অনুদানের সিনেমায় গাইলেন আঁখি আলমগীর

করোনার কারণে স্টেজ শো, গান রেকর্ডিং থেকে বিরত ছিলেন আঁখি আলমগীর। তবে এখন যেহেতু করোনা পরিস্থিতি কিছুটা শিথিল তাই কয়েকদিন আগে তিনি গাজীপুরে একটি স্টেজ শোতে অংশ নিয়েছেন। ফিরেছেন গান রেকর্ডিংয়েও। মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত সরকারী অনুদানের সিনেমা ‘আশীর্বাদ’ সিনেমার একটি গানে এরই মধ্যে কন্ঠ দিয়েছেন আঁখি আলমগীর। গানটি লিখেছেন সুদীপ কুমার দীপ। গানটির সুর সঙ্গীত করেছেন ইমন সাহা। গেলো ৪ অক্টোবর দেশে বসেই গানটিতে কন্ঠ দিয়েছেন আঁখি আলমগীর। গানের কথা হচ্ছে ‘তোমাকে খুঁজেছি...সবুজের হাত ধরে’। দীর্ঘদিন পর সরকারী অনুদানের সিনেমায় গান গাওয়া প্রসঙ্গে আঁখি আলমগীর বলেন, এটি একটি রোমান্টিক গান। গানটির কথা যেমন চমৎকার লিখেছেন দীপ, ঠিক তেমনি দারুন সুর এবং সঙ্গীতায়োজন ছিলো ইমন সাহার। আমার মনে গেঁথে আছে কথা সুর। আমি মনের মাধুরী মিশিয়ে গানটি গেয়েছি। সত্যিই আমি ভীষণ আশাবাদী গানটি নিয়ে।

আঁখি আলমগীর জানান এই গানের তার সহশিল্পী হিসেবে আছেন ইমরান। ইমন সাহা বলেন, এর আগেও আঁখি আলমগীর আমার সুর সঙ্গীত সিনেমার গানে কন্ঠ দিয়েছেন। এই গানে শ্রোতা দর্শকেরা নতুন একজন আঁখি আলমগীরকে পাবেন। আঁখি আলমগীর প্রথম প্লে-ব্যাক করেন ইস্পাহানী আরিফ জাহানের নির্দেশনায় ‘বিদ্রোহী বধূ’ সিনেমায়। গানে তার সহশিল্পী ছিলেন সাগর জাহান। গানের কথা ছিলো দেলোয়ার জাহান ঝণ্টুর এবং সঙ্গীত পরিচালনা করেছিলেন আনোয়ার জাহান নান্টু। আঁখি প্রথম সরকারী অনুদানের সিনেমায় গান করেন ‘হেডমাস্টার’-এ। উল্লেখ্য, সরকারি অনুদানপ্রাপ্ত ‘আশীর্বাদ’ সিনেমাটি সহ-প্রযোজনা করছেন জেনিফার ফেরদৌস।

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২০ , ১৮ সফর ১৪৪২, ২১ আশ্বিন ১৪২৭

অনুদানের সিনেমায় গাইলেন আঁখি আলমগীর

বিনোদন প্রতিবেদক |

image

করোনার কারণে স্টেজ শো, গান রেকর্ডিং থেকে বিরত ছিলেন আঁখি আলমগীর। তবে এখন যেহেতু করোনা পরিস্থিতি কিছুটা শিথিল তাই কয়েকদিন আগে তিনি গাজীপুরে একটি স্টেজ শোতে অংশ নিয়েছেন। ফিরেছেন গান রেকর্ডিংয়েও। মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত সরকারী অনুদানের সিনেমা ‘আশীর্বাদ’ সিনেমার একটি গানে এরই মধ্যে কন্ঠ দিয়েছেন আঁখি আলমগীর। গানটি লিখেছেন সুদীপ কুমার দীপ। গানটির সুর সঙ্গীত করেছেন ইমন সাহা। গেলো ৪ অক্টোবর দেশে বসেই গানটিতে কন্ঠ দিয়েছেন আঁখি আলমগীর। গানের কথা হচ্ছে ‘তোমাকে খুঁজেছি...সবুজের হাত ধরে’। দীর্ঘদিন পর সরকারী অনুদানের সিনেমায় গান গাওয়া প্রসঙ্গে আঁখি আলমগীর বলেন, এটি একটি রোমান্টিক গান। গানটির কথা যেমন চমৎকার লিখেছেন দীপ, ঠিক তেমনি দারুন সুর এবং সঙ্গীতায়োজন ছিলো ইমন সাহার। আমার মনে গেঁথে আছে কথা সুর। আমি মনের মাধুরী মিশিয়ে গানটি গেয়েছি। সত্যিই আমি ভীষণ আশাবাদী গানটি নিয়ে।

আঁখি আলমগীর জানান এই গানের তার সহশিল্পী হিসেবে আছেন ইমরান। ইমন সাহা বলেন, এর আগেও আঁখি আলমগীর আমার সুর সঙ্গীত সিনেমার গানে কন্ঠ দিয়েছেন। এই গানে শ্রোতা দর্শকেরা নতুন একজন আঁখি আলমগীরকে পাবেন। আঁখি আলমগীর প্রথম প্লে-ব্যাক করেন ইস্পাহানী আরিফ জাহানের নির্দেশনায় ‘বিদ্রোহী বধূ’ সিনেমায়। গানে তার সহশিল্পী ছিলেন সাগর জাহান। গানের কথা ছিলো দেলোয়ার জাহান ঝণ্টুর এবং সঙ্গীত পরিচালনা করেছিলেন আনোয়ার জাহান নান্টু। আঁখি প্রথম সরকারী অনুদানের সিনেমায় গান করেন ‘হেডমাস্টার’-এ। উল্লেখ্য, সরকারি অনুদানপ্রাপ্ত ‘আশীর্বাদ’ সিনেমাটি সহ-প্রযোজনা করছেন জেনিফার ফেরদৌস।