সিয়েরা লিয়নে দুর্নীতিতে ‘ক্র্যাক-ডাউন’

সিয়েরা লিওনের প্রেসিডেন্ট জুলিয়াস-মাডা-বায়ো বলেন, তার পূর্বসূরি প্রেসিডেন্ট আর্নেস্ট বাই কোরোমার প্রশাসনে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত। এ দুর্নীতির তদন্তে বিপুল পরিমাণ সম্পদ বাজেয়াপ্ত করা হবে এবং চুরির অর্থ রাজ্যে ফিরিয়ে দেয়া হবে বলে তথ্য নিশ্চিত করেছে সংবাদ সংস্থা। রাষ্ট্রপতি মাডা বায়ো বলেন, বিদেশি বিচারকদের নেতৃত্বে গঠিত তদন্ত কমিশন একটি বড় সাফল্য ছিল। দুর্নীতিকে নিয়মভুক্ত ও ঝুঁকিপূর্ণ করতে সহায়তা করবে বলে ফ্রিটাউনে প্রেসিডেন্ট বলেন, আমাদের, আমরা জাতি হিসেবে এমন ভয়ংকর দুর্নীতিবাজ হতে পারি না এবং এর ধারাবাহিকতায় দেশের উন্নতির আশা করতে পারি না। মি. করোমার বিরোধী এপিসি দলের পক্ষের আইনজীবী এ অভিযোগগুলো প্রত্যাখ্যান করেছেন এবং বলেছেন যে দলটি এ সিদ্ধান্তকে আদালতে চ্যালেঞ্জ করবে। রাষ্ট্রপতি মাডা বায়োর নেতৃত্বে দেশের নাগরিকরা নতুন করে ভাবতে শেখাচ্ছে। বিবিসি।

রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২০ , ০৮ মহররম ১৪৪২, ০৯ আশ্বিন ১৪২৭

সিয়েরা লিয়নে দুর্নীতিতে ‘ক্র্যাক-ডাউন’

image

সিয়েরা লিওনের প্রেসিডেন্ট জুলিয়াস-মাডা-বায়ো বলেন, তার পূর্বসূরি প্রেসিডেন্ট আর্নেস্ট বাই কোরোমার প্রশাসনে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত। এ দুর্নীতির তদন্তে বিপুল পরিমাণ সম্পদ বাজেয়াপ্ত করা হবে এবং চুরির অর্থ রাজ্যে ফিরিয়ে দেয়া হবে বলে তথ্য নিশ্চিত করেছে সংবাদ সংস্থা। রাষ্ট্রপতি মাডা বায়ো বলেন, বিদেশি বিচারকদের নেতৃত্বে গঠিত তদন্ত কমিশন একটি বড় সাফল্য ছিল। দুর্নীতিকে নিয়মভুক্ত ও ঝুঁকিপূর্ণ করতে সহায়তা করবে বলে ফ্রিটাউনে প্রেসিডেন্ট বলেন, আমাদের, আমরা জাতি হিসেবে এমন ভয়ংকর দুর্নীতিবাজ হতে পারি না এবং এর ধারাবাহিকতায় দেশের উন্নতির আশা করতে পারি না। মি. করোমার বিরোধী এপিসি দলের পক্ষের আইনজীবী এ অভিযোগগুলো প্রত্যাখ্যান করেছেন এবং বলেছেন যে দলটি এ সিদ্ধান্তকে আদালতে চ্যালেঞ্জ করবে। রাষ্ট্রপতি মাডা বায়োর নেতৃত্বে দেশের নাগরিকরা নতুন করে ভাবতে শেখাচ্ছে। বিবিসি।