আবারো চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনায় বাপ্পা মজুমদার

একজন সঙ্গীত পরিচালক হিসেবে বাপ্পা মজুমদার প্রথম কাজ করেন হাছিবুল রেজা কল্লোল পরিচালিত ‘সত্ত্বা’ সিনেমায়। এ সিনেমায় তার সুর সঙ্গীতে গান গেয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন জেমস ও মমতাজ বেগম। একই চলচ্চিত্রে একজন সুরকার হিসেবে প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন বাপ্পা মজুমদার। তার শ্রেষ্ঠত্বর এই স্বীকৃতির রেশ ধরেই তিনি আবারো নতুন একটি সিনেমার সঙ্গীত পরিচালনার দায়িত্ব পেয়েছেন। ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়ে স্বাধীনতার জন্য চট্টগ্রামের বিপ্লবীদের সশস্ত্র অভ্যুত্থান উপমহাদেশের ইতিহাসের পাতায় বিশেষ স্থান দখল করে আছে। সেই ইতিহাসকে ধারণ করে নির্মিত হচ্ছে কথা সাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস অবল্বনে ‘ভালোবাসা প্রীতিলতা’ সিনেমাটি। সিনেমাটি নির্মাণ করবেন প্রদীপ ঘোষ। এই সিনেমারই সঙ্গীত পরিচালনার দায়িত্ব পেয়েছেন বাপ্পা মজুমদার। সিনেমাতে মোট চারটি গান থাকবে। এরইমধ্যে বাপ্পা মজুমদার একটি মৌলিক গানে কন্ঠ দিয়েছেন বলে জানান। বাপ্পা মজুমদার বলেন, আমার সুর সঙ্গীতে এরইমধ্যে একটি মৌলিক গানে আমি কন্ঠ দিয়েছি। যেহেতু এটি একটি বিদ্রোহী গান তাই এতে আরো অনেক সঙ্গীতশিল্পীই কন্ঠ দিবেন। আপাতত। আরো একটি রবীন্দ্র সঙ্গীত এবং দ্বিজেন্দ্র লাল রায়ের দুটি গান থাকবে এই সিনেমায়। দর্শককে নিশ্চয়ই আরো ভালো কিছু উপহার দেবার চেষ্টা থাকবে আমার। বাপ্পা মজুমদার জানান, তার নিজস্ব ইউটিউব চ্যানেলে ‘বাপ্পা মজুমদার’ এ নতুন কিছু গান প্রকাশের জন্য নিজের কিছু গান নিয়েও ব্যস্ত রয়েছেন তিনি।

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০ , ৪ কার্তিক ১৪২৭, ২ রবিউল ‍আউয়াল ১৪৪২

আবারো চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনায় বাপ্পা মজুমদার

বিনোদন প্রতিবেদক |

image

একজন সঙ্গীত পরিচালক হিসেবে বাপ্পা মজুমদার প্রথম কাজ করেন হাছিবুল রেজা কল্লোল পরিচালিত ‘সত্ত্বা’ সিনেমায়। এ সিনেমায় তার সুর সঙ্গীতে গান গেয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন জেমস ও মমতাজ বেগম। একই চলচ্চিত্রে একজন সুরকার হিসেবে প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন বাপ্পা মজুমদার। তার শ্রেষ্ঠত্বর এই স্বীকৃতির রেশ ধরেই তিনি আবারো নতুন একটি সিনেমার সঙ্গীত পরিচালনার দায়িত্ব পেয়েছেন। ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়ে স্বাধীনতার জন্য চট্টগ্রামের বিপ্লবীদের সশস্ত্র অভ্যুত্থান উপমহাদেশের ইতিহাসের পাতায় বিশেষ স্থান দখল করে আছে। সেই ইতিহাসকে ধারণ করে নির্মিত হচ্ছে কথা সাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস অবল্বনে ‘ভালোবাসা প্রীতিলতা’ সিনেমাটি। সিনেমাটি নির্মাণ করবেন প্রদীপ ঘোষ। এই সিনেমারই সঙ্গীত পরিচালনার দায়িত্ব পেয়েছেন বাপ্পা মজুমদার। সিনেমাতে মোট চারটি গান থাকবে। এরইমধ্যে বাপ্পা মজুমদার একটি মৌলিক গানে কন্ঠ দিয়েছেন বলে জানান। বাপ্পা মজুমদার বলেন, আমার সুর সঙ্গীতে এরইমধ্যে একটি মৌলিক গানে আমি কন্ঠ দিয়েছি। যেহেতু এটি একটি বিদ্রোহী গান তাই এতে আরো অনেক সঙ্গীতশিল্পীই কন্ঠ দিবেন। আপাতত। আরো একটি রবীন্দ্র সঙ্গীত এবং দ্বিজেন্দ্র লাল রায়ের দুটি গান থাকবে এই সিনেমায়। দর্শককে নিশ্চয়ই আরো ভালো কিছু উপহার দেবার চেষ্টা থাকবে আমার। বাপ্পা মজুমদার জানান, তার নিজস্ব ইউটিউব চ্যানেলে ‘বাপ্পা মজুমদার’ এ নতুন কিছু গান প্রকাশের জন্য নিজের কিছু গান নিয়েও ব্যস্ত রয়েছেন তিনি।