উপস্থাপনায় লাবণ্যের অর্ধযুগ

এই সময়ে বিভিন্ন টিভি চ্যানেলে নিয়মিত উপস্থাপনা করছেন রূহানী সালসাবিল লাবণ্য। অর্ধযুগেরও বেশি সময় ধরে উপস্থাপনা করনে তিনি। উপস্থাপনার পাশাপাশি তিনি নৃত্য এবং টিভিনাটকের অভিনয়ের সঙ্গেও যুক্ত। বগুড়ার মেয়ে লাবণ্যও উপস্থাপনায় যাত্রা শুরু ২০১৪ সালে এশিয়ান টিভি ও দেশ টিভিতে দুটি ভিন্ন অনুষ্ঠান উপস্থাপনার মধ্যদিয়ে। ছোটবেলায় তিনি বগুড়া থিয়েটারের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। সেখানেই মঞ্চ নাটকের পাশাপাশি উপস্থাপনা করতেন। লাবণ্য এই মুহূর্তে একুশে টিভির রূপ লাবণ্য, এনটিভির স্বর্ণালী সন্ধ্যা, বিটিভির তারানা, এসএ টিভির হাইট অ্যা- ফ্যাশন, জিটিভির স্বপ্নবাড়ি, আরটিভির মিউজিক স্টেশন, এশিয়ান টিভির এশিয়ান মিউজিকে নিয়মিত উপস্থাপনা করছেন তিনি। করোনার লকডাউনের মধ্যেও লাবণ্য তিনটি করপোরেট শো’র উপস্থাপনা করেছেন। এটিএন বাংলায় তার অভিনীত নতুন ধারাবাহিক নাটক ‘স্মৃতির আল্পনা আঁকি’ প্রচার শুরু হচ্ছে আজ থেকে। এতে তিনি জোহরা চরিত্রে অভিনয় করছেন।

লাবণ্য একজন স্থপতি। এদিকে আজ লাবণ্য’র জন্মদিন। উপস্থাপনা এবং জন্মদিন প্রসঙ্গে লাবণ্য বলেন, ‘জন্মদিন নিয়ে বিশেষ কোন পরিকল্পনা নেই আমার। তবে জন্মদিনের শুরুটা হবে পরিবারের সঙ্গে। এবারের জন্মদিনে আম্মু আমার সঙ্গে আছেন, এটা বিশেষ ভালোলাগা। সন্ধ্যায় এবং রাতে দু’টি ভিন্ন চ্যানেলে উপস্থাপনায় ব্যস্ত থাকব। পরের সময়টুকু আবার পরিবারের। উপস্থাপনা নিয়ে বিশেষ কোন পরিকল্পনা নেই আমার’। লাবণ্য জানান, চলতি মাসেই তিনি কবিরুল ইসলাম রতনের পরিচালনায় বিটিভি, দীপ্ত টিভি ও এনটিভির ভিন্ন ভিন্ন অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করবেন।

রবিবার, ১৮ অক্টোবর ২০২০ , ৩০ সফর ১৪৪২, ০২ কার্তিক ১৪২৭

উপস্থাপনায় লাবণ্যের অর্ধযুগ

বিনোদন প্রতিবেদক |

image

এই সময়ে বিভিন্ন টিভি চ্যানেলে নিয়মিত উপস্থাপনা করছেন রূহানী সালসাবিল লাবণ্য। অর্ধযুগেরও বেশি সময় ধরে উপস্থাপনা করনে তিনি। উপস্থাপনার পাশাপাশি তিনি নৃত্য এবং টিভিনাটকের অভিনয়ের সঙ্গেও যুক্ত। বগুড়ার মেয়ে লাবণ্যও উপস্থাপনায় যাত্রা শুরু ২০১৪ সালে এশিয়ান টিভি ও দেশ টিভিতে দুটি ভিন্ন অনুষ্ঠান উপস্থাপনার মধ্যদিয়ে। ছোটবেলায় তিনি বগুড়া থিয়েটারের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। সেখানেই মঞ্চ নাটকের পাশাপাশি উপস্থাপনা করতেন। লাবণ্য এই মুহূর্তে একুশে টিভির রূপ লাবণ্য, এনটিভির স্বর্ণালী সন্ধ্যা, বিটিভির তারানা, এসএ টিভির হাইট অ্যা- ফ্যাশন, জিটিভির স্বপ্নবাড়ি, আরটিভির মিউজিক স্টেশন, এশিয়ান টিভির এশিয়ান মিউজিকে নিয়মিত উপস্থাপনা করছেন তিনি। করোনার লকডাউনের মধ্যেও লাবণ্য তিনটি করপোরেট শো’র উপস্থাপনা করেছেন। এটিএন বাংলায় তার অভিনীত নতুন ধারাবাহিক নাটক ‘স্মৃতির আল্পনা আঁকি’ প্রচার শুরু হচ্ছে আজ থেকে। এতে তিনি জোহরা চরিত্রে অভিনয় করছেন।

লাবণ্য একজন স্থপতি। এদিকে আজ লাবণ্য’র জন্মদিন। উপস্থাপনা এবং জন্মদিন প্রসঙ্গে লাবণ্য বলেন, ‘জন্মদিন নিয়ে বিশেষ কোন পরিকল্পনা নেই আমার। তবে জন্মদিনের শুরুটা হবে পরিবারের সঙ্গে। এবারের জন্মদিনে আম্মু আমার সঙ্গে আছেন, এটা বিশেষ ভালোলাগা। সন্ধ্যায় এবং রাতে দু’টি ভিন্ন চ্যানেলে উপস্থাপনায় ব্যস্ত থাকব। পরের সময়টুকু আবার পরিবারের। উপস্থাপনা নিয়ে বিশেষ কোন পরিকল্পনা নেই আমার’। লাবণ্য জানান, চলতি মাসেই তিনি কবিরুল ইসলাম রতনের পরিচালনায় বিটিভি, দীপ্ত টিভি ও এনটিভির ভিন্ন ভিন্ন অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করবেন।