দেশের বাজারে স্যামসাংয়ের ২০২০ কিউএলইডি টিভি

স্যামসাং তাদের টি সিরিজের অধীনে বাংলাদেশে ২০২০ কিউএলইডি টিভি উন্মোচন করেছে। টেলিভিশনগুলো বাংলাদেশে তিনটি ভিন্ন ক্যাটাগরিতে পাওয়া যাবে- কিউএলইডি টিভি, ইউএইচডি টিভি ও স্মার্ট টিভি। টিভি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্যামসাং বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার স্যাংওয়ান ইয়ুন, কনজ্যুমার ইলেকট্রনিকসের হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর এবং স্যামসাং বাংলাদেশ, ফেয়ার ডিস্ট্রিবিউশন লিমিটেড, ট্রান্সকম ডিজিটাল, র‌্যাংগস এবং ইলেক্ট্রা ইন্টারন্যাশনালের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

আকার, রেজ্যুলেশন ও অন্যান্য প্রধান ফিচার সমৃদ্ধ স্যামসাং ‘টি সিরিজের’ টিভিগুলোতে ১২টি মডেল রয়েছে। টিভিগুলোতে রয়েছে এইচডিএমআই, লাইভ কাস্ট, ব্লুটুথ, বিক্সবি ভয়েস অ্যাসিসটেন্ট, হোম ক্লাউড এবং দর্শকদের সুবিধার জন্য আরো অনেকগুলো স্মার্ট ফিচার। ফোরকে পিকচার কোয়ালিটির জন্য এই টিভিগুলোতে আছে এইচডি (১৩৬৬ বাই ৭৬৮), এফএইচডি (১৯২০ বাই ১০৮০), ক্রিস্টাল ইউএইচডি (৩৮৪০ বাই ২১৬০) রেজ্যুলেশন ডিসপ্লে। এ সিরিজের টিভিগুলোর স্ক্রিনের আকার ৩২ ইঞ্চি থেকে ৭৫ ইঞ্চি পর্যন্ত, যেগুলোর মোশন রেট ৫০ থেকে ২৪০ পর্যন্ত। ২০ ওয়াট (২ চ্যানেল) ও ৪০ ওয়াটের (৪ চ্যানেল) সাউন্ড সিস্টেম ‘টি সিরিজের’ টিভিগুলোতে চমৎকার সাউন্ড উপভোগের অভিজ্ঞতা দেবে।

এ নিয়ে স্যামসাং বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকসের হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর বলেন, ‘টি সিরিজের টেলিভিশনগুলো শুধু দর্শকদের কনটেন্ট উপভোগের অভিজ্ঞতাকেই সমুন্নত করবে না, বরং শক্তিশালী নানান ফিচারে এটি আমাদের গ্রাহকদের জীবনকে আরও সুন্দর করে তুলবে।’

টি সিরিজ ২০২০ কিউএলইডি টিভির লাইন-আপে আছে ৭টি মডেল, যার মধ্যে কিউ৮০০টি (৮২ইঞ্চি এবং ৭৫ ইঞ্চি) এবং কিউ৯৫০টি (৮৫ ইঞ্চি) মডেল দুটি এইটকে রেজ্যুলেশনের। এছাড়া কিউ৮০টি (৬৫ ইঞ্চি), কিউ৭০টি (৭৫ ইঞ্চি), এবং কিউ৬০টি (৫৫ইঞ্চি ও ৫০ ইঞ্চি) মডেলের সবগুলোই ফোরকে। এইটকে কিউএলইডি টিভির তিনটি মডেল যথাক্রমে ১২ লক্ষ ৯৯ হাজার টাকা, ১৭ লক্ষ ৯৯ হাজার টাকা এবং ১৯ লক্ষ ৯৯ হাজার টাকায় পাওয়া যাবে।

নতুন সিরিজের ২০২০ ইউএইচডি সিরিজ টিভির লাইন-আপ দুটি মডেল টিইউ৮০০০ ও টিইউ৭২০০ ও পাঁচটি ভিন্ন ভিন্ন ৭৫ ইঞ্চি, ৬৫ ইঞ্চি, ৫৫ ইঞ্চি, ৫০ ইঞ্চি, এবং ৪৩ ইঞ্চি আকারে পাওয়া যাবে। এর মধ্যে শুধুমাত্র টিইউ৮০০০ মডেলের আকার ৭৫ ও ৬৫ ইঞ্চি। ২০২০ ইউএইচডি টিভি লাইন-আপের সবচেয়ে উদ্ভাবনী দুটি বৈশিষ্ট্য হলো ক্রিস্টাল প্রযুক্তি ও বেজেলবিহীন ডিজাইন। এআই আপস্কেলিং-এর জন্য এ লাইন-আপের টেলিভিশনে ছবির মান হয় ক্রিস্টাল প্রসেসর ফোরকে এবং ১৬ বিট থ্রি ডি কালার প্রসেসিং। এই লাইন-আপের বিভিন্ন মডেল ও আকারের টেলিভিশনের দাম ৬৮ হাজার টাকা থেকে ২,৭৫,৯০০ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। ২০২০ স্মার্ট টিভি লাইনআপের দুটি ভিন্ন আকার ও ছয়টি মডেল রয়েছে। ৪৩ ইঞ্চি আকারের মডেলগুলো হলো টি৫৭০০, টি৫৫০০ ও টি৫৪০০ (এফ)। ৩২ ইঞ্চির মডেলগুলো হলো টি৪৭০০, টি৪৫০০ এবং টি৪৪০০ (এফ)। টি সিরিজের নতুন উন্মোচিত ২০২০ স্মার্ট টিভির মডেলগুলো ২৯, ৯৯০ টাকা থেকে ৫৮, ৯০০ টাকা মূল্যের মধ্যে ক্রয় করা যাবে। স্যামসাং টি সিরিজের টেলিভিশনগুলো স্যামসাং বাংলাদেশের অফিশিয়াল আউটলেট ও অনুমোদিত ডিলার শপ থেকে দুই বছরের ওয়্যারেন্টি সুবিধায় পাওয়া যাবে। সংবাদ বিজ্ঞপ্তি।

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০ , ০৯ মহররম ১৪৪২, ১০ আশ্বিন ১৪২৭

দেশের বাজারে স্যামসাংয়ের ২০২০ কিউএলইডি টিভি

image

স্যামসাং তাদের টি সিরিজের অধীনে বাংলাদেশে ২০২০ কিউএলইডি টিভি উন্মোচন করেছে। টেলিভিশনগুলো বাংলাদেশে তিনটি ভিন্ন ক্যাটাগরিতে পাওয়া যাবে- কিউএলইডি টিভি, ইউএইচডি টিভি ও স্মার্ট টিভি। টিভি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্যামসাং বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার স্যাংওয়ান ইয়ুন, কনজ্যুমার ইলেকট্রনিকসের হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর এবং স্যামসাং বাংলাদেশ, ফেয়ার ডিস্ট্রিবিউশন লিমিটেড, ট্রান্সকম ডিজিটাল, র‌্যাংগস এবং ইলেক্ট্রা ইন্টারন্যাশনালের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

আকার, রেজ্যুলেশন ও অন্যান্য প্রধান ফিচার সমৃদ্ধ স্যামসাং ‘টি সিরিজের’ টিভিগুলোতে ১২টি মডেল রয়েছে। টিভিগুলোতে রয়েছে এইচডিএমআই, লাইভ কাস্ট, ব্লুটুথ, বিক্সবি ভয়েস অ্যাসিসটেন্ট, হোম ক্লাউড এবং দর্শকদের সুবিধার জন্য আরো অনেকগুলো স্মার্ট ফিচার। ফোরকে পিকচার কোয়ালিটির জন্য এই টিভিগুলোতে আছে এইচডি (১৩৬৬ বাই ৭৬৮), এফএইচডি (১৯২০ বাই ১০৮০), ক্রিস্টাল ইউএইচডি (৩৮৪০ বাই ২১৬০) রেজ্যুলেশন ডিসপ্লে। এ সিরিজের টিভিগুলোর স্ক্রিনের আকার ৩২ ইঞ্চি থেকে ৭৫ ইঞ্চি পর্যন্ত, যেগুলোর মোশন রেট ৫০ থেকে ২৪০ পর্যন্ত। ২০ ওয়াট (২ চ্যানেল) ও ৪০ ওয়াটের (৪ চ্যানেল) সাউন্ড সিস্টেম ‘টি সিরিজের’ টিভিগুলোতে চমৎকার সাউন্ড উপভোগের অভিজ্ঞতা দেবে।

এ নিয়ে স্যামসাং বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকসের হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর বলেন, ‘টি সিরিজের টেলিভিশনগুলো শুধু দর্শকদের কনটেন্ট উপভোগের অভিজ্ঞতাকেই সমুন্নত করবে না, বরং শক্তিশালী নানান ফিচারে এটি আমাদের গ্রাহকদের জীবনকে আরও সুন্দর করে তুলবে।’

টি সিরিজ ২০২০ কিউএলইডি টিভির লাইন-আপে আছে ৭টি মডেল, যার মধ্যে কিউ৮০০টি (৮২ইঞ্চি এবং ৭৫ ইঞ্চি) এবং কিউ৯৫০টি (৮৫ ইঞ্চি) মডেল দুটি এইটকে রেজ্যুলেশনের। এছাড়া কিউ৮০টি (৬৫ ইঞ্চি), কিউ৭০টি (৭৫ ইঞ্চি), এবং কিউ৬০টি (৫৫ইঞ্চি ও ৫০ ইঞ্চি) মডেলের সবগুলোই ফোরকে। এইটকে কিউএলইডি টিভির তিনটি মডেল যথাক্রমে ১২ লক্ষ ৯৯ হাজার টাকা, ১৭ লক্ষ ৯৯ হাজার টাকা এবং ১৯ লক্ষ ৯৯ হাজার টাকায় পাওয়া যাবে।

নতুন সিরিজের ২০২০ ইউএইচডি সিরিজ টিভির লাইন-আপ দুটি মডেল টিইউ৮০০০ ও টিইউ৭২০০ ও পাঁচটি ভিন্ন ভিন্ন ৭৫ ইঞ্চি, ৬৫ ইঞ্চি, ৫৫ ইঞ্চি, ৫০ ইঞ্চি, এবং ৪৩ ইঞ্চি আকারে পাওয়া যাবে। এর মধ্যে শুধুমাত্র টিইউ৮০০০ মডেলের আকার ৭৫ ও ৬৫ ইঞ্চি। ২০২০ ইউএইচডি টিভি লাইন-আপের সবচেয়ে উদ্ভাবনী দুটি বৈশিষ্ট্য হলো ক্রিস্টাল প্রযুক্তি ও বেজেলবিহীন ডিজাইন। এআই আপস্কেলিং-এর জন্য এ লাইন-আপের টেলিভিশনে ছবির মান হয় ক্রিস্টাল প্রসেসর ফোরকে এবং ১৬ বিট থ্রি ডি কালার প্রসেসিং। এই লাইন-আপের বিভিন্ন মডেল ও আকারের টেলিভিশনের দাম ৬৮ হাজার টাকা থেকে ২,৭৫,৯০০ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। ২০২০ স্মার্ট টিভি লাইনআপের দুটি ভিন্ন আকার ও ছয়টি মডেল রয়েছে। ৪৩ ইঞ্চি আকারের মডেলগুলো হলো টি৫৭০০, টি৫৫০০ ও টি৫৪০০ (এফ)। ৩২ ইঞ্চির মডেলগুলো হলো টি৪৭০০, টি৪৫০০ এবং টি৪৪০০ (এফ)। টি সিরিজের নতুন উন্মোচিত ২০২০ স্মার্ট টিভির মডেলগুলো ২৯, ৯৯০ টাকা থেকে ৫৮, ৯০০ টাকা মূল্যের মধ্যে ক্রয় করা যাবে। স্যামসাং টি সিরিজের টেলিভিশনগুলো স্যামসাং বাংলাদেশের অফিশিয়াল আউটলেট ও অনুমোদিত ডিলার শপ থেকে দুই বছরের ওয়্যারেন্টি সুবিধায় পাওয়া যাবে। সংবাদ বিজ্ঞপ্তি।