স্টেজ শো’তে ফিরেই দর্শক মাতালেন শবনম পারভীন

শবনম পারভীন মূলত একজন চলচ্চিত্রাভিনেত্রী, পাশাপাশি টিভি নাটকেও অভিনয় করেন। দুই মাধ্যমে অভিনয় করে দর্শকের ভালোবাসায় সিক্ত করেছেণ নিজেকে। কারণ বছরজুড়ে স্টেজ শো নিয়েও ভীষণ ব্যস্ত থাকেন শবনম পারভীন। কিন্তু করোনার কারণে শবনম পারভীনকেও অন্যান্য শিল্পীর মতোই ঘরে বসে গৃহবন্দী সময় কাটাতে হয়েছে। তবে অবশেষে করোনা পরিস্থিতির বর্তমান পেক্ষাপটকে বিবেচনা করেও শবনম পারভীন স্টেজ শো’তে ফিরেছেন অনেক সতর্কতার মধ্যদিয়েই। গেলো শুক্রবার ‘ঐক্যে হৃদ্যতার বন্ধনে আমরা ৯৪’ এই সেøাগনে রাজধানীর উত্তরায় একটি অভিজাত প্যালেসে অনুষ্ঠিত হলো ব্যাচ ৯৪’র ২৬ বছর পূর্তি ও বন্ধু মেলা। আয়োজন করেছেন ফেসবুক গ্রুপ ‘৯৪’র ডায়েরী থেকে’। অনুষ্ঠান শুরু হয় বিকেলে। গ্রুপ থেকে বিভিন্ন বিষয়ে বিভিন্ন তথ্য তুলে ধরা হয় নানান সময়ে। ৯৪’র ব্যাচের মূল লক্ষ নিজেদের ব্যাচের জন্য কিছু করার পাশাপাশি সামাজিক বিভিন্ন অপরাধ ধর্ষণ, মাদকের বিরুদ্ধে সাধারণ জনগনকে সচেতন করা, বিভিন্ন চ্যারিটি মুলক কাজে অংশ নেয়া, ৯৪ ব্যাচের ঐক্যকে সুমন্নত রাখা। অনুষ্ঠানের সাংষ্কৃতিক পর্বেও শুরুতে কৌতুক পরিবেশন করেন নানী নাতি খ্যাত শবনম পারভীন ও এলিন। তাদের দু’জনের কৌতুকাভিনয় উপস্থিত সকল দর্শক বেশ আগ্রহ নিয়ে উপভোগ করেন। পরবর্তীতে মঞ্চে বাংলাদেশের সিনেমার দশটি গানের সমন্বয়ে একটি পরিবেশনায় নৃত্য পরিবেশন করেন শবনম পারভীন ও নৃত্য পরিচালক আজিজ রেজা। শবনম পারভীন বলেন, ‘দীর্ঘদিন পর মঞ্চে উঠে পারফর্ম করতে পেরে ভীষণ ভালো লেগেছে। আয়োজকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, ভালোবাসা এ কারণেই যে তারা এই করোনার ক্রান্তিকালেও অনেকটা চ্যালেঞ্জ নিয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছেন। এভাবে নিয়মিত স্টেজ শো’তে পারফর্ম করতে চাই আমি।’ শবনম পারভীন জানান এরইমধ্যে তিনি অনন্য মামুনের নির্দেশনায় ‘নবাব এলএল বি’ সিনেমার কাজ শেষ করেছেন। শিগগিরই মুক্তি পাবে তার পরিচালিত ও অভিনীত ‘হুরমতি’ সিনেমাটি। শবনম পারভীন নিয়মিত নাটকেও অভিনয় করছেন। আগামীকাল থেকে তিনি বশির আহমেদ’র পরিচালনায় নতুন একটি ধারাবাহিক নাটকের কাজ শুরু করতে যাচ্ছেন। মূলত হুমায়ূন আহমেদ’র নাটক সিনেমাতে অভিনয় করে শবনম পারভীন দর্শকের ভালোবাসায় বেশি সিক্ত হয়েছেন। মানিকগঞ্জের মেয়ে শবনম পারভীন অভিনয়েই আজীবন নিজেকে নিবেদিত রাখতে চান।

রবিবার, ১১ অক্টোবর ২০২০ , ২৩ সফর ১৪৪২, ২৬ আশ্বিন ১৪২৭

স্টেজ শো’তে ফিরেই দর্শক মাতালেন শবনম পারভীন

বিনোদন প্রতিবেদক |

image

শবনম পারভীন মূলত একজন চলচ্চিত্রাভিনেত্রী, পাশাপাশি টিভি নাটকেও অভিনয় করেন। দুই মাধ্যমে অভিনয় করে দর্শকের ভালোবাসায় সিক্ত করেছেণ নিজেকে। কারণ বছরজুড়ে স্টেজ শো নিয়েও ভীষণ ব্যস্ত থাকেন শবনম পারভীন। কিন্তু করোনার কারণে শবনম পারভীনকেও অন্যান্য শিল্পীর মতোই ঘরে বসে গৃহবন্দী সময় কাটাতে হয়েছে। তবে অবশেষে করোনা পরিস্থিতির বর্তমান পেক্ষাপটকে বিবেচনা করেও শবনম পারভীন স্টেজ শো’তে ফিরেছেন অনেক সতর্কতার মধ্যদিয়েই। গেলো শুক্রবার ‘ঐক্যে হৃদ্যতার বন্ধনে আমরা ৯৪’ এই সেøাগনে রাজধানীর উত্তরায় একটি অভিজাত প্যালেসে অনুষ্ঠিত হলো ব্যাচ ৯৪’র ২৬ বছর পূর্তি ও বন্ধু মেলা। আয়োজন করেছেন ফেসবুক গ্রুপ ‘৯৪’র ডায়েরী থেকে’। অনুষ্ঠান শুরু হয় বিকেলে। গ্রুপ থেকে বিভিন্ন বিষয়ে বিভিন্ন তথ্য তুলে ধরা হয় নানান সময়ে। ৯৪’র ব্যাচের মূল লক্ষ নিজেদের ব্যাচের জন্য কিছু করার পাশাপাশি সামাজিক বিভিন্ন অপরাধ ধর্ষণ, মাদকের বিরুদ্ধে সাধারণ জনগনকে সচেতন করা, বিভিন্ন চ্যারিটি মুলক কাজে অংশ নেয়া, ৯৪ ব্যাচের ঐক্যকে সুমন্নত রাখা। অনুষ্ঠানের সাংষ্কৃতিক পর্বেও শুরুতে কৌতুক পরিবেশন করেন নানী নাতি খ্যাত শবনম পারভীন ও এলিন। তাদের দু’জনের কৌতুকাভিনয় উপস্থিত সকল দর্শক বেশ আগ্রহ নিয়ে উপভোগ করেন। পরবর্তীতে মঞ্চে বাংলাদেশের সিনেমার দশটি গানের সমন্বয়ে একটি পরিবেশনায় নৃত্য পরিবেশন করেন শবনম পারভীন ও নৃত্য পরিচালক আজিজ রেজা। শবনম পারভীন বলেন, ‘দীর্ঘদিন পর মঞ্চে উঠে পারফর্ম করতে পেরে ভীষণ ভালো লেগেছে। আয়োজকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, ভালোবাসা এ কারণেই যে তারা এই করোনার ক্রান্তিকালেও অনেকটা চ্যালেঞ্জ নিয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছেন। এভাবে নিয়মিত স্টেজ শো’তে পারফর্ম করতে চাই আমি।’ শবনম পারভীন জানান এরইমধ্যে তিনি অনন্য মামুনের নির্দেশনায় ‘নবাব এলএল বি’ সিনেমার কাজ শেষ করেছেন। শিগগিরই মুক্তি পাবে তার পরিচালিত ও অভিনীত ‘হুরমতি’ সিনেমাটি। শবনম পারভীন নিয়মিত নাটকেও অভিনয় করছেন। আগামীকাল থেকে তিনি বশির আহমেদ’র পরিচালনায় নতুন একটি ধারাবাহিক নাটকের কাজ শুরু করতে যাচ্ছেন। মূলত হুমায়ূন আহমেদ’র নাটক সিনেমাতে অভিনয় করে শবনম পারভীন দর্শকের ভালোবাসায় বেশি সিক্ত হয়েছেন। মানিকগঞ্জের মেয়ে শবনম পারভীন অভিনয়েই আজীবন নিজেকে নিবেদিত রাখতে চান।