ওমর সানী-মৌসুমী’কে কাছে পেয়ে আবেগাপ্লুত এটিএম শামসুজ্জামান

চলচ্চিত্রের একুশে পদকপ্রাপ্ত বরেণ্য অভিনেতা, কাহিনীকার, পরিচালক এটিএম শামুসজ্জামান দীর্ঘদিন যাবত অসুস্থাবস্থায় হাসপাতালে ছিলেন। হাসপাতাল থেকে বছরের শুরুতে তিনি রাজধানীর সূত্রাপুরে নিজ বাসায় যান। সেখানেই সময় কাটছে তার একান্তে। করোনার কারণে তিনি নিজে যেমন ঘর থেকে বের হননি। ঠিক তেমনি তার বাসাতেও তারসঙ্গে দেখা করার জন্য অনুমতি পাননি কেউ। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলেও মানুষের জীবনের চলাচল এখন অনেকটাই স্বাভাবিক। এই স্বাভাবিক সময়েই চলচ্চিত্রের তারকা দম্পতি ওমরসানী মৌসুমী গেল ৬ অক্টোবর দুপুরে এটিএম শামসুজ্জামানের বাসায় গিয়েছিলেন। সেখানে এটিএম শামসুজ্জামানের সঙ্গে বেশকিছুটা সময় একান্তে কাটান তারা দু’জন। ওমর সানী মৌসুমীকে হঠাৎ নিজের বাসায় কাছে পেয়ে ভীষণ আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন এটিএম শামসুজ্জামান। এটিএম শামসুজ্জামান বলেন, ‘সানী-মৌসুমীকে আমি আমার নিজের সন্তানের মতোই আদর করি, ভালোবাসি। আমি যখন হাসপাতালে ছিলাম তখনও তারা দু’জন আমাকে দেখতে গিয়েছিল। ওদের দু’জনের ভেতরে অনেক মায়া, অনেক ভালোবাসা। ওরা যে কষ্ট করে আমাকে দেখতে এসেছিলো, তাতেই ভীষণ খুশি আমি।’ ওমর সানী-মৌসুমী বলেন, ‘শ্রদ্ধেয় এটিএম শামসুজ্জামান আমাদের চলচ্চিত্রের অহংকার। তিনি আমাদের বটবৃক্ষ। তিনি এখনো আমাদের মাঝে আছেন, এটা আমাদের জন্য আশীর্বাদ। তিনি যথারীতি সেদিন তার নির্ধারিত জায়গায় বসেছিলেন। তার পাশে থেকে অনেকটা সময় মনেরমতো করে কাটিয়েছি, গল্প শুনেছি। তিনি এতোটাই খুশি ছিলেন যে তার চেহারায় তা স্পষ্ট ছিল।

চলচ্চিত্র এবং রাজনীতি নিয়ে অকে কথা হলো। তিনি আমাদের ছাড়ছিলেনই না। কিন্তু তারপরও চলে আসতে হয়েছিল। কারণ দীর্ঘ সময় থাকলে তিনিও ক্লান্ত হয়ে যেতেন।’ ওমর সানী জানান একটি চলচ্চিত্র নির্মাণের জন্য মৌসুমী এটিএম শামসুজ্জামানের কাছে একটি স্ক্রিপ্টও চেয়েছেন। মৌসুমীকে একটি সিনেমার স্ক্রিপ্ট দিতেও রাজি হন এটিএম শামসুজ্জামান।

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২০ , ২১ সফর ১৪৪২, ২৪ আশ্বিন ১৪২৭

ওমর সানী-মৌসুমী’কে কাছে পেয়ে আবেগাপ্লুত এটিএম শামসুজ্জামান

বিনোদন প্রতিবেদক |

image

চলচ্চিত্রের একুশে পদকপ্রাপ্ত বরেণ্য অভিনেতা, কাহিনীকার, পরিচালক এটিএম শামুসজ্জামান দীর্ঘদিন যাবত অসুস্থাবস্থায় হাসপাতালে ছিলেন। হাসপাতাল থেকে বছরের শুরুতে তিনি রাজধানীর সূত্রাপুরে নিজ বাসায় যান। সেখানেই সময় কাটছে তার একান্তে। করোনার কারণে তিনি নিজে যেমন ঘর থেকে বের হননি। ঠিক তেমনি তার বাসাতেও তারসঙ্গে দেখা করার জন্য অনুমতি পাননি কেউ। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলেও মানুষের জীবনের চলাচল এখন অনেকটাই স্বাভাবিক। এই স্বাভাবিক সময়েই চলচ্চিত্রের তারকা দম্পতি ওমরসানী মৌসুমী গেল ৬ অক্টোবর দুপুরে এটিএম শামসুজ্জামানের বাসায় গিয়েছিলেন। সেখানে এটিএম শামসুজ্জামানের সঙ্গে বেশকিছুটা সময় একান্তে কাটান তারা দু’জন। ওমর সানী মৌসুমীকে হঠাৎ নিজের বাসায় কাছে পেয়ে ভীষণ আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন এটিএম শামসুজ্জামান। এটিএম শামসুজ্জামান বলেন, ‘সানী-মৌসুমীকে আমি আমার নিজের সন্তানের মতোই আদর করি, ভালোবাসি। আমি যখন হাসপাতালে ছিলাম তখনও তারা দু’জন আমাকে দেখতে গিয়েছিল। ওদের দু’জনের ভেতরে অনেক মায়া, অনেক ভালোবাসা। ওরা যে কষ্ট করে আমাকে দেখতে এসেছিলো, তাতেই ভীষণ খুশি আমি।’ ওমর সানী-মৌসুমী বলেন, ‘শ্রদ্ধেয় এটিএম শামসুজ্জামান আমাদের চলচ্চিত্রের অহংকার। তিনি আমাদের বটবৃক্ষ। তিনি এখনো আমাদের মাঝে আছেন, এটা আমাদের জন্য আশীর্বাদ। তিনি যথারীতি সেদিন তার নির্ধারিত জায়গায় বসেছিলেন। তার পাশে থেকে অনেকটা সময় মনেরমতো করে কাটিয়েছি, গল্প শুনেছি। তিনি এতোটাই খুশি ছিলেন যে তার চেহারায় তা স্পষ্ট ছিল।

চলচ্চিত্র এবং রাজনীতি নিয়ে অকে কথা হলো। তিনি আমাদের ছাড়ছিলেনই না। কিন্তু তারপরও চলে আসতে হয়েছিল। কারণ দীর্ঘ সময় থাকলে তিনিও ক্লান্ত হয়ে যেতেন।’ ওমর সানী জানান একটি চলচ্চিত্র নির্মাণের জন্য মৌসুমী এটিএম শামসুজ্জামানের কাছে একটি স্ক্রিপ্টও চেয়েছেন। মৌসুমীকে একটি সিনেমার স্ক্রিপ্ট দিতেও রাজি হন এটিএম শামসুজ্জামান।