নাট্যজনদের সঙ্গে শারদীয় নাট্যোৎসব কমিটির সংলাপ বিনিময়

সম্রাট আকবরের প্রধান সেনাপতি রাজা মানসিংহের স্মৃতিবিজরিত শ্রী শ্রী বরদেশ্বরী কালীমাতা মন্দির প্রাঙ্গণে প্রতি বছর শারদীয় নাট্যোৎসব আয়োজন করা হচ্ছে। এই উৎসব এখন এক প্রাণবন্ত ও ধারাবাহিক বাস্তবতা। বিগত সময় এই উৎসব উপলক্ষে শ্রী শ্রী বরদেশ^রী কালীমাতা মন্দিরের সভাপতি ও শারদীয় নাট্যোৎসবের প্রবক্তা লায়ন চিত্তরঞ্জন দাসের আহ্বানে এই মঞ্চে দেশের ছোট বড় অনেক দল নাটক মঞ্চায়ন করেছে। এবারে কোভিড-১৯ সংক্রামণ ঝুঁকি বিবেচনায় উন্মুক্ত প্রান্তরে নাটকসহ সব সাংস্কৃতিক আয়োজন বন্ধ থাকায় শারদীয় নাট্যোৎসবের পালন সম্ভব হচ্ছে না। ফলে ২২ অক্টোবর, বৃহস্পতিবার বিকাল ৫টা ৩০ মিনিটে মন্দির প্রাঙ্গণে আয়োজিত হতে চলেছে ঘরোয়া পরিবেশে স্বাস্থ্যবিধি মেনে আয়োজক কমিটি এবং নাট্য সংশ্লিষ্ট মানুষের পারস্পরিক সংলাপ বিনিময়। সংলাপের বিষয় করোনার আগেও ছিলাম পরেও থাকব: প্রেক্ষিত শারদীয় নাট্যোৎসব। লায়ন চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে সংলাপ বিনিময় আয়োজনে প্রধান অতিথি থাকবেন একুশে পদকপ্রাপ্ত অভিনেতা লাকী ইনাম। সম্মানিত অতিথি থাকবেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি ঝুনা চৌধুরী, বাংলাদেশ পথনাটকর পরিষদের সাধারণ সম্পাদক আহমদ গিয়াস, অভিনেত্রী অরুনা বিশ^াস, বাংলাদেশ যাত্রা উন্নয়ন পরিষদের সভাপতি মিলন কান্তি দেসহ আরও অনেকে। সংলাপ বিনিময় প্রসঙ্গে লায়ন চিত্তরঞ্জন দাস বলেন, ভাইরাসজনিত বৈরী পরিবেশের কারণে এবার শারদীয় নাট্যোৎসব উদযাপন সম্ভব না হলেও নাট্য তথা শিল্পীদের প্রতি আমাদের সংস্কৃতিবান্ধব মানষিকতার পুনর্বিন্যাস নিয়েই পারস্পারিক সংলাপ বিনিময়। আমরা পরস্পর পরস্পরের পাশে থাকব বিপদে-সম্পদে উভয় অবস্থায়।

বুধবার, ২১ অক্টোবর ২০২০ , ৫ কার্তিক ১৪২৭, ৩ রবিউল ‍আউয়াল ১৪৪২

নাট্যজনদের সঙ্গে শারদীয় নাট্যোৎসব কমিটির সংলাপ বিনিময়

বিনোদন প্রতিবেদক |

image

সম্রাট আকবরের প্রধান সেনাপতি রাজা মানসিংহের স্মৃতিবিজরিত শ্রী শ্রী বরদেশ্বরী কালীমাতা মন্দির প্রাঙ্গণে প্রতি বছর শারদীয় নাট্যোৎসব আয়োজন করা হচ্ছে। এই উৎসব এখন এক প্রাণবন্ত ও ধারাবাহিক বাস্তবতা। বিগত সময় এই উৎসব উপলক্ষে শ্রী শ্রী বরদেশ^রী কালীমাতা মন্দিরের সভাপতি ও শারদীয় নাট্যোৎসবের প্রবক্তা লায়ন চিত্তরঞ্জন দাসের আহ্বানে এই মঞ্চে দেশের ছোট বড় অনেক দল নাটক মঞ্চায়ন করেছে। এবারে কোভিড-১৯ সংক্রামণ ঝুঁকি বিবেচনায় উন্মুক্ত প্রান্তরে নাটকসহ সব সাংস্কৃতিক আয়োজন বন্ধ থাকায় শারদীয় নাট্যোৎসবের পালন সম্ভব হচ্ছে না। ফলে ২২ অক্টোবর, বৃহস্পতিবার বিকাল ৫টা ৩০ মিনিটে মন্দির প্রাঙ্গণে আয়োজিত হতে চলেছে ঘরোয়া পরিবেশে স্বাস্থ্যবিধি মেনে আয়োজক কমিটি এবং নাট্য সংশ্লিষ্ট মানুষের পারস্পরিক সংলাপ বিনিময়। সংলাপের বিষয় করোনার আগেও ছিলাম পরেও থাকব: প্রেক্ষিত শারদীয় নাট্যোৎসব। লায়ন চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে সংলাপ বিনিময় আয়োজনে প্রধান অতিথি থাকবেন একুশে পদকপ্রাপ্ত অভিনেতা লাকী ইনাম। সম্মানিত অতিথি থাকবেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি ঝুনা চৌধুরী, বাংলাদেশ পথনাটকর পরিষদের সাধারণ সম্পাদক আহমদ গিয়াস, অভিনেত্রী অরুনা বিশ^াস, বাংলাদেশ যাত্রা উন্নয়ন পরিষদের সভাপতি মিলন কান্তি দেসহ আরও অনেকে। সংলাপ বিনিময় প্রসঙ্গে লায়ন চিত্তরঞ্জন দাস বলেন, ভাইরাসজনিত বৈরী পরিবেশের কারণে এবার শারদীয় নাট্যোৎসব উদযাপন সম্ভব না হলেও নাট্য তথা শিল্পীদের প্রতি আমাদের সংস্কৃতিবান্ধব মানষিকতার পুনর্বিন্যাস নিয়েই পারস্পারিক সংলাপ বিনিময়। আমরা পরস্পর পরস্পরের পাশে থাকব বিপদে-সম্পদে উভয় অবস্থায়।