সাড়ে পাঁচশ’র বেশি গানের মালিক লুৎফর হাসান

গান লেখালেখিতে আর গান গাওয়াতেই যেন নিজের ভালোলাগা খুঁজে পান লুৎফর হাসান। লিখেছেন অনেকগুলো নতুন গান। তার মধ্যে ‘মন ভালো হয়ে যায়’ লুইপার জন্য, ‘এক ঝাক ভালোবাসা’ কিশোরের জন্য, ‘পিংকি আমার নাম’ পিংকির জন্য, ‘আমি তোমায় দেখবো বলে’, ‘গুনগুন গান’ মৌমিতা বড়–য়ার জন্য, ‘কেমন আছো বন্ধু তুমি’ অবন্তী সিঁথির জন্য’, ‘ভালোবাসা সস্তা নয়’ পুতুলের জন্য এবং নিজের জন্যও কিছু গান। শিল্পীদের কন্ঠে লুৎফর হাসানের লেখা এই গানগুলো রয়েছে প্রকাশের অপেক্ষায়। লুৎফর হাসান জানান, অবন্তী সিঁথির সঙ্গে তার নিজের লেখা, সুর করা ও গাওয়া ‘কেমন আছো বন্ধু তুমি’ গানটি তার নিজের চ্যানেলেই প্রকাশ করবেন। কারণ হিসেবে তিনি জানান, এই গানটি একটু বেশিই ভালো গান, তাই অন্য কোন চ্যানেলে প্রকাশের আগ্রহ নেই তার। লুইপার কন্ঠে তার লেখা ‘মন ভালো হয়ে যায়’ গানটি তার লেখা এ সময়ের সেরা গান বলে জানিয়েছেন লুৎফর। গানটির সুর করেছেন এহসান রাহী। লুৎফর হাসানের নিজের কন্ঠে নতুন বেশ কয়েকটি একক গানও রয়েছে প্রকাশের অপেক্ষায়। যে গানগুলো লিখেছেন লুৎফর নিজে, শেখ নজরুল ও লুৎফরের ছোঁ ভাই আশিক মেহেদী। লুৎফর জানান এখন পর্যন্ত তার লেখা, সুর করা ও গাওয়া সাড়ে পাঁচশ’র বেশি গান প্রকাশিত হয়েছে। প্রকাশের অপেক্ষায় আছে আরও প্রায় একশত গান। নতুন নতুন গান এবং যারসঙ্গে বেশি গান করার ইচ্ছে প্রসঙ্গে লুৎফর হাসান বলেন, আমি অবশ্যই কৃতজ্ঞ সালমা, রাজীব, রিংকুর কাছে। কারণ তারা একটি সময় স্টেজ শো’তে, টিভি শোতে আমার নামটি শ্রদ্ধার সঙ্গে উচ্চারণ করতেন, এটা আমার জন্য অনেক বড় অনুপ্রেরণা ছিলো।

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০ , ১০ মহররম ১৪৪২, ১১ আশ্বিন ১৪২৭

সাড়ে পাঁচশ’র বেশি গানের মালিক লুৎফর হাসান

বিনোদন প্রতিবেদক |

image

গান লেখালেখিতে আর গান গাওয়াতেই যেন নিজের ভালোলাগা খুঁজে পান লুৎফর হাসান। লিখেছেন অনেকগুলো নতুন গান। তার মধ্যে ‘মন ভালো হয়ে যায়’ লুইপার জন্য, ‘এক ঝাক ভালোবাসা’ কিশোরের জন্য, ‘পিংকি আমার নাম’ পিংকির জন্য, ‘আমি তোমায় দেখবো বলে’, ‘গুনগুন গান’ মৌমিতা বড়–য়ার জন্য, ‘কেমন আছো বন্ধু তুমি’ অবন্তী সিঁথির জন্য’, ‘ভালোবাসা সস্তা নয়’ পুতুলের জন্য এবং নিজের জন্যও কিছু গান। শিল্পীদের কন্ঠে লুৎফর হাসানের লেখা এই গানগুলো রয়েছে প্রকাশের অপেক্ষায়। লুৎফর হাসান জানান, অবন্তী সিঁথির সঙ্গে তার নিজের লেখা, সুর করা ও গাওয়া ‘কেমন আছো বন্ধু তুমি’ গানটি তার নিজের চ্যানেলেই প্রকাশ করবেন। কারণ হিসেবে তিনি জানান, এই গানটি একটু বেশিই ভালো গান, তাই অন্য কোন চ্যানেলে প্রকাশের আগ্রহ নেই তার। লুইপার কন্ঠে তার লেখা ‘মন ভালো হয়ে যায়’ গানটি তার লেখা এ সময়ের সেরা গান বলে জানিয়েছেন লুৎফর। গানটির সুর করেছেন এহসান রাহী। লুৎফর হাসানের নিজের কন্ঠে নতুন বেশ কয়েকটি একক গানও রয়েছে প্রকাশের অপেক্ষায়। যে গানগুলো লিখেছেন লুৎফর নিজে, শেখ নজরুল ও লুৎফরের ছোঁ ভাই আশিক মেহেদী। লুৎফর জানান এখন পর্যন্ত তার লেখা, সুর করা ও গাওয়া সাড়ে পাঁচশ’র বেশি গান প্রকাশিত হয়েছে। প্রকাশের অপেক্ষায় আছে আরও প্রায় একশত গান। নতুন নতুন গান এবং যারসঙ্গে বেশি গান করার ইচ্ছে প্রসঙ্গে লুৎফর হাসান বলেন, আমি অবশ্যই কৃতজ্ঞ সালমা, রাজীব, রিংকুর কাছে। কারণ তারা একটি সময় স্টেজ শো’তে, টিভি শোতে আমার নামটি শ্রদ্ধার সঙ্গে উচ্চারণ করতেন, এটা আমার জন্য অনেক বড় অনুপ্রেরণা ছিলো।