ধারাবাহিক নাটক ‘মান অভিমান’

দীপ্ত টিভিতে শনি থেকে শুক্রবার প্রতিদিন সন্ধ্যা ৭টায় প্রচার হচ্ছে ধারাবাহিক নাটক ‘মান অভিমান’। বিয়ের পর রানুদের বাড়িতে জামাইবরণের পরই রাহাত স্ত্রী রানুকে নিয়ে হানিমুনে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা দেয়। ওদের সঙ্গে যায় কায়সার আর বীথিসহ রাহাতের সব শ্যালিকারা। কিন্তু করোনার কারণে হঠাৎ ঢাকায় প্রবেশ ও বাহির হতে নিষেধাজ্ঞা দিলে রাহাতদের হানিমুন স্থগিত হয়ে যায়। অগত্যা রাহাত সবাইকে চমকে দিয়ে নিয়ে যায় ঢাকায় তার নিজের বাড়িতে। ফারিয়া জানতে পারে রাহাত তার নব বিবাহিতা স্ত্রী রানুকে নিয়ে ঢাকায় ফিরে এসেছে। রাহাতকে জীবনসঙ্গী হিসাবে না পেয়ে ব্যর্থ ফারিয়া প্রতিশোধের নেশায় মাতোয়ারা। সে রাহাতকে দাওয়াত দেয় স্ত্রীকে নিয়ে

আসতে। রানুর ইচ্ছায় রাহাত ফারিয়ার দাওয়াতে গেলে সব ভুলে ফারিয়া রানুর প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়। রানু কি ফারিয়ার পাতা বন্ধুত্বের ফাঁদে পা বাড়াবে? জেন অস্টেন রচিত ‘প্রাইড এন্ড প্রেজুডিস’ এর অনুপ্রেরণায় নির্মিত ধারাবাহিক নাটকটির চিত্রনাট্য নাসিমুল হাসান ও সংলাপ করেছেন সরোয়ার সৈকত। আশিস্ রায় পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন রোজী সিদ্দিকী, তোফা হাসান, সমাপ্তি মাশুক, ইফফাত আরা তিথি, শিবলী নওমান, সানজিদা ইপসা, আরমান পারভেজ মুরাদ, তানিন তানহা, শেলী আহসান, সানজিদা মিলা, তেরেজা চৈতি, ইমিলা হক, জেবুন্নেসা সোবহান, সুজাত শিমুল, কাজী রাজু, অশোক ব্যাপারীসহ আরও অনেকে।

বুধবার, ০৭ অক্টোবর ২০২০ , ১৯ সফর ১৪৪২, ২২ আশ্বিন ১৪২৭

ধারাবাহিক নাটক ‘মান অভিমান’

বিনোদন প্রতিবেদক |

image

দীপ্ত টিভিতে শনি থেকে শুক্রবার প্রতিদিন সন্ধ্যা ৭টায় প্রচার হচ্ছে ধারাবাহিক নাটক ‘মান অভিমান’। বিয়ের পর রানুদের বাড়িতে জামাইবরণের পরই রাহাত স্ত্রী রানুকে নিয়ে হানিমুনে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা দেয়। ওদের সঙ্গে যায় কায়সার আর বীথিসহ রাহাতের সব শ্যালিকারা। কিন্তু করোনার কারণে হঠাৎ ঢাকায় প্রবেশ ও বাহির হতে নিষেধাজ্ঞা দিলে রাহাতদের হানিমুন স্থগিত হয়ে যায়। অগত্যা রাহাত সবাইকে চমকে দিয়ে নিয়ে যায় ঢাকায় তার নিজের বাড়িতে। ফারিয়া জানতে পারে রাহাত তার নব বিবাহিতা স্ত্রী রানুকে নিয়ে ঢাকায় ফিরে এসেছে। রাহাতকে জীবনসঙ্গী হিসাবে না পেয়ে ব্যর্থ ফারিয়া প্রতিশোধের নেশায় মাতোয়ারা। সে রাহাতকে দাওয়াত দেয় স্ত্রীকে নিয়ে

আসতে। রানুর ইচ্ছায় রাহাত ফারিয়ার দাওয়াতে গেলে সব ভুলে ফারিয়া রানুর প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়। রানু কি ফারিয়ার পাতা বন্ধুত্বের ফাঁদে পা বাড়াবে? জেন অস্টেন রচিত ‘প্রাইড এন্ড প্রেজুডিস’ এর অনুপ্রেরণায় নির্মিত ধারাবাহিক নাটকটির চিত্রনাট্য নাসিমুল হাসান ও সংলাপ করেছেন সরোয়ার সৈকত। আশিস্ রায় পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন রোজী সিদ্দিকী, তোফা হাসান, সমাপ্তি মাশুক, ইফফাত আরা তিথি, শিবলী নওমান, সানজিদা ইপসা, আরমান পারভেজ মুরাদ, তানিন তানহা, শেলী আহসান, সানজিদা মিলা, তেরেজা চৈতি, ইমিলা হক, জেবুন্নেসা সোবহান, সুজাত শিমুল, কাজী রাজু, অশোক ব্যাপারীসহ আরও অনেকে।