায় ২৫ জনের প্রাণহানি হয় বলে দেশটির জেনারেল প্রসিকিউটরের অফিস সংবাদ মাধ্যমকে জানায়। জেনারেল প্রসিকিউটরের অফিস জানিয়েছে, বেঁচে যাওয়া দু’জনকে গুরুতর অবস্থার জন্য চিকিৎসা সুবিধায় রাখা হয়েছে। সিএনএন।

অ্যান্টোনভ অ্যান-২৬ বিমানটি অবতরণ করার সময় এ দুর্ঘটনা ঘটে। ইউক্রেনীয় স্টেট ইমারজেন্সি সার্ভিস অনুসারে, যাত্রীবাহী ২ জন লোক ছিল কাছের একটি বিমানবাহিনী বিশ্ববিদ্যালয়ের ক্রু এবং ক্যাডেট।

জেনেভা ভিত্তিক বিমান দুর্ঘটনা সংরক্ষণ ব্যুরো অনুযায়ী, ২০১৭’র পর থেকে কমপক্ষে ১০টি আন্তোনিভ অ্যান-২৬ বিমান দুর্ঘটনার সঙ্গে জড়িত রয়েছে, ২০১৮-এর ক্র্যাশে উত্তর-পশ্চিম সিরিয়ার হিমিমিন বিমান ঘাঁটিতে অবতরণের সময় ঘটে যাওয়া এই সংঘর্ষে ৩৯ জন নিহত হয়েছেন। অ্যান-২৬ ইউক্রেনের কিয়েভে ১৯৬৯ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত উৎপাদিত একটি টুইন ইঞ্জিন টার্বোপ্রপ বিমান ছিল যখন দেশটি পূর্ব সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল।