‘ছাই চাপা আগুনে’ শিল্পী-মৌসুমী

মাতিয়া বানু শুকু’র গল্পে একটি টেলিফিল্ম নির্মাণ করেছেন রবিউল শিকদার। এরই মধ্যে টেলিফিল্মটির নির্মাণকাজ শেষ হয়েছে। টেলিফিল্মটিতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন শিল্পী সরকার অপু ও মৌসুমী হামিদ। আগামীকাল শুক্রবার বিকেল ৩.০৫ মিনিটে টেলিফিল্মটি চ্যানেল আইতে প্রচার হবে বলে জানান নির্মাতা রবিউল শিকদার। টেলিফিল্মটিতে অভিনয় প্রসঙ্গে শিল্পী সরকার অপু বলেন, ‘রবির নির্দেশনায় এর আগেও বেশ কিছু নাটক, তথ্যচিত্রে আমি কাজ করেছি। রবির গল্প নির্বাচন আমার কাছে সবসময়ই ভীষণ ভালোলাগে। কারণ তার গল্পগুলো হয় মানুষের জীবনের গল্প। আর একজন নাট্যকার হিসেবে শুকু সমাদৃত। তার লেখা নাটকগুলোর মধ্যে বার্তা থাকে। আমার বিশ^াস টেলিফিল্মটি দর্শকের ভালো লাগবে।’ নির্মাতা রবিউল শিকদার বলেন, ‘ধন্যবাদ চ্যানেল আই পরিবারকে আমার উপর আস্থা রাখার জন্য। ধন্যবাদ শুকু আপাকে আমাকে চমৎকার একটি গল্প দেবার জন্য। ধন্যবাদ শিল্পী দিদি ও মৌসুমী আপুর প্রতি, তারা বেশ আন্তরিকতা নিয়ে অনেক শ্রম দিয়ে কাজটি করেছেন।’ টেলিফিল্মটিতে বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন মাহমুদুল ইসলাম মিঠু, রিজভীনা মৌসুমী, আনোয়ার হোসেন প্রমুখ। এদিকে মৌসুমী হামিদ এরইমধ্যে রঞ্জিত সরকারের নির্দেশনায় আরটিভিতে প্রচার চলতি ধারাবাহিক নাটক ‘চিটিং মাস্টার’র শুটিং-এ অংশ নিয়েছেন। এরইমধ্যে মৌসুমী শেষ করেছেন খ- নাটক সোলায়মান জুয়েলের নির্দেশনায় ‘মিডল এজ ফ্যান্টাসি’। আরটিভিতে তার অভিনীত মুসাফির রনি পরিচালিত ‘তোলপাড়’ ধারাবাহিক নাটকটিও প্রচার হচ্ছে। শিল্পী সরকার অপু অভিনীত এই সময়ের দর্শকপ্রিয় ধারাবাহিক নাটক হচ্ছে এনটিভিতে প্রচার চলতি ধারাবাহিক ‘পরের মেয়ে’। এটি পরিচালনা করছেন হাবীব শাকিল। নূরুল আলম আতিকের ‘লাল মোরগের ঝুটি’ সিনেমার শুটিং শেষে শিল্পী সরকার অপুর আজ ঢাকায় ফিরে কাল থেকে ‘আম্মা’ ধারাবাহিকের শুটিং-এ অংশ নেয়ার কথা রয়েছে।

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২০ , ২০ সফর ১৪৪২, ২৩ আশ্বিন ১৪২৭

‘ছাই চাপা আগুনে’ শিল্পী-মৌসুমী

বিনোদন প্রতিবেদক |

image

মাতিয়া বানু শুকু’র গল্পে একটি টেলিফিল্ম নির্মাণ করেছেন রবিউল শিকদার। এরই মধ্যে টেলিফিল্মটির নির্মাণকাজ শেষ হয়েছে। টেলিফিল্মটিতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন শিল্পী সরকার অপু ও মৌসুমী হামিদ। আগামীকাল শুক্রবার বিকেল ৩.০৫ মিনিটে টেলিফিল্মটি চ্যানেল আইতে প্রচার হবে বলে জানান নির্মাতা রবিউল শিকদার। টেলিফিল্মটিতে অভিনয় প্রসঙ্গে শিল্পী সরকার অপু বলেন, ‘রবির নির্দেশনায় এর আগেও বেশ কিছু নাটক, তথ্যচিত্রে আমি কাজ করেছি। রবির গল্প নির্বাচন আমার কাছে সবসময়ই ভীষণ ভালোলাগে। কারণ তার গল্পগুলো হয় মানুষের জীবনের গল্প। আর একজন নাট্যকার হিসেবে শুকু সমাদৃত। তার লেখা নাটকগুলোর মধ্যে বার্তা থাকে। আমার বিশ^াস টেলিফিল্মটি দর্শকের ভালো লাগবে।’ নির্মাতা রবিউল শিকদার বলেন, ‘ধন্যবাদ চ্যানেল আই পরিবারকে আমার উপর আস্থা রাখার জন্য। ধন্যবাদ শুকু আপাকে আমাকে চমৎকার একটি গল্প দেবার জন্য। ধন্যবাদ শিল্পী দিদি ও মৌসুমী আপুর প্রতি, তারা বেশ আন্তরিকতা নিয়ে অনেক শ্রম দিয়ে কাজটি করেছেন।’ টেলিফিল্মটিতে বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন মাহমুদুল ইসলাম মিঠু, রিজভীনা মৌসুমী, আনোয়ার হোসেন প্রমুখ। এদিকে মৌসুমী হামিদ এরইমধ্যে রঞ্জিত সরকারের নির্দেশনায় আরটিভিতে প্রচার চলতি ধারাবাহিক নাটক ‘চিটিং মাস্টার’র শুটিং-এ অংশ নিয়েছেন। এরইমধ্যে মৌসুমী শেষ করেছেন খ- নাটক সোলায়মান জুয়েলের নির্দেশনায় ‘মিডল এজ ফ্যান্টাসি’। আরটিভিতে তার অভিনীত মুসাফির রনি পরিচালিত ‘তোলপাড়’ ধারাবাহিক নাটকটিও প্রচার হচ্ছে। শিল্পী সরকার অপু অভিনীত এই সময়ের দর্শকপ্রিয় ধারাবাহিক নাটক হচ্ছে এনটিভিতে প্রচার চলতি ধারাবাহিক ‘পরের মেয়ে’। এটি পরিচালনা করছেন হাবীব শাকিল। নূরুল আলম আতিকের ‘লাল মোরগের ঝুটি’ সিনেমার শুটিং শেষে শিল্পী সরকার অপুর আজ ঢাকায় ফিরে কাল থেকে ‘আম্মা’ ধারাবাহিকের শুটিং-এ অংশ নেয়ার কথা রয়েছে।