বিশ্ব রেকর্ডে সর্বকনিষ্ঠ ‘ওয়াটার স্কিপার’

শিশুটির বয়স সবে ছয় মাস। এ বয়সেই বিশ্বের সবর্কনিষ্ঠ ‘ওয়াটার স্কি’র রেকর্ডটি নিজের ঝুলিতে ভরেছে রিচ কেসি হাম্পারিজ নামের শিশুটি। একই সঙ্গে রিচ ‘ওয়াটার স্কি’ প্রতিযোগিতার ছবি ভাইরাল হয়েছে।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের উথাহ অঙ্গরাজ্যে এ রেকর্ডটি হয়। রিচের বাবা কেসি ও মা মিনডি হাম্পারিজ ছেলের প্রতিযোগিতার ছবি ও ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। ক্যাপশনে লেখা, ‘আমরা ছয় মাসের জন্মদিন উদযাপন করতে ‘ওয়াটার স্কি’তে অংশ নিয়ে দেখলাম সেটি এক বড় বিশ্ব রেকর্ড অর্জন হলো।’

পোস্টের পর রিচের মা-বাবাকে তুলোধুনো করেছে নেটিজেনরা। দুধের শিশুকে ঝুঁকিপূর্ণ প্রতিযোগিতায় অংশ নেয়ার সুযোগ দেয়ায় নিন্দা জানায় তারা। প্রতিযোগিতায় রিচ লাইফ জ্যাকেট পরে একটি রডকে দুই হাতে আঁকড়ে ধরেছিল। তার বাবা তাকে অন্য নৌকা থেকে পর্যবেক্ষণ করেছেন। দ্য গার্ডিয়ান।

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০ , ০৯ মহররম ১৪৪২, ১০ আশ্বিন ১৪২৭

বিশ্ব রেকর্ডে সর্বকনিষ্ঠ ‘ওয়াটার স্কিপার’

image

শিশুটির বয়স সবে ছয় মাস। এ বয়সেই বিশ্বের সবর্কনিষ্ঠ ‘ওয়াটার স্কি’র রেকর্ডটি নিজের ঝুলিতে ভরেছে রিচ কেসি হাম্পারিজ নামের শিশুটি। একই সঙ্গে রিচ ‘ওয়াটার স্কি’ প্রতিযোগিতার ছবি ভাইরাল হয়েছে।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের উথাহ অঙ্গরাজ্যে এ রেকর্ডটি হয়। রিচের বাবা কেসি ও মা মিনডি হাম্পারিজ ছেলের প্রতিযোগিতার ছবি ও ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। ক্যাপশনে লেখা, ‘আমরা ছয় মাসের জন্মদিন উদযাপন করতে ‘ওয়াটার স্কি’তে অংশ নিয়ে দেখলাম সেটি এক বড় বিশ্ব রেকর্ড অর্জন হলো।’

পোস্টের পর রিচের মা-বাবাকে তুলোধুনো করেছে নেটিজেনরা। দুধের শিশুকে ঝুঁকিপূর্ণ প্রতিযোগিতায় অংশ নেয়ার সুযোগ দেয়ায় নিন্দা জানায় তারা। প্রতিযোগিতায় রিচ লাইফ জ্যাকেট পরে একটি রডকে দুই হাতে আঁকড়ে ধরেছিল। তার বাবা তাকে অন্য নৌকা থেকে পর্যবেক্ষণ করেছেন। দ্য গার্ডিয়ান।